1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়া

২৫ মার্চ ২০১২

রকেট উৎক্ষেপণের ঘোষণা দিয়ে আবারও পশ্চিমা বিশ্বের তোপের মুখে পড়েছে উত্তর কোরিয়া৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক আজ একযোগে পিয়ংইয়ংকে সতর্ক বাণী শুনিয়েছেন৷

কী বললেন দুই নেতা

পরিকল্পনা অনুযায়ী আগামী মাসে রকেট উৎক্ষেপণের দিকে এগিয়ে গেলে উত্তর কোরিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন এই দুই নেতা৷ ওবামা বলেন, এসব হুমকি-ধামকি দিয়ে কোনো কিছু অর্জন করা যাবেনা৷ পিয়ংইয়ং এর কোনো খারাপ আচরণ মেনে নেয়া হবে না বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তিনি একমত হয়েছেন বলে জানান৷ উল্লেখ্য, উত্তর কোরিয়া মাত্র গত মাসেই খাবারের বিনিময় তার পরমাণু কর্মসূচি আংশিক বন্ধ রাখার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করেছিল৷ কিন্তু পিয়ংইয়ং এর এই নতুন ঘোষণার কারণে সেই চুক্তিটি বাদ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে৷ এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন উত্তর কোরিয়া যদি শান্তির পথ বেছে নেয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় সেদেশের মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করতে রাজি আছে৷ পরমাণু সম্মেলনে যোগ দিতে ওবামা এখন দক্ষিণ কোরিয়ায় আছেন৷ সেখানে এই দুই নেতার বৈঠক হয়৷ পরে তাঁরা যৌথভাবে এক সংবাদ সম্মেলনে অংশ নেন৷

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ওবামাছবি: dapd

চীন প্রসঙ্গ

ওবামা বলেন উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ব্যাপারে চীন যে নীতি গ্রহণ করেছে সেটা ঠিক নয়৷ এছাড়া, কে যে আসলে উত্তর কোরিয়া শাসন করছে সেটা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যাচ্ছে না বলে জানান ওবামা৷ তিনি বলেন, এটা বের করা কঠিন৷

রকেট উৎক্ষেপণ

উত্তর কোরিয়া বলছে, এর মাধ্যমে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে৷ প্রয়াত নেতা কিম ইল-সুং এর ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই রকেটিটি উৎক্ষেপণ করা হবে৷ এজন্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী মাসের ১২ থেকে ১৬ তারিখ৷ এই লক্ষ্যে রকেটের মূল বডিটি উড্ডয়ন স্থলের কাছে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা৷

নিরাপত্তা সম্মেলন

আগামীকাল সোমবার সম্মেলন শুরু হবে৷ চলবে মঙ্গলবার পর্যন্ত৷ ৫০টির বেশি দেশের সরকার প্রধান বা তাদের প্রতিনিধিরা যোগ দেবেন এতে৷ সন্ত্রাসীদের কাছে যেন পরমাণু অস্ত্র তৈরির উপাদান যেতে না পারে সে নিয়ে আলোচনা হবে সম্মেলনে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ