1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উকিলের পিছনে কোটি কোটি টাকা ঢালছেন অনুব্রত

৬ মার্চ ২০২৩

ভারতের শ্রেষ্ঠ আইনজীবীরা লড়ছেন তৃণমূলনেতা অনুব্রত মণ্ডলের হয়ে। খরচ হচ্ছে কোটি কোটি টাকা। কোথা থেকে আসছে এই টাকা?

অনুব্রত মণ্ডল
ছবি: Satyajit Shaw/DW

একইসঙ্গে দিল্লি কলকাতার আদালতে একের পর এক মামলা করে দিল্লিতে ইডি-র জিজ্ঞাসাবাদ এড়ানোর চেষ্টা চালাচ্ছেন তৃণমূল নেতা তথা গরুপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল। তার হয়ে আদালতে নেমেছেন অভিষেক মনু সিংভি, কপিল সিবালের মতো দুঁদে আইনজীবীরা। এছাড়াও অপরাধ মামলার আইনজীবী হিসেবে প্রসিদ্ধ এন হরিহরণ এবং রমেশ গুপ্তকেও দেখা যাচ্ছে তার হয়ে সওয়াল করতে। এরা প্রত্যেকেই এক একটি শুনানিতে লাখ লাখ টাকা নেন। শুধু তা-ই নয়, পশ্চিমবঙ্গের সাবেক অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, বিশিষ্ট আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়রাও তার হয়ে কলকাতা হাইকোর্টে দাঁড়াচ্ছেন। এত লাখ টাকা কোথা থেকে পাচ্ছেন অনুব্রত, তা নিয়ে ইডি-র অন্দরমহলে প্রশ্ন উঠেছে।

বস্তুত, এর আগে সেহগল হোসেনকে নিয়েও এই একই প্রশ্ন উঠেছিল। সেহগল এখন তিহার জেলে বন্দি। দিল্লিতে জেরা করার পর এক ইডি-র অফিসার ব্যক্তিগত পর্যায়ে সেহগলকে প্রশ্ন করেছিলেন, কীভাবে লাখ লাখ টাকা আইনজীবীদের পিছনে খরচ করছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী। সেহগলকেই প্রথম গরুপাচার কাণ্ডে গ্রেপ্তার করে ইডি। তারই সূত্র ধরে অনুব্রতকে গ্রেপ্তার করা হয় হয় বলে ইডি সূত্র জানিয়েছে।

এদিকে দিল্লিতে ইডি-র দপ্তরে জেরা এড়াতে একের পর এক মামলা করে যাচ্ছেন অনুব্রত। দিল্লি এবং কলকাতা দুই জায়গাতেই এই মামলাগুলি করছেন তার আইনজীবীরা। যা নিয়ে দিল্লির আদালত এবং কলকাতা হাইকোর্টে তাকে তিরস্কৃত হতে হয়েছে। কলকাতা হাইকোর্ট তাকে এক লাখ টাকার জরিমানাও করেছে।

একদা মাছ ব্যবসায়ী অনুব্রত মণ্ডল বীরভূমে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা ছিলেন। তার বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। প্রকাশ্যে তিনি পুলিশকে হুমকি দিয়েছএন। কিন্তু দল কখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। গরুপাচার কাণ্ডে তার যুক্ত থাকার কথা বহুদিন ধরেই আলোচনায় ছিল। শেষপর্যন্ত ইডি তাকে গ্রেপ্তার করে। বহু সম্পত্তির হদিস মিলেছে অনুব্রতের। তথাপি প্রশ্ন উঠছে, এত বড় বড় আইনজীবীদের নিয়মিত কীভাবে টাকা দিচ্ছেন অনুব্রত।

এসজি/জিএইচ (পিটিআই, আনন্দবাজার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ