উত্তর কোরিয়াকে দ্বিপাক্ষিক সম্মেলনের প্রস্তাব জাপানের!
২৬ মার্চ ২০২৪
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছে পিয়ং ইয়ং৷
বিজ্ঞাপন
আর জাপানের প্রধানমন্ত্রী বলেছেন সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক গুরুত্বপূর্ণ৷
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-কেসিএনএ সোমবার জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সম্প্রতি দেশটির নেতা কিম জং উন-এর সঙ্গে দ্বিপক্ষীয় সম্মেলনের প্রস্তাব দিয়েছেন৷ কিম জং উন-এর বোন ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা কিম ইও জং এর বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে৷ বিবৃতি অনুযায়ী, যেকোন পর্যায়ের বৈঠকের জন্য কিম ইউ জং আগে জাপানকে উত্তর কোরিয়ার প্রতি তাদের ‘শত্রুভাবাপন্ন' নীতি পরিবর্তন করতে বলেছেন৷ তিনি বলেন, ‘‘(জাপানের) প্রধানমন্ত্রীর জানা উচিত যে তিনি চেয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন বলেই পারবেন বা আমাদের নেতৃত্ব তার সাথে দেখা করবেন বিষয়টি এমন নয়৷''
কিমের রাশিয়া দর্শন
বিশেষ ট্রেনে চেপে প্রথমবারের মতো রাশিয়ায় গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন৷ ১২ বছরের শাসনামলে দক্ষিণ কোরিয়া আর চীনের বাইরে এটি তার প্রথম ভিন্ন দেশে গমন৷
ছবি: Sputnik/Mikhail Metzel/Kremlin via REUTERS
‘চলমান দুর্গে’ চেপে
এই ট্রেনে চেপে ২০ ঘণ্টায় ৬৮০ কিলোমিটার পাড়ি দিয়ে পিয়ং ইয়ং থেকে রাশিয়ায় ভ্লাদিভোস্তকে পৌঁছান কিম জং উন৷ উত্তর কোরিয়ার নিজেদের তৈরি এই ট্রেনটিকে ‘চলমান দুর্গ’ বলা চলে৷ সম্ভাব্য সব নিরাপত্তা ব্যবস্থা তো আছেই, সেই সঙ্গে ভেতরের বিলাসবহুল ব্যবস্থাও অবাক করার মতো৷
ছবি: Telegrammkanal @primamedia via AP/picture alliance/dpa/
সম্পর্কের ৭৫
সম্প্রতি প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন করেছে উত্তর কোরিয়া৷ প্রথম দেশ হিসেবে পিয়ং ইয়ংকে স্বীকৃতি দেয় তৎকালীন সোভিয়েত রাশিয়া৷ সেই হিসাবে দুই দেশের সম্পর্কও ৭৫-এ পা দিয়েছে৷ বুধবার কিমের সঙ্গে পুটিনের বৈঠকে সেই কথাই মনে করিয়ে দেন পুটিন৷
ছবি: Vladimir Smirnov, Sputnik, Kremlin Pool Photo via AP/picture alliance
সঙ্গে বোন
উত্তর কোরিয়ায় কিম জং উনের পরে তার বোন কিম ইয়ো জং-কে সবচেয়ে ক্ষমতাধর বলে মনে করা হয়৷ রাশিয়ার আমুর অঞ্চলে ভস্তচনিতে পুটিনের সঙ্গে বৈঠকের আগে তাকে দেখা যায়৷
ছবি: Vladimir Smirnov, Sputnik, Kremlin Pool Photo via AP/picture alliance
মহাকাশ কেন্দ্র পরিদর্শন
বুধবার কিম জং উনকে ভস্তচনি কসমড্রোম মহাকাশ উড্ডয়ন কেন্দ্রে নিয়ে যান পুটিন৷ এ সময় রকেট উড্ডয়ন প্রযুক্তি নিয়ে নানা তথ্য জানতে চান কৌতুহলী কিম৷ মস্কো কিমকে স্যাটেলাইট নির্মাণে সহায়তা করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুটিন বলেন, ‘‘এই কারণেই এখানে আসা৷’’
ছবি: Yonhap/picture alliance
কিমের মহাকাশ ভাবনা
মহাকাশে সামরিক নজরদারি স্যাটেলাইট স্থাপনে পিয়ং ইয়ং ক্রেমলিনের সহায়তা চায় বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে৷ দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এই সফরে কিমের সঙ্গী হয়েছেন উত্তর কোরিয়ায় মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির চেয়ারম্যান পাক থাই সং ও অ্যাডমিরাল মিয়ং সিক৷ তারা নজরদারি স্যাটেলাইট ও নিউক্লিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন তৈরির প্রচেষ্টার সঙ্গে যুক্ত৷
ছবি: Sputnik/Mikhail Metzel/Kremlin via REUTERS
পুটিনের লিমুজিনে কিম
মহাকাশ উড্ডয়ন কেন্দ্রের কম্পাউন্ডে পার্ক করা ছিল পুটিনের ব্যবহৃত রাশিয়ার আউরুস লিমুজিন কার৷ দুই নেতার আলাপকালে কাছাকাছি পৌঁছাতে কৌতুহলী দৃষ্টিতে তাকান গাড়িপ্রেমী কিম৷ বিষয়টি লক্ষ্য করে পুটিন তাকে গাড়িতে বসার আমন্ত্রণ জানান৷ সুযোগ হাতছাড়া করেননি কিম জং৷
ছবি: Sputnik/Mikhail Metzel/Kremlin via REUTERS
যুদ্ধে রাশিয়াকে সমর্থন
সফরে ইউক্রেন যুদ্ধে পুটিনকে ‘শর্তহীনভাবে পূর্ণ সমর্থন’ দিয়ে যাওয়ার কথা জানান কিম৷ নিজেদের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার কথাও বলেন তারা৷ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘সাম্র্রাজ্যবাদী শক্তির সামরিক হুমকি ও উস্কানি বানচাল করতে’ একমত হয়েছেন দুই নেতা৷
ছবি: Sputnik/Mikhail Metzel/Kremlin via REUTERS
যুক্তরাষ্ট্র ও মিত্রদের দুশ্চিন্তা
রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র৷ এ বিষয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র৷ বৃহস্পতিবার উদ্বেগ জানিয়েছে জাপানও৷ তবে পিয়ং ইয়ংয়ের কাছ থেকে নিষিদ্ধ অস্ত্র নেয়ার আলোচনার কথা অস্বীকার করেছে মস্কো৷
ছবি: Mikhail Metzel, Sputnik, Kremlin Pool Photo via AP/picture alliance
পুটিনকে আমন্ত্রণ
উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুটিনকে উত্তর কোরিয়া ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন কিম৷ সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন পুটিন৷
ছবি: Sputnik/Artem Geodakyan/REUTERS
রাশিয়ায় প্রথমবার
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ১২ বছরের শাসনামলে এখন পর্যন্ত সাতবার দেশের বাইরে সফরে বেরিয়েছেন৷ এর মধ্যে দুই কোরিয়ার মধ্যে সীমান্ত পেরিয়েছেন দুইবার৷ আর বাকি চারবার গেছেন উত্তর কোরিয়ার প্রধান রাজনৈতিক মিত্র চীনে৷
ছবি: Korean Central News Agency/Korea News Service/AP/picture alliance
নিরাপত্তা
কিম যেখানেই যান না কেন সঙ্গে থাকে তার চৌকশ নিরাপত্তা দল৷ রাশিয়ায়ও তার ব্যতিক্রম হয়নি৷ ছবিতে ভস্তচনিতে পরিদর্শন শেষে ট্রেনে কিমের সফরসঙ্গীদের ট্রেনে উঠতে দেখা যাচ্ছে৷ বাইরে নজরদারিতে নিরপত্তারক্ষীরা৷
ছবি: Sputnik/Mikhail Metzel/Pool via REUTERS
11 ছবি1 | 11
জাপান যদি ‘পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানজনক আচরণের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের নতুন পথ খোলার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে থাকে' তবেই ‘দুই দেশ নতুন ভবিষ্যৎ' গড়তে পারবে বলেও উল্লেখ করেন কিম ইও জং৷
উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি নিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সহযোগিতা ঘিরে টোকিও ও পিয়ং ইয়ংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে৷ ১৯৭০ ও ১৯৮০-এর দশকে জাপানি নাগরিকদের অপহরণ করে উত্তর কোরিয়ায় নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে৷
এদিকে জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনাকে ‘স্বাগত জানাবে' বলে এরইমধ্যে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র৷ ২০০২ ও ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমি সবশেষ জাপানি কোনো নেতা হিসেবে উত্তর কোরিয়া সফর করেন৷ গোয়েন্দা পাঠিয়ে জাপানের ১৩ নাগরিককে অপহরণের কথা ২০০২ সালের সম্মেলনে উত্তর কোরিয়া স্বীকার করেছিল৷ গোয়েন্দাদেরকে জাপানি ভাষা ও সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ দিতে অপহৃতদেরকে উত্তর কোরিয়া ব্যবহার করে৷
কিম জং উনের তিন দিনের চমক ও বিরল কিছু মুহূর্ত
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যেন আনন্দের সংবাদ দিতেই যেন হাসিমুখে, সশরীরে হাজির হয়েছেন৷ মাত্র কয়েকদিনের মধ্যে বড় দুটি ঘটনা ঘটেছে তার দেশে৷ সেসবের ছবি প্রকাশ করেছে তার সরকার৷ দেখুন ছবিঘরে...
ছবি: KCNA/Reuters
বাগানে কিম জং উন
এভাবে তাকে আগে কখনো দেখেছেন? বিরল দৃশ্য, তাই না?
ছবি: KCNA/Reuters
কিমের গ্রিন হাউস
গত বছর পর্যন্ত এই জায়গাটায় মিশাইল পরীক্ষা করা হতো, অর্থাৎ ছুঁড়ে দেখা হতো মারণাস্ত্র ঠিকঠাক কাজ করে কিনা৷ সম্প্রতি সেখানে গ্রিন হাউস খামার উদ্বোধন করেছেন কিম জং উন৷ ওপরে সেই রিয়োনফো গ্রিন হাউস ফার্মের ছবি৷
ছবি: KCNA/Reuters
ফিতা কাটার মুহূর্ত
রিয়োনফো গ্রিন হাউস উদ্বোধণর আয়োজনটা ছিল ব্যাপক৷ আনুষ্ঠানিকতার শুরু হয় এভাবে, ফিতা কেটে৷
ছবি: KCNA/Reuters
মহানন্দে কিম
রিয়োনফো গ্রিন হাউস ফার্ম উদ্বোধনের সময় খুব ফুরফুরে মেজাজে ছিলেন কিম জং উন৷ ওপরে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার আনন্দঘন একটি মুহূর্ত৷
ছবি: KCNA/Reuters
রিয়োনফো গ্রিন হাউস ফার্ম
সাবেক বিমানঘাঁটিতে গ্রিন হাউস খামারকে দেশের মানুষের জীবনমান উন্নয়নের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন কিম জং উন৷ গত ডিসেম্বরে এমন এক লক্ষ্যের কথা বলেছেন তিনি৷ ছবিতে উদ্বোধনের দিনে রিয়োনফো গ্রিন হাউস ফার্ম৷
গ্রিন হাউস উদ্বোধনে এসেছেন দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন৷ আয়োজনের মধ্যমণি তিনি ছাড়া কে হবেন? এমন সহাস্য সম্ভাষণেও সিক্ত হয়েছেন তিনি৷
ছবি: KCNA/Reuters
কিমের আরেকটি আনন্দের দিন
এর আগে গত ৯ অক্টোবর দুটি স্বল্প-পাল্লার মিসাইল পরীক্ষা করে উত্তর কোরিয়া৷ দু সপ্তাহের মধ্যে সপ্তমবারের মতো মিসাইল ছোঁড়ার মুহূর্ত কাছ থেকেই দেখেছেন কিম জং উন৷
ছবি: KCNA/Reuters
উড়ে যায় মিসাইল
৯ অক্টোবর এভাবেই কালো ধোঁয়া ছড়িয়ে উড়ে যায় মিসাইল৷ পরে এর ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া সরকার৷
ছবি: KCNA/Reuters
সামরিক মহড়ায় কিম জং উন
সম্প্রতি উত্তর কোরিয়া সামরিক, নৌ ও বিমান বাহিনী বড় পরিসরের এক সামরিক মহড়ায় অংশ নেয়৷ সেই মহড়ায় সেনা কর্মকর্তাদের সঙ্গে কিম জং উন৷
ছবি: KCNA/Reuters
10 ছবি1 | 10
তবে জাপানের দাবি অপহৃত নাগরিকের প্রকৃত সংখ্যা ১০০ জনের বেশি৷ ২০০২ সালের বৈঠকের পর উত্তর কোরিয়া তাদের পাঁচজনকে জাপানে ফেরার অনুমতি দেয়৷ বাকিরাও এখনও জীবিত থাকতে পরে বলে আশা অনেক জাপানির৷ এই ইস্যুটি কিশিদা সরকারের জন্যেও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ৷
জাপান যা বলছে
সোমবার প্রধানমন্ত্রী কিশিদা দেশটির পার্লামেন্টে বলেছেন, ‘অপহরণ সমস্যা সমাধানে' দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি৷ এজন্য উত্তর কোরিয়ার কাছে তিনি আগে থেকেই বিভিন্ন প্রস্তাব পাঠিয়ে আসছেন বলেও জানান৷
তবে কিশিদা বলেছেন, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কী বলেছে সে বিষয় তিনি অবগত নন এবং এর বিষয়বস্তু নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চান না৷
এদিকে কিম ইও জং বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়াও জাপানের সঙ্গে সম্পর্কের উন্নতিতে আগ্রহী৷ তবে কিশিদা সরকার যদি জাপানি নাগরিকদের উত্তর কোরিয়ায় অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনার বিষয়টির উত্থাপন অব্যাহত রাখে তাহলে সেখান থেকে যুগান্তকারী কোনো ফল আসবে না বলেও সতর্ক করেন৷