1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে বিক্ষোভ

৩ ফেব্রুয়ারি ২০১২

কায়রোর পরিস্থিতি এখনো বেশ উত্তপ্ত৷ আজ পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছে তিন জন৷ তবে এসবের পেছনে রয়েছে বুধবারের ফুটবল খেলা৷ সেই খেলার শেষে সংঘর্ষ শুরু হয় এবং তাতে ৭৪ জন মারা যায়৷

সামরিক সরকারের বিরুদ্ধে জনতার ক্ষোভ বাড়ছেছবি: picture-alliance/dpa

আজকে আবার নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ সবকিছুর শুরু হল বুধবারের ফুটবল খেলা৷ সেই খেলার শেষে সংঘর্ষে ৭৪ জন মারা গেছে বলে আমরা জানি৷ আজ একটি ব়্যালির আয়োজন করা হয় কায়রো এবং সুয়েজ শহরে৷ সেসব ব়্যালিতে যারা অংশগ্রহণ করেছিল, তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় এবং তাতে তিন জন মারা যায়৷ ব়্যালিতে যারা অংশগ্রহণ করেছিল, তারা ফুটবলের মাঠে সংঘর্ষের প্রতিবাদ করছিল৷ কায়রোতে তিনদিনের জন্য শোকদিবস পালন করা হচ্ছে৷ সেটা শেষ না হতেই শুরু হল আরেকটি সংঘর্ষ৷

ঘটনার প্রতিবাদে কায়রোয় বিক্ষোভছবি: picture-alliance/dpa

রাজধানি কায়রোতে মারা গিয়েছে একজন এবং সুয়েজ শহরে মারা গিয়েছে দু'জন৷ এবং সংঘর্ষে আহত হয়েছে প্রায় একহাজার সাতশোজন৷ তবে আজ আরো কয়েকটি শহরে বিভিন্ন প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে৷

বৃহষ্পতিবার বেশ কিছু আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে জড়ো হয়৷ তারা বিক্ষোভ প্রদর্শন করে৷ আরো অনেকেই জড়ো হয়েছিল তাহরির স্কোয়ারের সামনে৷ পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ফুটবলের মাঠের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে পারেনি৷ আর তার প্রতিবাদেই আয়োজন করা হয়েছিল এই বিক্ষোভ৷ রায়ট পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে৷ তখন বিক্ষোভকারীরা পুলিশের উদ্দেশ্যে ইঁট-পাথর ছুঁড়ে মারে৷

আবার উত্তাল তাহরির স্কোয়্যারছবি: dapd

এসব আন্দোলনকারীরা আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছে৷ দাবি জানিয়ে আসছে যাতে সেনাবাহিনীর কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করা হয়৷ আগামী জুন মাসে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা৷ দেশের সর্বোচ্চ কাউন্সিল তা জানিয়েছে৷ তবে অনেকেই মনে করছে যে, বুধবার ফুটবলের মাঠে যে সংঘর্ষ বেধেছে তার পেছনে সেনাবাহিনী রয়েছে৷ দেশের নিরাপত্তার অবস্থা ভাল না – এই অজুহাতে সেনাবাহিনী এবার আরো কিছুদিন ক্ষমতায় থাকতে পারবে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ