1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

৬ মার্চ ২০১৭

উত্তর কোরিয়া সোমবার চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক সামরিক মুখপাত্র৷ এর মধ্যে কয়েকটি জাপানের জলসীমার ৩০০ কিলোমিটারের মধ্যে পড়েছে বলে জানিয়েছে দেশটি৷

Nordkorea Raketentest
ছবি: Reuters/K. Hong-Ji

দক্ষিণ কোরিয়ার মুখপাত্র রো জে-চোন এক সংবাদ সম্মেলনে বলেন, চীন-উত্তর কোরিয়া সীমান্ত সংলগ্ন টঙচ্যাঙ-রি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়৷ তবে এগুলো ‘আন্তর্মহাদেশীয় দূরভেদী ক্ষেপণাস্ত্র' বা আইসিবিএম নয় বলেই মনে করা হচ্ছে৷ আইসিবিএম হলে তাত্ত্বিক হিসাবে সেগুলো যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে পারার কথা৷

এদিক, টোকিওতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তমোমি ইনাদা জানিয়েছেন, কয়েকটি ক্ষেপণাস্ত্র জাপানের উত্তর-পশ্চিম উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটারের মধ্যে পড়েছে৷ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সংসদকে বলেন, এই ঘটনায় উত্তর কোরিয়ার কাছে ‘শক্ত প্রতিবাদ' পাঠানো হয়েছে৷ এই পদক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তিনি৷

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিয়ো-আন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সমালোচনা করে বলেন, এটি আন্তর্জাতিক বিশ্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জা ছুড়ে দেয়ার মতো ঘটনা৷ চীনের আপত্তি সত্ত্বেও তাঁর দেশ শিগগিরই মার্কিন ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা স্থাপন করবে বলেও জানান তিনি৷

North Korea takes aim at Japan

00:38

This browser does not support the video element.

এদিকে, চীনও উত্তর কোরিয়ার সমালোচনা করেছে৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ভঙ্গ করা উত্তর কোরিয়ার পদক্ষেপের বিরোধী চীন৷'' উল্লেখ্য, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে৷

যৌথ অনুশীলনের কারণে

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র গত বুধবার থেকে যৌথভাবে তাদের বার্ষিক সামরিক অনুশীলন শুরু করেছে৷ উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা থেকে বাঁচতে তড়িৎ কী ধরনের উদ্যোগ নেয়া যায় তা এই অনুশীলনে চর্চা করা হয়৷ কিন্তু উত্তর কোরিয়া বরাবরই এই অনুশীলনকে যুদ্ধের প্রস্তুতি বলে আখ্যায়িত করে থাকে৷ সোমবারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যৌথ ঐ অনুশীলনেরই প্রতিবাদ বলে মনে করছেন বিশ্লেষকরা৷ গত বছরও অনুশীলনের সময় দীর্ঘ দূরত্বের (লং রেঞ্জ) একটি রকেট নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ