আক্রমণকারীকে এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় দুই সাংবাদিককে বারাণসীর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শোনভদ্র অঞ্চলে। সেখানে কোলিয়ারি মার্কেটে স্থানীয় সংবাদমাধ্যমের দুই সাংবাদিক একটি হোটেলে বসেছিলেন। তখনই বাইকে এসে আক্রমণকারী খুব কাছ থেকে তাদের গুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গুলি করেই আক্রমণকারী দ্রুত বাইক চালিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় ওই দুই সাংবাদিককেইবারাণসীর হাসপাতালে পাঠানো হয়েছে। দুই সাংবাদিকের নাম লাড্ডু পাণ্ডে এবং শ্যামসুন্দর পাণ্ডে। কেন তাদের উপর হামলা হলো, তা এখনো জানতে পারেনি পুলিশ। তবে এসএইচও প্রণব শ্রীবাস্তব জানিয়েছেন, পুলিশের একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। অপরাধীকে খোঁজা হচ্ছে। তার প্রাথমিক বিবরণও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নেওয়া হয়েছে।
২০২১: জেলবন্দি রেকর্ড সংখ্যক সাংবাদিক
চলতি বছর বিশ্বে বন্দি সাংবাদিকদের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে৷ যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তাদের নতুন প্রতিবেদনে এই তথ্য দিয়েছে৷ বিস্তারিত ছবিঘরে...
ছবি: Ahmad Al-Basha/AFP
২৯৩
নিজেদের কাজের জন্য জেলবন্দি আছেন - চলতি বছর বিশ্বে এমন সাংবাদিকের সংখ্যা ২৯৩, যা আগের যে-কোনো বছরের চেয়ে বেশি৷ ২০২০ সালে জেলে ছিলেন ২৮০ জন৷ ১ ডিসেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তুলে ধরেছে সিপিজে৷
ছবি: Getty Images/C. Court
২৪
চলতি বছর এখন পর্যন্ত অন্তত ২৪ জন সাংবাদিক তাদের কাজের জন্য প্রাণ হারিয়েছেন৷ এর বাইরে আরো ১৮ জন নিহত হয়েছেন, যারা সাংবাদিকতার কারণে মূল টার্গেট ছিলেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি৷
ছবি: Getty Images/AFP/Y. Cortez
৫০
জেলে থাকা সাংবাদিকের সংখ্যায় টানা তিন বছর শীর্ষে চীন৷ দেশটিতে অর্ধশত সাংবাদিক বন্দি রয়েছেন৷
ছবি: Tyrone Siu/REUTERS
২৬
বন্দি সাংবাদিকের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে মিয়ানমার৷ ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর গণমাধ্যমের উপর খড়্গহস্ত হয় সেখানকার সামরিক সরকার৷ এখন পর্যন্ত ২৬জন বন্দি রয়েছেন দেশটিতে৷ মিয়ানমারের পরেই রয়েছে মিশর৷ ২৫ জন বন্দি আছেন সেখানে৷ আর তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম৷ সেখানে জেলে রয়েছেন ২৩ সংবাদকর্মী৷
ছবি: ASSOCIATED PRESS/picture alliance
১৯
তালিকায় পঞ্চম অবস্থানে বেলারুশ৷ লুকাশেঙ্কো সরকার এ পর্যন্ত ১৯ জনকে আটক করেছে৷ এছাড়া তুরস্কে বন্দি ১৮ জন সংবাদকর্মী, ইরিত্রিয়ায় ১৬, সৌদি আরব ও রাশিয়ায় ১৪ আর ইরানে ১১ জন সাংবাদিক৷ এই দেশগুলো রয়েছে শীর্ষ দশে৷
ছবি: Sergei Bobylev/TASS/picture alliance
১৪
২০২১ সালে ১ ডিসেম্বর পর্যন্ত ২৯৩ বন্দি সাংবাদিকের ১৪ শতাংশই নারী৷
ছবি: Anthony Kwan/Getty Images
৪
এ বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী দেশ ভারত৷ চারজন হত্যার শিকার হয়েছেন দেশটিতে৷ তিনজনকে হত্যা করা হয়েছে মেক্সিকোতে৷
ছবি: Colourbox
7 ছবি1 | 7
এর আগেও উত্তরপ্রদেশে সাংবাদিকদের উপর হামলা হয়েছে। গত কয়েকবছরে ভারতে সাংবাদিকদের উপর আক্রমণ আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে বলে দাবি মানবাধিকার সংগঠনগুলির। এনিয়ে কোনো কোনো সংগঠন আন্দোলনেও নেমেছে। বস্তুত, ভারতে সংবাদমাধ্য়মের অধিকার নিয়েও গত কয়েকবছরে নানা মহলে বিতর্ক চলছে।