আসন্ন জি-টোয়েন্টি শীর্ষবৈঠকে নিরাপত্তা রক্ষার দায়িত্বে যে ২২০ জন পুলিশ কর্মকর্তাকে বার্লিন থেকে হামবুর্গ পাঠানো হয়েছিল, উচ্ছৃঙ্খল আচরনের অভিযোগে ফেরত পাঠানো হয়েছে তাঁদের৷
বিজ্ঞাপন
তারা নাকি মদ্যপান, ভাঙচুর, নগ্ন নৃত্য, এমনকি প্রকাশ্যে সেক্সও করেছেন৷
বার্লিন থেকে আগত পুলিশ কর্মকর্তাদের রাখা হয়েছিল উদ্বাস্তুদের জন্য তৈরি করা একটি আবাসিক কেন্দ্রে৷ বাড সেগেব্যার্গের কাছে এই ‘কনটেইনার ভিলেজে' নাকি টেলিভিশনও না থাকায়, বার্লিনের পুলিশ কর্মকর্তারা সপ্তাহান্তে ‘পার্টি' করে অবসর বিনোদনের চেষ্টা করেন৷ বার্লিনের বি জেড দৈনিকের বিবরণ অনুযায়ী, প্রচুর বিয়ার পান করা হয়, একজন মহিলা অফিসারকে নাকি শুধুমাত্র বাথরোব পরে ও হাতে বন্দুক নিয়ে টেবিলের উপর উঠে নাচতে দেখা যায়৷ পার্টি শেষ হয় ভোর সাড়ে ছয়টা নাগাদ৷ বি জেড সেই পার্টির ও পার্টি শেষে পরিত্যক্ত চেয়ারটেবিলের ছবি ছেপেছে৷
জার্মান সেনাবাহিনীর যত কেলেঙ্কারি
জার্মান প্রতিরক্ষামন্ত্রীর মতে, ২০১৭ সাল ভয়ঙ্কর, বিভৎস, ভয়াবহ এবং খারাপ বছর৷ নিজের সেনাবাহিনীকে সমর্থন না করে বরং তাদের কেলেঙ্কারি তুলে ধরে ক্ষোভের মুখে পড়েছেন তিনি৷ জেনে নিন জার্মান সেনাবাহিনীর কেলেঙ্কারির কথা৷
ছবি: picture alliance/akg-images
এক ভুয়া শরণার্থী
সিরীয় শরণার্থী সেজে এক জার্মান সেনা কর্মকর্তা সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিল৷ সমান্তরাল এক দ্বিতীয় জীবন শুরু করেছিলেন ফ্রাংকো৷ ২০১৬ সালের ডিসেম্বরে সিরীয় শরণার্থী হিসেবে নথিভুক্ত হন তিনি৷ তার লক্ষ্য ছিল শরণার্থীদের উপর হামলার দোষ চাপানো৷ ২০১৪ সাল থেকেই ফ্রাংকো’র ডানপন্থি আচরণের কথা জানতেন সেনাবাহিনীর কর্মকর্তারা৷ এাই ফ্রাংকো ধরা পড়ার থেকে জার্মান সেনাবাহিনিকে শুরু হয় বিতর্ক৷
ছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst
বাড রাইশেনহাল পর্বতে রেঞ্জার ইউনিটে হয়রানি
ডানপন্থি সন্ত্রাসী আচরণের অভিযোগ যাচাইয়ের জন্য সেনাবাহিনী বর্তমানে ২৭৫ টি মামলার তদন্ত করছে৷ চলতি বছরের মার্চে জনগণ একজন ল্যান্স করপোরালের কথা জানতে পারেন, যিনি কয়েক মাস ধরে বাভেরিয়া পর্বতের রেঞ্জার ইউনিটে হয়রানির শিকার হয়েছেন৷ নির্যাতিত ব্যক্তি জানিয়েছেন, ২০১৫ এবং ২০১৬ সালে তাকে হত্যার হুমকি দিয়ে যৌন নীপিড়ন করা হয়েছে৷ এ ঘটনার জন্য ১৪ জনের বিরুদ্ধে তদন্ত চলছে৷
ছবি: picture-alliance/dpa/S. Hoppe
নারীদের পোল ড্যান্সে বাধ্য করা
প্রতিরক্ষামন্ত্রী সবচেয়ে বড় যে কেলেঙ্কারির কথা বলেছেন তাহলো, ফুলেনডর্ফে স্টাওফের সেনাঘাঁটির ভয়াবহ ঘটনা৷ জানুয়ারিতে সদ্য নিয়োগপ্রাপ্ত সেনা সদস্যদের নগ্ন করা ও যৌনতা প্রকাশ পায় এমন আচরণ করতে বাধ্য করেছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা, সেগুলো ভিডিও করা হয়েছিল৷ সদ্য নিয়োগ পাওয়া নারীদের ‘এনট্র্যান্স পরীক্ষা’র অংশ হিসেবে পোল ড্যান্সে বাধ্য করা হয়েছিল৷ একারণে সেনাবাহিনীর শীর্ষ প্রশিক্ষক কমান্ডারকে বরখাস্ত করা হয়৷
ছবি: picture-alliance/dpa/T. Warnack
ডানপন্থি সন্ত্রাসবাদের অনেক ঘটনার তদন্ত চলছে
জার্মান সেনাবাহিনীর কেন্দ্রীয় পার্লামেন্টারি কমিশনারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সাল জার্মান সেনাবাহিনীর জন্য মোটেই ভালো বছর ছিল না৷ ডানপন্থি সন্ত্রাসবাদ বা ‘জার্মানির মুক্ত গণতান্ত্রিক সাংবিধানিক চেতনার লঙ্ঘন’ এর মোট ৬০টি অভিযোগের ঘটনা পাওয়া গেছে৷ এমনকি সেনারা নিজেদের নাৎসি চেতনা নিয়ে একে অপরের সাথে আলোচনা করে, নাৎসি সংগীত শোনে ও নাৎসি স্যালুটও দেয়৷
ছবি: picture-alliance/dpa/S. Sauer
জাহাজে মৃত্যু
২০১৩ সালের ডিসেম্বরে উরসুলা ফন ডেয়ার লাইয়েন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত এসব কেলেঙ্কারি নিয়ে কোনো মাথা ঘামায়নি সেনাবাহিনী৷ ২০১০ সালের একটি ঘটনা জনগণের মনোযোগ আকর্ষণ করে, তা হলো, গর্ক ফক-এ নৌবাহিনীর প্রশিক্ষণের সময় ২৫ বছরের এক সদস্যের মৃত্যুর ঘটনা৷ প্রশিক্ষণের সময় ঐ নারী জাহাজের পাল থেকে নীচে পড়ে মারা যান৷ ফলে অন্যান্য ক্যাডেটরা পালে উঠতে আর রাজি হননি৷ পরে ঐ প্রশিক্ষণ বাতিল করা হয়৷
ছবি: picture-alliance/dpa/C. Rehder
জার্মান সেনাবাহিনীর জন্ম
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি সেনাবাহিনী রাখার পক্ষে ছিল না৷ পশ্চিম জার্মানিতে সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে৷ পুনরেকত্রীকরণের পর পূর্ব জামানির সেনাবাহিনী থেকে ২০ হাজার সদস্য নেয় কেন্দ্রীয় সেনাবাহিনী৷ ১৯৯৯ সালে যখন জার্মান সেনাবাহিনী আন্তর্জাতিক সংঘাতে (কসোভো যুদ্ধ) জড়িয়ে পড়ে, তখন এতে বড় ধরনের পরিবর্তন হয়৷ এর আগ পর্যন্ত কেবল বিদেশে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ ছিল৷
ছবি: picture alliance/akg-images
বাধ্যতামূলক সেবা নয়
বর্তমানে জার্মান সেনাবাহিনীতে সেনা সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ২০০৷ ২০১৭ সালের মার্চের হিসেব অনুযায়ী, সেনাবাহিনীর মোট সদস্যের ১১.৪ শতাংশ নারী৷ ২০১১ সাল পর্যন্ত জার্মান সেনাবাহিনীতে পুরুষদের অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল৷ এই মেয়াদকাল ছিল ৯ থেকে ১৮ মাস৷ বর্তমানে তরুণদের সেনাবাহিনীতে যোগ দেয়ার আহ্বান জানানো হয়৷ তবে সাম্প্রতিক কেলেঙ্কারির কারণে এই আবেদনে তাদের সাড়া দেয়াটা সত্যিই কঠিন৷
ছবি: picture-alliance/dpa/S. Sauer
7 ছবি1 | 7
জার্মানির জনপ্রিয় ‘বিল্ড' ট্যাবলয়েড পত্রিকাও প্লেন ড্রেস পরা অফিসারদের বিয়ারের বোতল ও শিশা নামের তুর্কি হুঁকা হাতে নিয়ে আনন্দ করার ছবি ছেপেছে৷ ‘বিল্ড' ও অপরাপর জার্মান পত্রিকার খবর অনুযায়ী, এক পুরুষ ও এক মহিলা পুলিশ অফিসার নাকি প্রকাশ্যেই যৌনসঙ্গম করেন৷ এছাড়া পুলিশ কর্মকর্তারা রিফিউজি হাউজিং সেন্টারের বেড়ার সামনে লাইন করে দাঁড়িয়ে প্রস্রাবও করেছেন৷
হামবুর্গ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অবিলম্বে বার্লিনে ফিরে যেতে বলেছে৷ বার্লিন পুলিশের মুখপাত্র টোমাস নয়েনডর্ফ ‘বার্লিনার মর্গেনপোস্ট' পত্রিকাকে বলেন, ‘‘ পুলিশ সদস্যদের এই আচরণ বার্লিন পুলিশের জন্য লজ্জাজনক৷'' কিন্তু ‘ডি সাইট পত্রিকার সাক্ষাৎকারে নয়েনডর্ফ-কে বলতে শোনা যায়, ‘‘ওখানে কোনো টেলিভিশন ছিল না বলে ওরা বোর হয়ে গিয়েছিল৷'' তবে তিনি বলেছেন,
‘‘প্রকাশ্যে সেক্স করা কোনোমতেই চলতে পারে না৷''
আগামী ৭ই ও ৮ই জুলাই হামবুর্গে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন৷ সে উপলক্ষ্যে সারা জার্মানি থেকে পুলিশ কর্মকর্তাদের হামবুর্গে আনা হচ্ছে৷ বার্লিনের পুলিশ কর্মকর্তাদের এই উচ্ছৃঙ্খলতা স্বভাবতই টুইটার ব্যবহারকারীদের নজর এড়ায়নি৷ কেউ টুইট করেছেন, ‘বার্লিন পুলিশ / সেক্স অ্যান্ড ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল৷'
আরেক টুইটকারীর মতে এর ফলে বার্লিন পুলিশের জনপ্রিয়তা যতটা বাড়বে, গত ৬০ বছরের জনসংযোগে তা করা সম্ভব হয়নি...
বার্লিন পুলিশের ইতিহাসে কেলেংকারি নতুন কিছু নয়৷‘বার্লিনার মর্গেনপোস্ট' পত্রিকা মনে করিয়ে দিয়েছে যে, মাস কয়েক আগে দুই ভাই পুলিশ অ্যাকাডেমির ভিতরে একটি মাদক চক্র চালানোর দায়ে ধরা পড়ে৷ এর ঠিক আগে খবর বেরোয় যে, এক পুলিশ প্রশিক্ষণার্থী আড়ি পাতার সরঞ্জাম চুরি করে তা বেচার চেষ্টা করেছে৷ গত জানুয়ারি মাসে জানা যায় যে, এক পুলিশ কর্মকর্তা নাকি বার্লিন পুলিশে যোগ দেওয়ার আগে সেক্স ফিল্মে অভিনয় করেছেন৷
হামবুর্গের জি-টোয়েন্টি শীর্ষবৈঠকে মোট ২০,০০০ পুলিশ মোতায়েন করা হচ্ছে৷ তার মধ্যে বার্লিন থেকে ১,০০০ পুলিশ আসার কথা৷ এবার যে পুলিশ কর্মকর্তাদের ফেরত পাঠানো হলো, তার বদলে অন্য পুলিশ পাঠানো হবে বলে প্রকাশ৷