1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইকিলিক্স বন্ধে চলছে ‘সাইবার যুদ্ধ’

৪ ডিসেম্বর ২০১০

একদিকে উইকিলিক্স প্রতিষ্ঠাতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হত্যার হুমকি৷ অন্যদিকে ইন্টারনেট থেকে উইকিলিক্সকে মুছে দেওয়ার চেষ্টা৷ সবমিলিয়ে বেশ বিপর্যস্ত উইকিলিক্স৷ সংস্থাটিকে সাহায্যে অবশ্য এগিয়ে এসেছে ইউরোপ৷

জুলিয়ানের বিরুদ্ধে নতুন পরোয়ানা

উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ বর্তমানে সম্ভবত ব্রিটেনে আত্মগোপন করে আছেন৷ তাকে গ্রেপ্তারে সুইডিশ সরকার নতুন এক পরোয়ানা জারি করে৷ এই কাজে সহায়তা করছে ইন্টারপোল৷ মোটের ওপর, হত্যার হুমকিও পেয়েছেন তিনি৷ জুলিয়ান অবশ্য এতসবের মাঝেও শুক্রবার খানিকের জন্য ইন্টারনেট চ্যাটে হাজির হন৷ গার্ডিয়ানকে জুলিয়ান জানান, তাকে কিংবা উইকিলিক্সের কোন ক্ষতি করা হলে লাখখানেক গোপন কূটনীতিক বার্তা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়বে৷

সাইবার যুদ্ধ

বৃহস্পতিবার দিবাগত রাতে বন্ধ হয়ে যায় উইকিলিক্সের আসল ঠিকানা উইকিলিক্স ডটঅর্গ৷ এর ছয় ঘন্টা পর সংস্থাটি ইন্টারনেটে ফিরে আসে নতুন নামে, উইকিলিক্স ডটসিএইচ৷ এএফপি অবশ্য জানিয়েছে, উইকিলিক্স ডটসিএইচ ঠিকানাটিও বন্ধ করে দেওয়া হয়েছে৷ বারবার সাইবার হামলার অজুহাতে এই ঠিকানাটি বন্ধ করা হয়েছে বলে জানাচ্ছে সংবাদসংস্থাগুলো৷

সম্প্রতি আড়াই লাখ মার্কিন গোপন নথি প্রকাশ করে উইকিলিক্সছবি: picture alliance / ZB

তবে ডয়চে ভেলের বন কার্যালয় থেকে জার্মান সময় শনিবার ভোর তিনটা পর্যন্ত উইকিলিক্স ডটসিএইচ-এ প্রবেশ করা গিয়েছে৷

এবার ২১ ঠিকানা

উইকিলিক্সকে সহায়তায় এগিয়ে এসেছে ইউরোপের পাইরেটস পার্টি৷ ইতিমধ্যে এই দল উইকিলিক্সের জন্য ২১টি আলাদা ইন্টারনেট ঠিকানা যোগাড় করেছে৷ এর মধ্যে রয়েছে একটি জার্মান ঠিকানা, যাকে বলে উইকিলিক্স ডট ডিই৷ জার্মানির সঙ্গে উইকিলিক্সের সখ্যতা কিন্তু আরো রয়েছে৷ ইন্টারনেটভিত্তিক সংস্থাটি যে আর্থিক তহবিল যোগাড় করে, তাও জমা হয় জার্মানি এবং আইসল্যান্ডের দু'টি ব্যাংকে৷

এদিকে, ইয়েমেনের আল-কায়দা ঘাঁটিতে হামলা চালানোর জন্য মার্কিন বাহিনীকে গোপনে সহযোগিতা করেছেন স্বয়ং ইয়েমেনের প্রেসিডেন্ট৷ উইকিলিক্স থেকে পাওয়া এই খবর নিয়ে শুক্রবার বেশ আলোচনা শোনা গেছে৷ তবে আরো যে বিষয়টি আলোচনায়, তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোর কার্যালয়ে উইকিলিক্স নিষিদ্ধ করা হয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ