1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উগান্ডায় রেস্তোরাঁয় বিস্ফোরণ

২৫ অক্টোবর ২০২১

উগান্ডার রাজধানী কামপালায় একটি রেস্তোরাঁয় বিস্ফোরণ। নিহত এক। আহত তিন। পুলিশ জানিয়েছে, জঙ্গি হামলা।

উগান্ডা
ছবি: Hajarah Nalwadda/XinHua/picture alliance

উগান্ডার রাজধানী এবং দেশের সবচেয়ে বড় শহর কামপালা। সেখানে একটি বিখ্যাত গ্রিল রেস্তোরাঁয় শনিবার রাতে বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সন্ধে সাড়ে আটটা নাগাদ বিস্ফোরণে ওঠে এলাকা। ঘটনায় হোটেলের এক নারী কর্মী নিহত হন। তিনজন আহত। তারমধ্যে দুইজনের অবস্থা গুরুতর। কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখনো পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি। রোববার টুইট করে দেশের প্রেসিডেন্ট দ্রুত অভিযুক্তদের ধরার নির্দেশ দিয়েছেন।

পুলিশের বক্তব্য, যারা এ কাজ করেছে তারা সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য। কিন্তু তারা কোন দলের লোক, কে তাদের পাঠিয়েছে, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, সন্ধে সাড়ে আটটা নাগাদ সন্ত্রাসীরা একটি প্যাকেট হাতে নিয়ে রেস্তোরাঁয় ঢোকে। ওই প্যাকেটের মধ্যেই বিস্ফোরক ছিল বলে মনে করা হচ্ছে। সেটি টেবিলের নীচে রাখা হয়। পরে বাইরে বেরিয়ে তারা ডিটোনেটরের সাহায্যে বিস্ফোরণ ঘটায় বলে মনে করা হচ্ছে। গোটা রেস্তোরাঁ জুড়ে ছড়িয়ে আছে সার্প নেল-সহ একাধিক জিনিস। যা বোমের ভিতর ভরা হয়েছিল।

এর আগেও উগান্ডায় একাধিকবার বিস্ফোরণ হয়েছে। অধিকাংশ পশ্চিমা দেশ উগান্ডায় বিষয়ে ট্র্যাভেল রেসট্রিকসন জরি করেছে। তা সত্ত্বেও সেখানে যথেষ্টই পর্যটক যায়।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ