1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উগান্ডায় প্রেসিডেন্ট পদপ্রার্থী গ্রেপ্তার, সংঘর্ষ, মৃত্যু

১৯ নভেম্বর ২০২০

উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ববি ওয়েইনকে গ্রেপ্তার করার পরেই শুরু হয়েছে সহিংসতা। মারা গেছেন অন্তত তিন জন।

ছবি: Abubaker Lubowa/REUTERS

উগান্ডায় শুরু হলো তীব্র সহিংস বিক্ষোভ। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ববি ওয়েইনকে গ্রেপ্তার করার পরেই শুরু হয় বিক্ষোভ। পুলিশ জানিয়েছে, প্রচারের সময় করোনা-বিধি ভাঙায় ববিকে আটক করা হয়েছে।

এরপরই শুরু হয় বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের লড়াই। রেড ক্রস জানিয়েছে, অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে, আহত বহু।

ওয়াইনকে আটক করার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। কাম্পালা ও অন্য শহরগুলিতে শুরু হয় প্রতিবাদ। বিশেষ করে তরুণ ও যুবকরা রাস্তায় নেমে পড়ে। ট্র্যাফিক আটকে দেয়। আগুন ধরিয়ে দেয়। অবরোধ শুরু করে। তাদের দাবি ছিল, অবিলম্বে ববি ওয়াইনকে মুক্তি দিতে হবে। স্থানীয় টিভি চ্যানেলে দেখানো হয়েছে, সেনা ও পুলিশ নেমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চায়। তারা কাঁদানে গ্যাসের সেল ফাটায় এবং গুলি চালায়।

উগান্ডার তরুণদের তৈরি বিমান ‘স্কাই বয়’

01:25

This browser does not support the video element.

পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, পূর্ব উগান্ডায় প্রচার করার সময় ববি করোনা-বিধি ভেঙেছেন। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কমিশনার বলেছেন, উগান্ডার রাজনীতিকরা করোনা বিধি ভেঙে মানুষকে মিছিল করতে বলছেন, জনসভা করছেন। এর ফলে করোনা ছড়াচ্ছে।

ওয়াইন রীতিমতো জনপ্রিয়। তিনি পপ স্টার ছিলেন। তারপর এমপি হয়েছেন। এখন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি মনোনয়নপত্র পেশ করার পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি অত্যন্ত শক্তিশালী প্রার্থী। পপ স্টার হওয়ার কারণে তিনি যুবকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ