1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

উইসকনসিনের সভায় ট্রাম্পের বিরুদ্ধে সরব হ্য়ারিস

২৪ জুলাই ২০২৪

সম্ভাব্য় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে এই প্রথম পুরোদস্তুর সভা করলেন কমলা হ্য়ারিস। বললেন, ট্রাম্প দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চান।

প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্য়ারিস
ছবি: Kevin Mohatt/REUTERS

উইসকনসিনে মঙ্গলবার সভা করেছেন অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিস। বিশেষজ্ঞদের বক্তব্য়, অলিখিতভাবে ডেমোক্র্য়াট প্রেসিডেন্ট পদপ্রার্থীর জায়গাটি পাকা করে নিয়েছেন তিনি। মার্কিন পার্লামেন্টের হাউস অফ কমনস এবং সেনেটের ডেমোক্র্য়াটদের সমর্থন ইতিমধ্যেই পেয়ে গেছেন তিনি। ফলে আগামী অগাস্টে ডেমোক্র্য়াটদের কনভেনশনে তার নাম মনোনয়ন এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষায়।

হ্য়ারিসের সভা

উইসকনসিনে সম্ভাব্য় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রথম সভা করলেন হ্য়ারিস। সেখানে তিনি বলেছেন, ডনাল্ড ট্রাম্প দেশকে পিছনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। ভয় এবং বিদ্বেষের রাজনীতি করেন তিনি। হ্য়ারিসের কথায়, ''আমরা কি আইনের শাসন চাই না? সাম্য় এবং স্বাধীনতার মধ্যে বাঁচতে চাই না?''

আরো এক ধাপ এগিয়ে এদিন হ্য়ারিস বলেছেন, ''যারা নারী নির্যাতন করেন, নারীদের সম্মান রাখতে জানেন না, যারা সাধারণ মানুষের টাকা নয়ছয় করেন, নিজেদের সুবিধার জন্য় যারা মানুষের সঙ্গে বেইমানি করেন, তেমন মানুষদের আমি চিনি। ডনাল্ড ট্রাম্পের ধরন আমি জানি।''

ট্রাম্পের ওপর হামলা কেন?

02:09

This browser does not support the video element.

ট্রাম্পের বক্তব্য়

অন্য়দিকে হ্য়ারিসের বিরুদ্ধে সরব হয়েছেন মাস্কও। এদিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেছেন, হ্য়ারিসের সঙ্গে বিতর্কে নামতে তিনি প্রস্তুত। অর্থাৎ, হ্য়ারিসকেই নিজের প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন ট্রাম্প।

ইলন মাস্কের টাকা

পৃথিবীর অন্য়তম ধনী ব্য়ক্তি ইলন মাস্ক। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, মাস্ক প্রতি সপ্তাহে অ্যামেরিকা প্য়াককে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছেন। এই অ্যামেরিকা প্য়াক হলো রিপাবলিকানদের প্রচার সংস্থা। তারাই বিভিন্ন জায়গা থেকে ডোনেশন বা অর্থ সাহায্য নিয়ে ট্রাম্পের নির্বাচনি প্রচারের ব্য়বস্থা করছে।

মাস্ক এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। তার বক্তব্য়, অ্যামেরিকা প্য়াককে তিনি অর্থ সাহায্য করেছেন। কিন্তু যে অঙ্কটি বলা হচ্ছে তা সম্পূর্ণ ভুল। এত অর্থ তিনি দেননি।

মাস্ক বরাবরই ট্রাম্পের সমর্থক। ট্রাম্পের উপর হামলা চলার পরে সরাসরি ফোন করে সাবেক প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছিলেন মাস্ক।

হোয়াইট হাউসে ফিরলেন বাইডেন

এদিকে কোভিড হওয়ার পর এই প্রথম হোয়াইট হাউসে ফিরলেন জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর পরও এই তার প্রথম হোয়াইট হাউসে আসা। এদিনও কমলা হ্য়ারিসের হয়ে বিবৃতি দিয়েছেন বাইডেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ