1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উগান্ডায় নির্বাচন: মুসেভেনিকে বিজয়ী ঘোষণা

১৬ জানুয়ারি ২০২১

উগান্ডার জাতীয় নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনিকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন৷ প্রেসিডেন্ট পদপ্রার্থী বিরোধী নেতা ববি ওয়াইন কারচুপির অভিযোগ এনে নিজেকে বিজয়ী দাবি করেছেন৷

Uganda Wahl 2021 | Yoweri Museveni, Präsident
ছবি: Badru Katumba/AFP/Getty Images

নির্বাচন কমিশনের ঘোষিত ফলে মুসেভেনি ৫৮ শতাংশ ভোট পেয়েছেন৷ অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন পেয়েছেন ৩৪ শতাংশ৷ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, টানা ষষ্ঠবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইওয়েরি মুসেভেনি৷

মুসাভেনি জনগণের প্রতি নির্দেশনা দিয়ে বলেছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘কিভাবে বন্দুকের ব্যবহার করতে হয় সেটি আমাদের চেয়ে ভালো কেউ জানে না৷ আমাদের চেয়ে ভাল লড়াই করতে পারে এমন কেউও নেই৷’’

এদিকে ফলাফল ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করেছেন ববি ওয়াইন৷ রয়টার্সকে দেয়া মন্তব্যে তিনি এই নির্বাচনকে উগান্ডার ইতিহাসের সবচেয়ে প্রতারণাপূর্ণ হিসেবে অভিহিত করেন৷ দেশটি সামরিক বাহিনী তার বাড়ি ঘিরে রেখেছে এবং তাকে বের হতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন ওয়াইন৷

নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন বিরোধী নেতা ববি ওয়াইন৷ছবি: Sumy Sadruni/AFP/Getty Images

এর আগে নির্বাচনের অনানুষ্ঠানিক ফলে প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি এগিয়ে থাকলেও নিজের জয়ের ঘোষণা দিয়েছেন ববি ওয়াইন৷

নির্বাচনী প্রচারণার সময়ই উগান্ডাজুড়ে সহিংসতার খবর পাওয়া যাচ্ছিলো৷ নভেম্বরে ববি ওয়াইনকে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে তার সমর্থকদের দেশব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু হয়৷ বৃহস্পতিবার নির্বাচনেও উগান্ডার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷

নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ৷ নির্বাচনের পর থেকেই রাজধানী কামপালাসহ বিভিন্ন শহরের রাস্তায় পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীও৷

রাস্তায় পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীও৷ছবি: Jerome Delay/AP/dpa/picture alliance

আগেই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিরোধী নেতা ববি ওয়াইন ‘বিজয় চুরি করা হয়েছে' এমন আভাস পাওয়া গেলে সমর্থকদের রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়ে রেখেছেন৷ অন্যদিকে নির্বাচনের ফলের বিরুদ্ধে প্রতিবাদ করলে তা ‘জনগণের সঙ্গে বেইমানি' করা হবে বলে জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন  প্রেসিডেন্ট মুসেভেনি৷

১৯৮৬ সাল থেকে আফ্রিকার দেশ উগান্ডার ক্ষমতায় আছেন সাবেক গেরিলা কমান্ডার ইওয়েরি মুসেভেনি৷ ২০১৯ সালে সংবিধান পরিবর্তন করে ষষ্ঠবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি৷ অন্যদিকে পপ গায়ক ববি ওয়াইন ২০১৭ সালে প্রথম দেশটির এমপি নির্বাচিত হন৷ উগান্ডার তরুণদের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় মুসেভেনিকে নানা সময়ে ‘স্বৈরশাসক' আখ্যা দিয়ে আসছেন ওয়াইন৷

এডিকে/এফএস (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ