1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছে না গুগল

৭ জুন ২০১০

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কারণে অনেকদিন ধরে প্রযুক্তির বাজারে নেতৃত্ব দিয়ে আসছিলো মাইক্রোসফট৷ কিন্তু এখন একের এক কোম্পানি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির কারণে এখন সেই নেতৃত্ব ক্রমেই হুমকির মুখে পড়ছে৷

ছবি: AP

সর্বশেষ যে খবরটি জানা গেছে, তা হলো গুগল নাকি এখন আর মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ব্যবহার করছে না৷ যু্ক্তরাষ্ট্রের ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গুগল এখন তাদের অ্যাপল কম্পিউটারগুলোতে লিনাক্স অপারেটিং সিস্টেম চালুর সুযোগ দিয়েছে৷ উল্লেখ্য, উইন্ডোজের অন্যতম প্রতিদ্বন্দ্বী হল এই লিনাক্স অপারেটিং সিস্টেম৷ আরও জানা গেছে যে, নিজস্ব তথ্যাবলীর নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে গুগল, যা মাইক্রোসফটের জন্য একটি খারাপ খবরই বটে৷ তবে এই খবরটির ব্যাপারে গুগলের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি৷ উল্লেখ্য, চীনের হ্যাকারদের ক্রমাগত আক্রমণের কারণে কিছুদিন আগে সেদেশে কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল গুগল৷ এর বাইরে তারা বেশ কিছুদিন ধরেই তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম গুগল ক্রোম চালুর জন্য চেষ্টা করে আসছে৷

ছবি: AP

তবে মার্কিন সংবাদ মাধ্যমে এই খবরটিকে উড়িয়ে দিয়েছে মাইক্রোসফট৷ তারা এই খবরটিকে পাত্তা দিতে নারাজ৷ মাইক্রোসফটের কর্মকর্তা ব্র্যান্ডন লেব্লাংক তাঁর ব্লগে এই ঘটনাটির ব্যাপারে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘যখন নিরাপত্তার প্রশ্ন আসে তখন বাকিরা তো বটেই, এমনকি হ্যাকাররা পর্যন্ত স্বীকার করে যে বাজারে অন্য যে কারোর চেয়ে আমাদের অবস্থান ভালো৷ এবং কেবল হ্যাকাররাই নয়, তৃতীয় পক্ষের অনেক ব্যবসায়িক নেতৃবৃন্দও এটা বলেন যে বিনিয়োগ এবং পণ্য প্রসারের ক্ষেত্রে আমরা অন্যদের চেয়ে এগিয়ে৷'' ব্র্যান্ডন লেব্লাংক মনে করিয়ে দিয়েছেন যে, কেবল মাইক্রোসফট নয় গুগল এবং অ্যাপলের তৈরি সফটওয়্যারগুলোর ক্ষেত্রেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে৷ তবে প্রযুক্তির বাজারে এই রাঘব বোয়ালদের জোর প্রতিদ্বন্দ্বীতা সুবিধা করে দিয়েছে সাধারণ ব্যবহারকারীদের৷ কারণ, তারা দিন দিন আরও নতুন প্রযুক্তির সুযোগ সুবিধা লাভ করছেন৷

প্রতিবেদন : রিয়াজুল ইসলাম

সম্পাদনা : দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ