উত্তর কোরিয়ার সৈন্যের প্রাণ হাতে নিয়ে পালানোর দৃশ্য
২৩ নভেম্বর ২০১৭
ইউনাইটেড নেশন্স কমান্ড বা ইউএনসি প্রচার করার পর থেকে ভিডিওটি নিয়ে সারা বিশ্বেই চলছে আলোচনা৷ লক্ষ লক্ষ মানুষ দেখছেন আর অবাক হয়ে ভাবছেন, ‘‘এমন ঝুঁকি নিয়েও কেউ দেশ ছাড়ে!’’
বিজ্ঞাপন
নীচের এই ভিডিওতে দেখা যাবে, এক উত্তর কোরীয় সৈন্য কীভাবে প্রায় উন্মাদের মতো দৌড়ে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ায় প্রবেশের চেষ্টা করছেন৷ যাত্রা শুরু হয়েছিল অনেক আগে৷ অনেকক্ষণ গাড়ি চালিয়ে বৈরিভাবাপন্ন দুই দেশের সীমান্তের ওই জায়গাটায় এলেন৷ তারপর গাড়ি থেকে নেমেই দৌড়৷ উত্তর কোরিয়ার অন্য সৈন্যরা তখন ধরার জন্য ধাওয়া করে তাঁকে৷ কিন্তু তিনি থামবেন না৷ যে করেই হোক দক্ষিণ কোরিয়ায় যেতেই হবে তাঁকে৷ খুব কাছ থেকে চারবার গুলি করেও তাই উত্তর কোরিয়ার অন্য সৈন্যরা তাঁকে থামাতে পারেনি৷
সহযোদ্ধাকে ধরতে গিয়ে উত্তর কোরিয়ার সৈন্যরাও নাকি অল্প সময়ের জন্য দক্ষিণ কোরিয়ার সীমানায় ঢুকে পড়েছিলেন৷ এর মাধ্যমে কমিউনিস্ট দেশটির সৈন্যরা ১৯৫৩ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্খন করেছেন বলে অভিযোগ উঠেছে৷ চুক্তি অনুযায়ী সৈন্যরা যে গুলি করেছেন, সেটিও অন্যায়৷ দেশ ছাড়তে মরিয়া এক সৈন্যকে আটকাতে গিয়ে উত্তর কোরিয়ার সৈন্যরা সত্যিই চুক্তি লঙ্ঘন করেছেন কিনা এ নিয়েই এখন চলছে ব্যাপক আলোচনা৷ তবে গুলিতে আহত ওই সৈনিকের তা নিয়ে কোনো চিন্তা নেই৷
জানা গেছে, ২৪ বছর বয়সি ওই তরুণের নাম ‘ওহ’৷ যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারে করে দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে৷ সেখানে দু'টি অস্ত্রোপচার হয়েছে তাঁর শরীরে৷ বের করে নেয়া হয়েছে গুলি৷ ডাক্তাররা জানিয়েছেন, ওহ এখন বেশ সুস্থ৷ টেলিভিশনে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র দেখছেন তিনি!
এসিবি/জেডএইচ (রয়টার্স)
যেসব দেশের কারণে টিকে আছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের পরও এমন কয়েকটি দেশ আছে যারা উত্তর কোরিয়া থেকে পণ্য বা অস্ত্র আমদানি করে৷ চলুন দেখে নিই কোন দেশগুলো আছে এই তালিকায়৷
ছবি: Gianluigi Guercia/AFPGetty Images
অ্যাঙ্গোলা
আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্সিয়াল নিরাপত্তারক্ষীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেয় উত্তর কোরিয়া৷
ছবি: Gianluigi Guercia/AFPGetty Images
চীন
চীন উত্তর কোরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী দেশ৷ চীনের শিল্পকারখানায় উত্তর কোরিয়ার অনেক নাগরিক কাজ করে৷ চীনে উত্তর কোরিয়ান অনেক রেস্তোরাঁও রয়েছে, যেখান থেকে উত্তর কোরিয়া বিদেশি মুদ্রা অর্জন করে৷
ছবি: Getty Images/K. Frayer
কঙ্গো
কঙ্গোর সরকার উত্তর কোরিয়া থেকে স্বয়ংক্রিয় পিস্তল এবং অন্য ছোট অস্ত্র আমদানি করে, যা মধ্য আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্সিয়াল দেহরক্ষী এবং পুলিশ ব্যবহার করে৷
ছবি: Reuters/R. Carrubba
মিশর
অভিযোগ রয়েছে, উত্তর কোরিয়া মিশরকে ক্ষেপণাস্ত্রের উপকরণ পাঠিয়েছে৷ এ অভিযোগ সত্য কিনা সে ব্যাপারে তদন্ত করছে যুক্তরাষ্ট্র৷
ছবি: Reuters/Amr Abdallah Dalsh
ইরিত্রিয়া
ইরিত্রিয়া আফ্রিকার ছোট একটি দেশ৷ এই দেশটিরও উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে৷ জানা গেছে, তারা উত্তর কোরিয়া থেকে সামরিক উপকরণ কিনে থাকে৷
ছবি: DW
কুয়েত
উত্তর কোরিয়ার অনেক শ্রমিক কুয়েতে নির্মাণ কাজে যুক্ত আছে৷ কুয়েতে উত্তর কোরিয়ার দূতাবাসও আছে৷
ছবি: Imago/Xinhua
মোজাম্বিক
উত্তর কোরিয়া মোজাম্বিককে বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সহযোগিতা করছে৷ এছাড়া ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নির্মাণেও সহায়তা দিচ্ছে দেশটিকে৷
ছবি: Gianluigi Guercia/AFP/Getty Images
নামিবিয়া
দক্ষিণ পশ্চিম আফ্রিকার এই দেশে সমরাস্ত্র উপকরণ তৈরি করার একটি কারখানা স্থাপনের জন্য উপকরণ এবং কর্মী পাঠিয়েছে উত্তর কোরিয়া৷
ছবি: DW/B. Osterath
নাইজেরিয়া
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় উত্তর কোরিয়া থেকে অনেক চিকিৎসক যান৷ ২০১৩ সালে এক সন্ত্রাসী হামলায় উত্তর কোরিয়ার তিন চিকিৎসক নিহত হয়েছিলেন সেখানে৷
ছবি: picture alliance /AP Photo/L. Oyekanmi
ওমান
ওমানে নির্মাণ প্রকল্পগুলোতে কাজ করার জন্য উত্তর কোরিয়া তাদের শ্রমিক পাঠিয়ে থাকে৷
ছবি: SR
কাতার
কাতারেও নির্মাণ প্রকল্পে উত্তর কোরিয়ার অনেক শ্রমিক কাজ করে৷ ২০২২ সালে দেশটিতে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ এজন্য সেখানে স্টেডিয়ামসহ বড় বড় স্থাপনা নির্মাণ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/Zumapress
সুদান
উত্তর কোরিয়া সুদানে যেসব সামরিক উপকরণ পাঠায়, তার মধ্যে রকেট কন্ট্রোল সেকশন এবং স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত ক্ষেপণাস্ত্র রয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Shazly
সিরিয়া
দীর্ঘ সময় ধরে গৃহযুদ্ধ চলা দেশটিও উত্তর কোরিয়ার উপার্জনের অন্যতম মাধ্যম৷ জানা গেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার উত্তর কোরিয়া থেকে অনেক সমরাস্ত্র এবং উপকরণ কিনে থাকেন৷
ছবি: picture-alliance/dpa/Press Service of the President
উগান্ডা
আফ্রিকার দেশ উগান্ডারও উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে৷ উত্তর কোরিয়ার সেনারা উগান্ডায় বিমানবাহিনীর পাইলট এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দিয়ে থাকেন৷
ছবি: AP
সংযুক্ত আরব আমিরাত
ইউএই-তে উত্তর কোরিয়ার অনেক রেস্তোরাঁ এবং নির্মাণ কোম্পানি রয়েছে, যেখানে কাজ করার জন্য সবসময়ই উত্তর কোরিয়া থেকে কর্মী পাঠানো হয়৷ এছাড়া উত্তর কোরিয়া থেকে স্কুড মিসাইল কিনে থাকে সংযুক্ত আরব আমিরাত৷