1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উগ্র ডানপন্থিদের অভিযোগ: জার্মান ফুটবল দল ততটা জার্মান নয়

২ জুলাই ২০২৪

ইউরো ২০২৪--এ স্বাগতিক জার্মানির সমর্থনে নেমেছেন রাজনীতিবিদেরা৷ ব্যতিক্রম উগ্র ডানপন্থি দল এএফডির কয়েকজন নেতা৷ তারা কটাক্ষ করে বলছেন, এবারের জার্মান দলটি ‘খুব বেশি রাজনৈতিকভাবে নির্ভুল’, বৈচিত্র্যময় এবং ততটা জার্মান নয়৷

জার্মান ফুটবল দল
এএফডির ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ দলটিকে ‘রাজনৈতিকভাবে নির্ভুল ভাড়াটে দল’ বলে মন্তব্য করেছেনছবি: Silas Schueller/DeFodi/picture alliance

জার্মানিতে চলছে ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো ২০২৪৷ স্বাগতিক দলের সমর্থনে নেমেছেন রাজনীতিবিদেরাও৷ তবে ব্যতিক্রম উগ্র ডানপন্থি দল এএফডির কয়েকজন নেতা৷ তারা কটাক্ষ করে বলছেন, এবারের জার্মান দলটি ‘খুব বেশি রাজনৈতিকভাবে নির্ভুল’, বৈচিত্র্যময় এবং ততটা জার্মান নয়৷

রাজনৈতিক সমর্থন
ইউরোতে জার্মানির ম্যাচগুলোতে নিয়মিত উপস্থিত থাকছেন কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ৷ এমনকি সোশ্যাল মিডিয়ায় সেলফিও দিচ্ছেন৷ তার সঙ্গে সেই সেলফিতে অন্যদের মধ্যে দেখা গেছে চ্যান্সেলর ওলাফ শলৎস, পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ও স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজাকে৷ শলৎস এমনিতে সোশ্যাল মিডিয়াতে ততটা সরব না হলেও দলকে উৎসাহ যুগিয়েছেন৷ সাধারণভাবে এবারের আসর নিয়ে আয়োজক হিসেবে জার্মানি যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা দেখিয়ে যাচ্ছে৷ 

ইউরো ২০২৪: কার পকেট কত ভারি?

01:58

This browser does not support the video element.

এএফডির অবস্থান
উলটো দিকে অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি দলের রাজনীতিবিদদের মধ্যে উৎসাহের ঘাটতি দেখা যাচ্ছে৷ উগ্র-ডানপন্থি হিসেবে পরিচিত দলটি আশ্রয় ও অভিবাসন নিয়ে যথেষ্ট রক্ষণশীল৷ দলটির ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ দলটিকে ‘রাজনৈতিকভাবে নির্ভুল ভাড়াটে দল’ বলে মন্তব্য করেছেন৷ দলটির টুরিঙ্গিয়া রাজ্যের নেতা বিয়োর্ন হ্যোকে দলের বৈচিত্র্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একে ‘রংধনু মতাদর্শের’ বলে উল্লেখ করেছেন৷

দলে বৈচিত্র্য
জার্মানির ইউরো দলটিতে বেশ কয়েকজন বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছেন৷ যেমন, ইওনাটান টাহ, বেনিয়ামিন হেনরিকস, আন্টোনিও রুডিগার, ইলকায় গুনডোয়ান, এমেরি চান, ডেনিৎস উনডাফ, ভালডেমা আন্টন, লিরয় জানে ও জামাল মুসিয়ালা৷ দলটি জার্মানির বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করে৷ কারণ দেশটিতে সাড়ে আট কোটি মানুষের আড়াই কোটি বিদেশি বংশোদ্ভূত৷  

একটি জরিপ ও প্রতিক্রিয়া
ইউরোর ঠিক আগে একটি জরিপ করা হয়েছিল৷ সেখানে অংশ নেয়া ২১ ভাগ জার্মান দলটিতে আরো শ্বেতাঙ্গ জার্মান দেখতে চান বলে জানিয়েছেন৷ এই সমর্থকদের ৪৭ ভাগ এএফডির সরাসরি সমর্থক৷ সে সময় এই দলকে প্রত্যাখ্যান করার আলোচনা শুরু হয় এই সমর্থকদের মধ্যে৷ এমন কথাও উঠেছে, নিজেদের অবস্থান প্রমাণ করতে এএফডি জার্মানির হার কামনা করছে৷ এখন দেখার বিষয় যদি জার্মানি ইউরোই জিতে যায় তাহলে এই সমর্থকদের প্রতিক্রিয়া কী হয়৷ 

আন্ড্রেয়াস স্টেন-সিমন্স/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ