1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তরপ্রদেশে গ্রামীণ স্বাস্থ্য মিশন কেলেঙ্কারির জের

৬ জানুয়ারি ২০১২

ভারতের উত্তরপ্রদেশে আর্থিক কেলেঙ্কারিতে দুজন আমলাসহ আরো তিনজনকে আজ গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো৷ ঐ দুর্নীতির দায়ে মায়াবতীর দল থেকে বিতাড়িত সাবেক পরিবার কল্যাণমন্ত্রী বাবু সিং কুশওয়াকে ঠাঁই দিয়ে বিজেপি বিপাকে৷

India's Health Minister C.P. Thakur, second from right, visits a patient suffering from pneumonic plague in a hospital in Chandigarh, India, Thursday, Feb. 21, 2002. At least 4 people have died from the disease in India's north, but doctor's feel it has been contained. (AP Photo/Press Trust of India) **INDIA OUT**
প্রতীকী ছবিছবি: AP

উত্তরপ্রদেশে দশ হাজার কোটি টাকার জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে আর্থিক দুর্নীতির জেরে সিবিআই'এর এই গ্রেপ্তার পদক্ষেপ৷ গ্রেপ্তার হয়েছেন যারা তাদের মধ্যে আছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন মহাঅধিকর্তা৷ এর আগে রাজ্যের পরিবার কল্যাণমন্ত্রী বাবু সিং কুশওয়ার বাসভবনসহ, ৬০টি জায়গায় হানা দেবার পর এদের গ্রেপ্তার করা হয়৷

কেন্দ্রের দেয়া টাকা খরচে অনিয়ম করায় সরকারের লোকসান হয় ২৮ কোটি টাকা, এই অভিযোগে সিবিআই তাঁদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করেছে৷ বলা হয়, ১৩৪টি জেলা হাসপাতাল উন্নীত করার কাজ ঠিকমত না হওয়া, হাসপাতালগুলিতে নিম্ন মানের ওষুধপত্র ও সাজসরঞ্জাম সরবরাহ করায় এই লোকসান ৷

এদিকে মায়াবতীর দল থেকে বিতাড়িত অনগ্রসর সম্প্রদায়ের নেতা সাবেক পরিবার কল্যাণমন্ত্রী কুশওয়াকে বিজেপি ঠাঁই দেয়ায় দলের ভেতরে শুরু হয়েছে অন্তর্কলহ৷ যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে নির্বাচনের মুখে সেই ব্যক্তিকে দলে নেওয়ায় দলের একাংশ ক্ষুব্ধ৷ বিজেপি সাংসদ মেনকা গান্ধী মনে করেন, উত্তপ্রদেশে দলের নেতা-কর্মীদের মত নেওয়া হয়নি, হলে সবাই না বলতেন৷ শুধু কুশওয়া কেন বিএসপির বহিষ্কৃত কাউকেই নেয়া উচিত নয়৷

দলের প্রবীণ নেতা ও সাংসদ যশবন্ত সিনহা অবশ্য মনে করেন, কুশওয়া বিজেপিতে এসেছেন হুইশল ব্লোয়ার হিসেবে৷ মায়াবতী সরকারে যাঁরা দুর্নীতিতে জড়িত তাদের স্বরূপ ফাঁস করে দিয়েছেন উনি৷

দলের প্রকাশ্য বিরোধিতা করায় বিজেপির রাজ্য কর্মসমিতি একজনকে সাসপেন্ড করেছে৷এই মুহূর্তে দেশজুড়ে এবং জাতীয় রাজনীতিতে দুর্নীতির বিরুদ্ধে অভিযানে বিজেপি যেভাবে মুখ্য ভূমিকা নিয়েছে এর ফলে সেটা বড়সড় ধাক্কা খেলো, এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ