1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘উগ্র ইসলামপন্থিদের সন্তানরা জার্মানির জন্য হুমকি'

৬ আগস্ট ২০১৮

জার্মানিতে উগ্র ইসলামপন্থি পরিবারে বেড়ে উঠা সন্তানরা দেশটির জন্য হুমকি হতে পারে বলে সতর্ক করেছেন আভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগের প্রধান হানৎ-জর্জ মাসেন৷ এ নিয়ে জার্মানিতে চলছে তুমুল আলোচনা৷

ছবি: picture-alliance/chromorange/R. Peters

উগ্র ইসলামপন্থি পরিবারে বেড়ে উঠা সন্তানেরা আগামী বছরগুলোতে জার্মানির নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি৷

আভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ফুংকে মিডিয়া গ্রুপ এক প্রতিবেদনে জানায়, উগ্র ইসলামপন্থি পরিবারে বেড়ে উঠা সন্তানদের মধ্যে উগ্রপন্থি ভাবধারার বিস্তার ঘটছে৷

প্রতিবেদনটিতে আরো বলা হয়, এই ধরনের পরিবারের শিশুরা কট্টরপন্থি মনোভাব নিয়ে বেড়ে উঠছে, যা তাদের মধ্যে নিজ গোত্রের বাইরের লোকজন সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দেয়৷

প্রতিবেদনটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে আসা পরিবারগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷

এদিকে রক্ষণশীল রাজনৈতিক দলগুলো নাগরিকদের উপর নজরদারির বয়সসীমা কমিয়ে আনার দাবি জানিয়েছে৷ আইন অনুযায়ী, সর্বনিম্ন ১৪ বছর বয়সি কোনো নাগরিককে নজরদারি করতে পারে সরকার৷ বলা বাহুল্য, গোয়েন্দা বিভাগের এ প্রতিবেদনটি রাজনৈতিক দলগুলোর নজরদারির বয়সসীমা কমিয়ে আনার দাবিকে আরো জোরালো করেছে৷

খ্রিষ্টীয় সামাজিক ইউনিয়নের মুখপাত্র স্টেফান মায়ের বলেন, বয়সসীমা কমিয়ে এনে নজরদারি করার বিষয়টি মূলত শিশুদেরকে অধিকার সুরক্ষা করতে সহায়তা করবে৷ খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের সদস্য ও নর্থ-রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের ইন্টেরিয়র মিনিস্টার হ্যারবার্ট রেউলের দাবি, মধ্যপ্রাচ্যর যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো থেকে আসা শারীরিক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ১৪ বছরের কমবয়সি শিশুদের পুনর্বাসনের ক্ষেত্রে কর্তৃপক্ষের যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে৷

আরআর/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ