1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবিনে লিসিকি

৪ জুলাই ২০১৩

প্রি-কোয়ার্টারফাইনালে খোদ সেরেনা উইলিয়ামসকে হারানোর পর জার্মানির সাবিনে লিসিকি কোয়ার্টারফাইনালে এস্টোনিয়ার কাইয়া কানেপিকে সরাসরি সেটে হারিয়ে প্রমাণ করলেন, তিনি এবার উইম্বলডনে কেন ফেবারিট৷

epa03770996 Sabine Lisicki of Germany takes on Kaia Kanepi of Estonia during their quarter-final match for the Wimbledon Championships at the All England Lawn Tennis Club, in London, Britain, 02 July 2013. EPA/KERIM OKTEN
ছবি: picture-alliance/dpa/Kerim Okten

শুধু লন্ডনের বুকি নয়, টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভাও এবার লিসিকিকেই উইম্বলডন মুকুটের যোগ্য ধারক ও বাহক হিসেবে বেছে নিয়েছেন৷ মনে রাখতে হবে, ১৯৯৬ সালে স্টেফি গ্রাফ শেষবার জার্মানির হয়ে একটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতেন৷ তারপর থেকে আর কোনো জার্মান মহিলা এ গৌরবের অধিকারী হতে পারেননি৷

অন্যদিকে এ-ও মনে রাখতে হবে, লিসিকি উইম্বলডনে নতুন নন৷ দু'বছর আগে ওখানেই সেমিফাইনালে গিয়ে হেরেছিলেন মারিয়া শারাপোভার কাছে৷ সেবার তিনি উইম্বলডনে খেলার সুযোগ পেয়েছিলেন ‘ওয়াইল্ডকার্ড' হিসেবে৷ তার তিন মাস আগেও লিসিকি বিশ্ব ব়্যাংকিংয়ে নেমে দাঁড়িয়েছিলেন ২১৮-য়, কেননা, তিনি গোড়ালির গাঁটে একটি গুরুতর চোট সারিয়ে উঠছিলেন৷

সাবিনে লিসিকিছবি: picture-alliance/dpa/Kerim Okten

২০১২ সালে তিনি কোয়ালিফাইং পর্যন্তই পৌঁছতে পারেননি৷ তা সত্ত্বেও উইম্বলডন লিসিকির প্রিয় সারফেস, ঘাসের ওপর খেলতেই ভালোবাসেন তিনি৷ উইম্বলডনে সব মিলিয়ে লিসিকির হারজিতের রেকর্ড – ১৮টি জয়, চারটি মাত্র হার৷ অন্য তিনটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে তাঁর হারজিত সমান সমান৷

লিসিকিকে এর পর খেলতে হবে ২০১২ সালের ফাইনালিস্ট এবং চতুর্থ বাছাই, পোল্যান্ডের আগনিয়েশকা রাডভান্সকার বিপক্ষে৷ তবে জার্মান তরুণী জানিয়েছেন, এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলার আগে কোনো চাপ অনুভব করছেন না৷

তবে মনে রাখা দরকার, এবারকার উইম্বলডন হলো অঘটনের উইম্বলডন৷ ‘মুখ্য চরিত্রাভিনেত্রী'-রা অকালে বিদায় নিয়েছেন, মাঠ এখন পার্শ্ব অভিনেত্রীদের হাতে৷ মহিলাদের কোয়ার্টারফাইনালে এবার যে আটজন খেলেছেন, তাঁরা এসেছেন আটটি দেশ থেকে এবং তারা সবাই মিলে মাত্র দু'টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের অধিকারী৷ জার্মানির সাবিনে লিসিকি, পোল্যান্ডের আগনিয়েশকা রাডভান্সকা, ইটালির মারিয়ন বার্তোলি অথবা বেলজিয়ামের কির্স্টেন ফ্লিপকেন্স, যে-ই এবার উইম্বলডন চ্যাম্পিয়ন হোন না কেন, এটাই হবে তাঁদের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা৷

২৩ বছর বয়সের লিসিকি এখন অসাধারণ টেনিস খেলছেন৷ সেরেনা উইলিয়ামসের বিপক্ষে দশটি ‘এস' সার্ভ করার পর কানেপির বিপক্ষে ছয়টি পয়েন্ট ‘ড্রপশটে' নিয়েছেন লিসিকি – অর্থাৎ তিনি তাঁর গেমে বৈচিত্র্য আনতে জানেন৷ তবুও যাঁরা স্টেফি গ্রাফের সূচনার কিংবা পরের দিকে খেলা দেখেছেন, তাদের বলতে হবে, লিসিকির খেলায় দক্ষতা ও অধ্যবসায়ের যথেষ্ট পরিচয় থাকলেও, প্রতিভার ছোঁয়া নেই৷ ঠিক এ কারণেই লিসিকির সম্ভাব্য উইম্বলডন জয় হয়ত একটা অসাধারণ ঘটনা হয়ে দাঁড়াবে৷

এসি/এসিবি (এপি, ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ