সব মালয়েশীয় নাগরিকের উত্তর কোরিয়া ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে পিয়ংইয়ং৷ উত্তর কোরিয়ার এই সাময়িক নিষেধাজ্ঞার তাৎক্ষণিক জবাব হিসেবে পিয়ংইয়ং-এর কূটনীতিকদের ওপর একই নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া৷
বিজ্ঞাপন
গত মাসে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নাম মালয়েশিয়ায় নিহত হন৷ কুয়ালা লামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরের এ হত্যাকাণ্ডে দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা প্রাথমিকভাবে উত্তর কোরিয়ার দিকেই সন্দেহের আঙুল তোলে৷ উত্তর কোরিয়ার দুই নারী এজেন্টই কিম জং নামকে হত্যা করেছে বলে সন্দেহ প্রকাশ করে তারা৷ পরে কিম জং-নামের মুখ ও চোখ থেকে নেওয়া সোয়াবে ভিএক্স স্নায়ুর বিষের নমুনা পাওয়া যাওয়ার কথা জানায় মালয়েশীয় পুলিশ৷ তারা আরো জানায়, কিমকে হত্যার ব্যাপারে এক ইন্দোনেশীয় ও এক ভিয়েতনামি নারী এবং এক উত্তর কোরীয় পুরুষকে আটক করা হয়েছে৷ এছাড়া গোয়েন্দারা আরো সাতজনের সঙ্গে কথা বলতে চাইলেও তাদের মধ্যে চারজন হত্যাকাণ্ডের পরই পিয়ংইয়াং-এ পালিয়ে গেছে বলে প্রাথমিক খবরে জানা যায়৷
সেই দু'জনকে নিয়েই নতুন করে সংকট৷ মালয়েশিয়ার পুলিশ বলছে, ওই দুই ব্যক্তি দেশে ফেরেননি, বরং এখনো তারা কুয়ালালামপুরের উত্তর কোরীয় দূতাবাসে আত্মগোপন করে আছেন৷ সঙ্গে এ-ও জানানো হয়েছে যে, দূতাবাসে কোনো অভিযান চালানো হবে না৷ পুলিশ অপেক্ষা করবে৷ এক সময় আত্মগোপন করা ব্যক্তিরা নিশ্চয়ই বেরিয়ে আসতে বাধ্য হবে এবং তখনই তাদের আটক করা হবে৷
উত্তর কোরিয়ার গুপ্তহত্যার সংস্কৃতি
মালয়েশিয়ায় কিম জং-উন-এর সৎ ভাইকে হত্যার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে৷ আর উত্তর কোরিয়ায় এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা বা অভিযোগ কিন্তু এবারই প্রথম নয়৷
ছবি: picture-alliance/dpa
দলত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড
উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠী থেকে বেরিয়ে আসা হুয়াং ইয়ুং-ইয়পকে গোপনে কয়েকবার হত্যার চেষ্টা করা হলেও তিনি শেষমেশ ৮৭ বছর বয়সে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন৷ ১৯৯৭ সালে উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় চলে যান তিনি৷
ছবি: AP
চাচাকে ‘কুকুরের খাবার করা হয়নি’
কিম জং-উনের চাচা জং সং থেককে একসময় দেশটির দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো৷ তাঁকে হত্যার খবর গোটা দেশেই আলোড়ন সৃষ্টি করেছিল৷ অনেক সংবাদমাধ্যম দাবি করে যে, ক্ষমতাসীন পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় তাঁকে ক্ষুধার্ত কুকুরের খাবার করা হয়েছিল৷ কিন্তু আসলে তেমনটা ঘটেনি বলে জানিয়েছে পিয়ংইয়ংয়ের কর্মকর্তারা এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা৷ তাঁকে গুলি করে হত্যা করা হয়েছিল৷
ছবি: picture-alliance/dpa
বর্বরতার গুজব
সৌলের গোয়েন্দা সংস্থাগুলো ২০১৫ সালে জানায় যে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হুয়ন ইয়ং-চোলের মৃত্যুদণ্ড বিমানবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে কার্যকর করা হয়েছে৷ তবে পরবর্তীতে জাতীয় গোয়েন্দা সংস্থা জানায় ভিন্ন তথ্য৷ তাদের মতে, হোয়ান সম্ভবত জীবিত আছেন৷ উত্তর কোরিয়ায় বর্বরোচিত উপায়ে মৃত্যুদণ্ড কার্যকরের এরকম আরো গুজব শোনা গেছে৷
ছবি: picture-alliance/dpa
বিষাক্ত ইনজেকশন
উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠীর দলত্যাগকারী এবং বিরুদ্ধবাদী হিসেবে পরিচিত পার্ক সং-হককে হত্যা করতে এক ঘাতককে প্রস্তুত করেছিল পিয়ংইয়ং৷ ২০১১ সালে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ উত্তর কোরিয়ার সাবেক এক কমান্ডোকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সং-হককে গ্রেপ্তার করে৷
ছবি: AFP/Getty Images
প্রতিপক্ষকে সরিয়ে দেয়া?
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সৎ ভাইকে দুই নারী কুয়ালালামপুর বিমানবন্দরে বিষ প্রয়োগ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে৷ হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি৷ তবে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠী হত্যাকারীদের পাঠিয়েছিল৷ ২০১১ সাল থেকে বিদেশে অবস্থান করছিলেন কিম জং-নাম৷
ছবি: picture-alliance/dpa
5 ছবি1 | 5
তবে পিয়ংইয়ং-এর দাবি, মালয়েশিয়া উত্তর কোরিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে৷ এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পিয়ংইয়ং আশা করে, কিম জং-নামের হত্যারহস্য উন্মোচনে মালয়েশিয়া সুষ্ঠু তদন্ত করবে৷
এদিকে মঙ্গলবার এক ঘোষণায় পিয়ংইয়ং কুয়ালালামপুরে নিজেদের কূটনীতিকদের নিরাপদ রাখার উদ্দেশ্যের কথা বলে মালয়েশীয় নাগরিকদের উত্তর কোরিয়া ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে৷ ঘোষণায় বলা হয়, এ নিষেধাজ্ঞা সাময়িক এবং সীমান্ত অতিক্রমে নিষেধাজ্ঞা থাকলেও মালয়েশীয়রা উত্তর কোরিয়ায় নিজেদের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য করতে পারবেন৷এর জবাবে মালয়েশিয়া জানিয়েছে, কুয়ালালামপুরের উত্তর কোরীয় কূটনীতিকদেরও যেতে দেয়া হবে না৷