জাদু সবসময় বিস্ময় জাগায়৷ যাঁরা জাদুতে পারদর্শী, আমরা তাঁদের জাদুকর বলি৷ সেই অর্থে উত্তর কোরিয়ার এই পাঁচ শিশু নিশ্চয়ই সত্যিকারের জাদুকর৷ তাই তো তাদের এই ভিডিও এ পর্যন্ত দেখা হয়েছে ৫ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ১৫৮ বার৷
বিজ্ঞাপন
সারা বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন এক দেশ উত্তর কোরিয়া৷ সে দেশের কোনো খবরই সহজে কেউ জানতে পারে না৷ তবে এই পাঁচ শিশুর কথা এখন অনেকেই জানেন৷ এক টেলিভিশন অনুষ্ঠানে এক সঙ্গে গিটার বাজিয়েছিল ওরা৷ পুতুলের মতো শিশুগুলো বসে বসে এত অবলীলায় গিটারে সুরের লহরি তুলেছে যে দেখে সবাই মুগ্ধ৷
যে দেখে সে-ই অবাক হয়ে ভাবে– এত ছোট ছোট বাচ্চারা এত ভালো বাজায় কী করে! কারো কারো জানতে ইচ্ছে করে, ‘‘এত ছোট ছোট হাতে গিটারের এত শক্ত শক্ত তারগুলো থেকে সুর তোলে কী করে?’’ এ আসলে প্রতিভা আর সাধনার যোগফল৷ এই দুয়ের সমন্বয় থাকলে বয়স বা শারীরিক সক্ষমতার অভাব তুচ্ছ করে শিশুরাও যে ‘জাদুকর’ হয়ে উঠতে পারে, এই ভিডিও তারই প্রমাণ৷
এসিবি/এসবি
উত্তর কোরিয়ার কিছু বিরল ছবি
বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া৷ সে দেশের কয়েকটি অঞ্চলে বার্তা সংস্থা এপি-র একদল সাংবাদিককে শর্ত সাপেক্ষে ঘুরে বেড়ানোর অনুমতি দিয়েছিল সরকার৷ ছবিঘরে থাকছে তাদের তোলা কিছু বিরল ছবি৷
ছবি: picture-alliance/AP Photo/David Guttenfelder
নির্জন সড়ক
উত্তর কোরিয়ায় প্রায় ২৫ হাজার কিলোমিটার সড়কপথ রয়েছে৷ এর মধ্যে সাংবাদিকরা ২,১৫০ কিলোমিটারেরও বেশি সড়ক পাড়ি দিয়েছেন৷ ছবির এই রাস্তাটি উত্তরাঞ্চলীয় রাজ্য হোয়ানঘায়-এর৷
ছবি: picture-alliance/AP Photo/David Guttenfelder
আগুন ধরিয়ে রান্না
রায়ানগাং রাজ্যের এই ব্যক্তিটি আলু ও মুরগি রান্নার জন্য আগুন ধরিয়েছেন৷ এপি-র সাংবাদিকদের ঘোরাঘুরির শর্ত ছিল তাঁরা কোনো ব্যক্তির সাক্ষাৎকার নিতে পারবেন না৷ আর ছবি প্রকাশের আগে দেখিয়ে নিতে হবে৷
ছবি: picture-alliance/AP Photo/David Guttenfelder
পূজনীয় পাহাড়
ছবিটি ‘মাউন্ট পেকটু’ নামক পাহাড়ি এলাকার৷ উত্তর কোরীয়রা মনে করেন এই এলাকা থেকেই তাঁদের পূর্বপুরুষরা এসেছেন৷ এছাড়া উত্তর কোরীয় বিপ্লবের সঙ্গেও পাহাড়টির নাম জড়িয়ে আছে৷ সবমিলিয়ে সে দেশের নাগরিকদের কাছে মাউন্ট পেকটু নামেই একটি পূজনীয় স্থান৷
ছবি: picture-alliance/AP Photo/David Guttenfelder
সাধারণ কৃষক
রায়ানগাং রাজ্যের এই কৃষক পরিবার গরু নিয়ে কোথাও যাচ্ছেন৷ সাংবাদিকরা রাজধানী পিয়ংইয়ং ছেড়ে বাইরে যাওয়ার পথে ছবিটি তুলেছেন৷
ছবি: picture-alliance/AP Photo/David Guttenfelder
স্কুলের শিশুরা রাস্তা ঠিক করতে যাচ্ছে
হামগং রাজ্যের এই শিশুরা তাদের এলাকার রাস্তা ঠিক করতে বের হয়েছে৷ পিয়ংইয়ং এবং ওনসান শহরের মধ্যে থাকা ২০০ কিলোমিটার রাস্তা সে দেশের সবচেয়ে ভালো সড়ক৷ এর বাইরে রাস্তাগুলোর অবস্থা ভালো নয়৷
ছবি: picture-alliance/AP Photo/David Guttenfelder
একসময় জমজমাট, এখন ধুলোময়
হামগং রাজ্যের খনিশহর কিলজু ও কিমচাক শহর দুটি একসময় বেশ জমজমাট ছিল৷ কিন্তু আর সে অবস্থা নেই৷
ছবি: picture-alliance/AP Photo/David Guttenfelder
দারিদ্রতা লুকিয়ে রাখা
বার্তা সংস্থা এপি-র সাংবাদিকদের সঙ্গে সবসময় সরকারি কর্মকর্তারা ছিলেন৷ তাই সে দেশের নাগরিকদের আসল অবস্থা পুরোপুরি দেখতে পারেননি তাঁরা৷ তবে যেটুকু দেখেছেন তাতে তাঁদের মনে হয়েছে, বেশিরভাগ মানুষেরই একটা ভালো বাসস্থানের ব্যবস্থা করার সামর্থ্য নেই৷ আর এই ছবির মতো রেস্টুরেন্টে খেতে যাওয়া তো দূরের কথা৷
ছবি: picture-alliance/AP Photo/David Guttenfelder
ফুটবল খেলা
রায়ানগাং রাজ্যের হাইসান শহরের এই ছেলেরা নিজের মনে ফুটবল খেলছে৷ বিদেশি একজন তাদের যে ছবি তুলছে সেদিকে নজর দেয়ার যেন সময় নেই৷
ছবি: picture-alliance/AP Photo/David Guttenfelder
স্থানীয় খাবার, বিয়ার
একদল উত্তর কোরীয় তাদের স্থানীয় খাবার ও স্থানীয়ভাবে উৎপাদিত বিয়ার দিয়ে পিকনিকে মেতে উঠেছেন৷
ছবি: picture-alliance/AP Photo/David Guttenfelder
খাদ্য সরবরাহের সংগ্রাম
উত্তর কোরিয়ার চার-পঞ্চমাংশ জমিই চাষের অনুপযোগী৷ তাই দেশের মানুষের জন্য খাদ্যের যোগান দেয়া সরকারের জন্য একটু কষ্টকরই৷
ছবি: picture-alliance/AP Photo/Wong Maye-E
কোনো কথা নয়
সাংবাদিকরা শুধু এই রেললাইনের ছবিই তুলতে পেরেছেন৷ ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের সঙ্গে কথা বলার অনুমতি ছিল না৷ সফরের পুরোটা সময় এভাবেই কেটেছে সাংবাদিকদের৷ তারপরও সফর শেষে এক সরকারি কর্মকর্তা তাঁদের জানান, তাঁদের নাকি নজিরবিহীন প্রবেশাধিকার দেয়া হয়েছে!