1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউগান্ডা

উগান্ডায় কলাগাছ দিয়ে অভিনব আসবাবপত্র

২ জুন ২০২৩

স্থানীয় পর্যায়ে প্রাকৃতিক উপাদান ব্যবহার টেকসই উৎপাদনের চূড়ান্ত নিদর্শন৷ উগান্ডার এক শিল্পী কলা গাছের তন্তু দিয়ে আসবাব তৈরি করে সেই পথই বেছে নিয়েছেন৷ আরো মানুষকে সেই দৃষ্টান্ত অনুসরণের প্রেরণা জোগাচ্ছেন তিনি৷

উগান্ডায় কলাগাছের বাগান৷
উগান্ডাকে আফ্রিকার কলার রাজধানী বলা হয়৷ ৫০টিরও বেশি জাতের পাকা কলা ও কাঁচকলা সে দেশে চাষ করা হয়৷ ছবি: David Oberholzer/prisma/picture alliance

কলা শুধু মিষ্টি এক ফল, এমনটা ভাবা যেতেই পারে৷ কিন্তু উগান্ডার মানুষের কাছে কলার গুরুত্ব অনেক বেশি৷ যেমন সেখানকার শিল্পী আইজ্যাক নকোংগে কলাগাছ দিয়ে আসবাব তৈরি করেন৷ তিনি বলেন, ‘‘এটা সত্যি অনবদ্য৷ বেশিরভাগ বাসার ভেতরের অংশ কারখানায় তৈরি কৃত্রিম উপাদান দিয়ে সাজানো৷ আমি স্থানীয় পর্যায়ে তৈরি কিছু জিনিস চেয়েছিলাম৷ আমি চাই মানুষ এই আইডিয়া নকল করুক, কারণ এমনটাই হওয়া উচিত৷ আফ্রিকান হিসেবে আমাদের সেই পথেই এগোনো উচিত৷''

উগান্ডাকে আফ্রিকার কলার রাজধানী বলা হয়৷ ৫০টিরও বেশি জাতের পাকা কলা ও কাঁচকলা সে দেশে চাষ করা হয়৷ নানা রূপে সেই কলা প্রতিদিন খাওয়াও হয়৷ অন্য কোনো দেশের মানুষ উগান্ডানদের মতো এত কলা খায় না৷

আফ্রিকার কলার রাজধানী উগান্ডায় কলার তন্তু দিয়ে আসবাব

04:04

This browser does not support the video element.

কলাগাছের ডালে মাত্র একবারই ফল ধরে৷ তাই নতুন ফল গজানোর জন্য সেটি কেটে ফেলা জরুরি৷ সে কারণে ফসল তোলার পর গাছের বেশিরভাগ অংশ কেটে ফেলা হয়৷ কিন্তু বর্জ্য হিসেবে ফেলে দেবার বদলে আইজ্যাক সেগুলি নতুন করে ব্যবহার করেন৷ কলাগাছ দিয়ে তৈরি তাঁর আসবাবের ভিত্তি প্রাকৃতিক তন্তু৷ আইজ্যাক নকোংগে বলেন, ‘‘আমাদের এখানে চারিদিকে কলার তন্তু ছড়িয়ে রয়েছে, পেঁপে ও ডাঁটাও পাওয়া যায়৷ আমাদের স্থানীয় উপাদান ব্যবহারের প্রণালী গ্রহণ করতে হবে৷ কোনো রাসায়নিক না থাকায় সেগুলি পরিবেশবান্ধবও বটে৷ কয়েক বছরের মধ্যে রাসায়নিক আমাদের জগত ধ্বংস করে দেবে৷ কিন্তু আমরা স্থানীয় উপাদান ব্যবহার করলে অবশ্যই আমাদের ভবিষ্যৎ ভালো হবে৷''

আইজ্যাক হাতে করে বাইরের অংশ থেকে তন্তু বার করেন৷ শীষগুলি চিকন করে কেটে তিনি রোদে শুকিয়ে তারপর প্রক্রিয়াজাত করেন৷ দক্ষতার সঙ্গে ফাইবার পাকালে দীর্ঘ দড়ি তৈরি করা যায়৷ পরে কাঠ বা ধাতুর ফ্রেমে সেই দড়ি বোনা হয়৷ আইজ্যাক বলেন, ‘‘আমার কম্পিউটার, আমার টেলিভিশন, উফার, ফ্লাস্ক – সবই দেখেছেন৷ আমার এমন দেওয়ালে ঝোলানো সাজানোর বস্তুও রয়েছে৷ পাঁচটিরও বেশি আছে৷''

সাজানোর জিনিস ও সংসারের প্রয়োজনীয় অনেক কিছুর উপাদান হিসেবে কলাগাছের তন্তু বেশ উপযোগী৷ আইজ্যাক নিত্যনতুন সামগ্রী তৈরি করে চলেছেন৷ সত্যিকারের শক্ত চেয়ারের মতো আরও বড় আসবাব তৈরি করতে প্রায় ১,০০০ মিটার তন্তু লাগে৷ প্রায় একশোটি কলাগাছ থেকে এত পরিমাণ তন্তু সংগ্রহ করা যায়৷ আইজ্যাক অন্য মানুষকেও এই বিপুল সম্পদ সম্পর্কে শিক্ষা দিতে চান৷ তিনি বলেন, ‘‘আফ্রিকায় আমরা অঢেল সম্পদে বিশ্বাস করি৷ যেমন এই ডাল কলার কাঁদিতে ভরা৷ চাষি কলাগাছ পোঁতার কিছুকাল পর ফসল তুলে কিছু আয় করবেন৷ অর্থাৎ আমরা সেই অঢেলতা ও ভালো ফসলে বিশ্বাস করি৷ সে কারণে এখানে একটা পাখি রয়েছে৷ পাখিও কলা খেয়ে বাঁচছে৷''

আইজ্যাকের শিল্পকলা দেখে কলা সম্পর্কে উগান্ডার মানুষের ধারণা কতটা বদলায়, সেটা দেখতে আরো অপেক্ষা করতে হবে৷ কলা গাছের তন্তু দিয়ে হাতে তৈরি তাঁর আসবাব বাসায় আফ্রিকার সংস্কৃতি ও সৌন্দর্যের ছোঁয়া আনে৷ সেই আসবাব প্রকৃত অর্থে টেকসইও বটে৷

ফ্রাংক ইগা/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ