1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর আয়ারল্যান্ডে বাস পোড়াল বিক্ষোভকারীরা

৮ এপ্রিল ২০২১

উত্তর আয়ারল্যান্ডে বাস হাইজ্যাক করে পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা। সহিংসতা নিয়ে উদ্বেগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর।

উত্তর আয়ারল্যান্ডে বাস পোড়াল যুক্তরাজ্যপন্থি বিক্ষোভকারীরা। ছবি: Peter Morrison/AP/picture alliance

গোলমাল কয়েকদিন ধরেই চলছিল। পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা মারা হচ্ছিল। এবার একটি বাস হাইজ্যাক করে তা পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা। এই গোলমালটা হচ্ছে বেলফাস্টের যুক্তরাজ্যপন্থিদের এলাকায়। সেখানেই গত এক সপ্তাহ ধরে পুলিশ আক্রান্ত হচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বাসের গায়ে পেট্রোল বোমা জাতীয় কিছু মারা হচ্ছে। তারপরই বাসটি পুড়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমের রিপোর্ট হলো, একজন প্রেস ফটোগ্রাফারকেও আক্রমণ করা হয়েছিল।

সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে পেট্রোল বোমা মেরেছে, পাথর ছুড়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, সহিংসতার ঘটনায় তিনি খুবই উদ্বিগ্ন। গত শুক্রবার থেকে সোমবার সহিংসতা উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে ছড়িয়েছে। মুখোশ পরা অল্প কয়েকজন মিলে গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। পেট্রোল বোমা মারছে। পুলিশও তরুণদের ব্যাপকভাবে ধরপাকড় করছে।

ব্রেক্সিটের ফলে উত্তর আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যে কড়াকড়ি দেখা দিয়েছে। তাতেই বেজায় চটেছেন যুক্তরাজ্যপন্থিরা।

অতীতে বেলফাস্টে প্রবল সহিংসতা হয়েছে আয়ারল্যান্ডের স্বাধীনতাকামী ও যুক্তরাজ্যপন্থিদের মধ্যে। দীর্ঘ বিরোধের ফলে এক হাজার ৬০০ জন মারা গেছেন। ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তির পর পরিস্থিতি শান্ত হয়।

কিন্তু এই সহিংসতা আবার সেই স্মৃতিকে ফিরিয়ে আনছে। বেলফাস্ট টেলিগ্রাফের সাংবাদিক এলিসন মরিস লিখেছেন,  যুক্তরাজ্যপন্থিদের রাগের কারণ হলো, তারা মনে করছেন, ব্রিটিশ সরকার তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। কয়েক প্রজন্ম ধরে তারা ব্রিটিশ সরকারকে সমর্থন ও সাহায্য করে এসেছেন। তাদের এই আচরণে তরুণরা অসম্ভব ক্ষুব্ধ।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ