1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিয়ংইয়ং-এ ‘আটক' মালয়েশীয়

৭ মার্চ ২০১৭

সব মালয়েশীয় নাগরিকের উত্তর কোরিয়া ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে পিয়ংইয়ং৷ উত্তর কোরিয়ার এই সাময়িক নিষেধাজ্ঞার তাৎক্ষণিক জবাব হিসেবে পিয়ংইয়ং-এর কূটনীতিকদের ওপর একই নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া৷

Malaysia Botschaft Nordkoreas in Kuala Lumpur | Protest
ছবি: Reuters/A. Perawongmetha

গত মাসে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নাম মালয়েশিয়ায় নিহত হন৷ কুয়ালা লামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরের এ হত্যাকাণ্ডে দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা প্রাথমিকভাবে উত্তর কোরিয়ার দিকেই সন্দেহের আঙুল তোলে৷ উত্তর কোরিয়ার দুই নারী এজেন্টই কিম জং নামকে হত্যা করেছে বলে সন্দেহ প্রকাশ করে তারা৷ পরে কিম জং-নামের মুখ ও চোখ থেকে নেওয়া সোয়াবে ভিএক্স স্নায়ুর বিষের নমুনা পাওয়া যাওয়ার কথা জানায় মালয়েশীয় পুলিশ৷ তারা আরো জানায়, কিমকে হত্যার ব্যাপারে এক ইন্দোনেশীয় ও এক ভিয়েতনামি নারী এবং এক উত্তর কোরীয় পুরুষকে আটক করা হয়েছে৷ এছাড়া গোয়েন্দারা আরো সাতজনের সঙ্গে কথা বলতে চাইলেও তাদের মধ্যে চারজন হত্যাকাণ্ডের পরই পিয়ংইয়াং-এ পালিয়ে গেছে বলে প্রাথমিক খবরে জানা যায়৷

সেই দু'জনকে নিয়েই নতুন করে সংকট৷ মালয়েশিয়ার পুলিশ বলছে, ওই দুই ব্যক্তি দেশে ফেরেননি, বরং এখনো তারা কুয়ালালামপুরের উত্তর কোরীয় দূতাবাসে আত্মগোপন করে আছেন৷ সঙ্গে এ-ও জানানো হয়েছে যে, দূতাবাসে কোনো অভিযান চালানো হবে না৷ পুলিশ অপেক্ষা করবে৷ এক সময় আত্মগোপন করা ব্যক্তিরা নিশ্চয়ই বেরিয়ে আসতে বাধ্য হবে এবং তখনই তাদের আটক করা হবে৷

তবে পিয়ংইয়ং-এর দাবি, মালয়েশিয়া উত্তর কোরিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে৷ এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পিয়ংইয়ং আশা করে, কিম জং-নামের হত্যারহস্য উন্মোচনে মালয়েশিয়া সুষ্ঠু তদন্ত করবে৷

এদিকে মঙ্গলবার এক ঘোষণায় পিয়ংইয়ং কুয়ালালামপুরে নিজেদের কূটনীতিকদের নিরাপদ রাখার উদ্দেশ্যের কথা বলে মালয়েশীয় নাগরিকদের উত্তর কোরিয়া ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে৷ ঘোষণায় বলা হয়, এ নিষেধাজ্ঞা সাময়িক এবং সীমান্ত অতিক্রমে নিষেধাজ্ঞা থাকলেও মালয়েশীয়রা উত্তর কোরিয়ায় নিজেদের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য করতে পারবেন৷এর জবাবে মালয়েশিয়া জানিয়েছে, কুয়ালালামপুরের উত্তর কোরীয় কূটনীতিকদেরও যেতে দেয়া হবে না৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স, এপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ