1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উড়ন্ত রোবট বানাতে গবেষণা

২৩ মার্চ ২০১৮

শিল্প-কারখানায় রোবটের ব্যবহার আগেই শুরু হয়েছে৷ মানুষের জন্য বিপজ্জনক অনেক কাজ এখন রোবট করছে৷ এ সব কাজের জন্য রোবটকে আরও উন্নত করতে সারা বিশ্বেই গবেষণা চলছে৷

ছবি: ESA/Anneke Le Floc'h

সুইজারল্যান্ডের জুরিখে ইউরোপীয় গবেষণা প্রকল্পে নিয়োজিত একদল গবেষক রোবট ওড়ানো নিয়ে কাজ করছেন৷ একটি রোবট দেখিয়ে গবেষক কস্টাস আলেক্সিস জানালেন, ‘‘এখানে আছে ‘ব্রেন’৷ আর এখানে সেন্সর আর প্রপেলার৷ প্রপেলার থেকে তথ্য ব্রেন-এ যায়, যা ন্যাভিগেশন সংক্রান্ত ভুলগুলো রিয়েল টাইমে পরিমাপ করে এবং প্রপেলারকে নিয়ন্ত্রণ করে সেগুলো ঠিক করে৷’’

কয়েকটি ক্যামেরা থাকার কারণে মডেলটি সবকিছু ভালভাবে দেখতে পারে এবং সেভাবে সে তার পথ খুঁজে নেয়৷ এটি সামনের বাধা এড়াতে সক্ষম, এবং একে ধাক্কা দিলে সে আবার নিজের জায়গায় ফিরে আসে৷

আরেক গবেষক ইয়ানশ নিকোলিচ জানালেন, ‘‘মডেলটির নিজেকেই জানতে হবে যে, সে কোথায় আছে, কত দ্রুত এগোচ্ছে, আর তার চারপাশটাই বা দেখতে কেমন৷ সে কারণে মডেলে কয়েকটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে৷ এছাড়া আছে উচ্চক্ষমতাসম্পন্ন এলইডি লাইট৷ আরও আছে পরিমাপ যন্ত্র, যা থেকে আমরা ‘অ্যাঙ্গুলার ভেলোসিটি ও অ্যাক্সিলারেশন’ জানতে পারি৷ ফলে যন্ত্রটি জানে, সে ঠিক কোথায় আছে৷ আর একে ধাক্কা দিলে সে আবার ফিরে আসে৷’’

মূল পরিকল্পনা হলো এমন রোবট ওড়ানো, যা দেয়াল ও বড় কারখানার পাইপ পরীক্ষার মতো বিপজ্জনক ও ব্যয়বহুল নানান কাজ সম্পন্ন করতে মানুষকে সহায়তা করবে

নিকোলিচ বলেন, ‘‘এখন যেটা করা হয় তা হচ্ছে, পুরো প্ল্যান্ট বন্ধ করে মানুষ পাঠিয়ে হাতেকলমে পরীক্ষা করা, যা সময়সাপেক্ষ ও খুবই বিপজ্জনক একটি কাজ৷ এ ধরনের কাজ করতে গিয়ে মানুষ মারাও যায়৷ তাই আমরা এক বা একাধিক হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছি, যা থেকে পুরো বয়লারের ত্রিমাত্রিক ছবি পাওয়া যাবে৷ পরে সেই ছবি দেখে শুধু নির্দিষ্ট এলাকা হাতেকলমে পরীক্ষা করা যেতে পারে৷’’

প্রয়োজন হলে উড়ন্ত রোবটের নকশায় পরিবর্তন এনে সেটি দিয়ে ছোট কোনো বস্তু তুলে আনা কিংবা আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করে দেয়ালের ভেতরের ছবি দেখা যেতে পারে৷ স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে এটি পরিচালনা করা বেশ সহজ৷ এর জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন নেই৷

বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রবার্তো নালদি বলেন, এই রোবট ব্যবহার করা সহজ৷ ‘‘ব্যবহার করা খুবই সহজ৷ এটি কীভাবে চালাতে হয়, তাও জানার প্রয়োজন নেই৷ শুধু বোতাম চেপে ডান-বাম, উপর-নীচ করা যায়৷ স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে অনভিজ্ঞরাও এটি নিয়ন্ত্রণ করতে পারবে৷ অনেকটা ভিডিও গেমের মতো,’’ বলেন তিনি৷

তবে এ ধরণের যন্ত্রের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে বলে জানান বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেন্সো মার্কোনি৷ ‘‘এ ধরনের যন্ত্রের ক্ষেত্রে দুটি প্রধান চ্যালেঞ্জ আছে৷ প্রথমত, অপরিচিত পরিবেশে নিজের মতো চলতে পারবে এমন প্রযুক্তি উদ্ভাবনের জন্য সেন্সর দিয়ে রিয়েল টাইমে সে ধরনের পরিবেশ গড়ে তোলা৷ আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে চলার পাশাপাশি যন্ত্রকে আশেপাশের পরিবেশ অনুযায়ী নিজের অবস্থান পরিবর্তন করতে হবে,’’ বলেন তিনি৷

গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে উড়ন্ত রোবট মানুষের অনেক কাজ সহজ ও নিরাপদ করে শিল্পখাত অটোমেশনের একটি নতুন যুগের সূচনা করবে৷

গত অক্টোবরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ