1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশউগান্ডা

উগান্ডায় ইলেক্ট্রিক মোটরসাইকেল বাড়ছে

২ মে ২০২৪

উগান্ডার রাজধানী কাম্পালায় ইলেক্ট্রিক মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে৷ ‘সবুজ ঋণ' বিতরণ উদ্যোগের কারণে যে কেউ খুব সহজে এমন বাহন নিতে পারছেন৷ তবে আরও বিনিয়োগ পেলে শহরের সব মোটরসাইকেল ইলেক্ট্রিক করা সম্ভব বলে জানান এক উদ্যোক্তা৷

উগান্ডার রাজধানী কাম্পালায় বিদ্যুৎচালিত মোটরসাইকেল
উগান্ডার সব গ্যাসোলিনচালিত মোটরসাইকেল যদি ইলেক্ট্রিকে পরিণত করা যায় তাহলে বছরে প্রায় ১০০ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড কম নির্গত হবে৷ছবি: DW

জোসেলিন কেম্বাবাজি একটি মোটরসাইকেলের গর্বিত মালিক- যে-কোনো মোটরসাইকেল নয়, প্রায় একটি ইলেক্ট্রিক মোটরসাইকেল৷ বছরখানেক আগে তিনি একটি ইলেক্ট্রিক মোটরসাইকেল কোম্পানি থেকে ঋণ পেয়েছেন৷ তিনি জানান, ‘‘তারা আমাকে একটা অফার দিয়েছিল৷ আমি কোনো ডাউন পেমেন্ট দেইনি৷ তারা আমাকে একটি বাইক দেয়৷ আমি তাদের প্রতিদিন পাঁচ হাজার শিলিং দেই৷''

অর্থাৎ মাসে প্রায় ৩২ ইউরো৷ কেম্বাবাজির মোটরসাইকেল সৌর বিদ্যুৎচালিত ব্যাটারিতে চলে- যে বিষয়টি উগান্ডায় একেবারে নতুন৷

পে-এজ-ইউ-গো ভিত্তিতে ই-মোটরসাইকেল দেওয়ার পরিকল্পনা এসেছে স্টার্ট-আপ ‘জেম্বো'র কাছ থেকে৷ তারা চীন থেকে সস্তার ইলেক্ট্রিক মোটরসাইকেল আমদানি করে৷ কোম্পানির ওয়ার্কশপে ব্যাটারি চার্জ করা হয়৷

উগান্ডার সব গ্যাসোলিনচালিত মোটরসাইকেল যদি ইলেক্ট্রিকে পরিণত করা যায় তাহলে বছরে প্রায় ১০০ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড কম নির্গত হবে৷ এখনও দেশটিতে প্রায় ছয় লাখ গ্যাসোলিনচালিত মোটরসাইকেল আছে৷

কিন্তু এটা ভবিষ্যৎ হতে পারে না বলে মনে করে জেম্বো৷

জেম্বোর সিইও জেমস ওবারোস্কি জানান, ‘‘উগান্ডায় প্রতিমাসে প্রায় ১২ হাজার পেট্রোল মোটরসাইকেল আমদানি করা হচ্ছে৷ অথচ এগুলো ইলেক্ট্রিক হওয়া উচিত৷ সব মোটরসাইকেল ইলেক্ট্রিক করতে চাইলে আমাদের শুধু বাইক কেনায় বিনিয়োগ পেলেই চলবে না, ব্যাটারি ও চার্জ দেওয়ার অবকাঠামো তৈরিতেও বিনিয়োগ লাগবে৷''

এজন্য আগামী কয়েক বছরের জন্য কয়েক মিলিয়ন ইউরো প্রয়োজন৷ এখন পর্যন্ত সরকারের কাছ থেকে যে সুবিধা পাওয়া গেছে সেটা হচ্ছে, ইলেক্ট্রিক মোটরসাইকেল আমদানিতে শুল্ক পরিহার করা হয়েছে৷

এরপরও একটি ইলেক্ট্রিক মোটরসাইকেলের দাম প্রায় ১,৩০০ ইউরো- স্থানীয় বিচারে যা সস্তা নয়৷ তারপরও কাম্পালায় প্রায় এক হাজার ইলেক্ট্রিক মোটরসাইকেল চলছে৷

সবুজ যানের জন্য সবুজ ঋণ!

04:29

This browser does not support the video element.

ওবারোস্কি বলেন, ‘‘চাহিদা আছে৷ যাত্রীরাও এমন বাইক পছন্দ করেন৷ কারণ এতে তাদের অনেক টাকা বাঁচে৷ এটি চালাতে ফুয়েল বাইকের চেয়ে কম খরচ হয়৷ আমাদের শুধু বিনিয়োগের অভাব৷ নতুন ব্যবসার নতুন মডেলের স্টার্ট-আপ হিসেবে বিনিয়োগ পাওয়া কঠিন৷ স্টার্ট-আপের জন্য প্রচলিত উপায়ে অর্থ পাওয়ার সুযোগ নেই৷''

অন্তত তারা আন্তর্জাতিক কোম্পানি ও সংস্থা, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাচ্ছে

এ ধরনের সবুজ প্রকল্পের জন্য অর্থায়ন গুরুত্বপূর্ণ৷ তা না হলে আফ্রিকার দরিদ্র দেশগুলো ইলেক্ট্রিক পরিবহণে বিনিয়োগ করতে পারবে না৷

এভাবে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকেও নিজেদের রক্ষা করতে পারবে৷

আফ্রিকান উন্নয়ন ব্যাংকের হিসেবে, ২০৩০ সালের মধ্যে উগান্ডার ২৭ বিলিয়ন ইউরোর বেশি লাগবে৷ কিন্তু এখন পর্যন্ত দেশটি গ্লোবাল নর্থের কাছ থেকে মাত্র ১০ শতাংশ অর্থ পেয়েছে৷

সবশেষ জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে একটি তহবিল গঠন করা হয়েছে৷

এখন অর্থ ছাড় করা হচ্ছে যেন আফ্রিকার আঞ্চলিক ব্যাংকগুলো জেম্বোর মতো ইলেক্ট্রিক মোটরসাইকেল স্টার্ট-আপগুলোকে সহায়তা করতে পারে৷

ইকুইটি ব্যাংক উগান্ডার এলিজাবেথন মোয়েরিন্ডে কাসেদে বলেন, ‘‘আফ্রিকার দেশগুলোর জন্য আরও অর্থ আসছে৷ ইকুইটি ব্যাংক গ্রিন ক্লাইমেট ফান্ডের অ্যাক্রিডিটেশন পেয়েছে৷ সে কারণে আমরা অবশ্যই আরও কিছু করতে সমর্থ হব৷ আমাদের শুধু একটু সাহসী হতে হবে এবং আমাদের নিজেদের জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে যেন আমরা আমাদের মোট ঋণছাড়ের অন্তত ৩০ শতাংশ বিভিন্ন সবুজ প্রকল্পে দিতে পারি৷''

কেম্বাবাজি ইতিমধ্যে পরিবেশবান্ধব হয়েছেন এবং এই বিনিয়োগ করে তিনি খুশি৷ যদিও এখনও চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাটারি পরিবর্তনের জন্য চার্জিং স্টেশন খুঁজে পাওয়া কঠিন৷

জুলিয়াস মুগাম্বা, ইউলিয়া মিল্কে/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ