1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা

৫ জানুয়ারি ২০২৪

ইরানের পর উত্তর কোরিয়ায় তৈরি সামরিক সরঞ্জাম কাজে লাগিয়ে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ মস্কো ও পিয়ংইয়ং অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে৷

ইউক্রেনের দাবি, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনশোরও বেশি হামলার ঘটনা ঘটেছে।
ইউক্রেনের দাবি, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনশোরও বেশি হামলার ঘটনা ঘটেছে।ছবি: Danylo Pavlov/REUTERS

প্রায় দুই বছর ধরে ইউক্রেনের উপর লাগাতার হামলা চালাতে গিয়ে রাশিয়ার অস্ত্রভাণ্ডারে টান পড়ছে৷ পরমাণু শক্তিধর পরাশক্তি হওয়া হত্ত্বেও ‘বন্ধু' রাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম আমদানি করতে হচ্ছে মস্কোকে৷ প্রথমে ইরান থেকে বোমারু ড্রোন জোগাড় করে ইউক্রেনের উপর হামলা চালিয়ে এসেছে রাশিয়া৷ এবার সে দেশ উত্তর কোরিয়ায় তৈরি ক্ষেপণাস্ত্রও ইউক্রেনের উপর নিক্ষেপ করছে বলে অভিযোগ উঠছে৷ হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া সম্প্রতি যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ায় তৈরি কম পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে৷

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি সাংবাদিকদের বলেন, অ্যামেরিকা বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে৷ তাঁর মতে রাশিয়ায় উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ উদ্বেগজনক ঘটনা৷ যারা এমন বোঝাপড়া তরান্বিত করেছে, তাদের উপর মার্কিন প্রশাসন বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করবে৷ কিরবি আরো বলেন, ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইলও উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় পাঠানো হয়েছে৷ গত ৩০শে ডিসেম্বর তিনি ইউক্রেনে এমন এক মিসাইল নিক্ষেপের উল্লেখ করেছিলেন৷ কিরবির মতে, রাশিয়া ইরান থেকেও কম পাল্লার ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগ নিচ্ছে৷

মস্কো ও পিয়ংইয়ং অবশ্য অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে৷ তবে দুই দেশই সামরিক সহযোগিতা আরো নিবিড় করার অঙ্গীকার করেছে৷ সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মিসাইল লঞ্চার উৎপাদন বাড়ানোর ডাক দিয়েছেন৷ দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের প্রস্তুতি হিসেবে তিনি রণসজ্জা বাড়ানোর কথা বলেছেন৷

রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম ওঠে নি৷ গত বছরের নভেম্বর মাসে ব্রিটেন ও দক্ষিণ কোরিয়া আরো বড় আকারের অস্ত্র সররাহের অভিযোগ তুলেছিল৷ এই দুই দেশের মতে উত্তর কোরিয়া রাশিয়াকে শুধু কম পাল্লার ক্ষেপণাস্ত্র নয়, তার সঙ্গে ট্যাংক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও সরবরাহ করেছে৷ সেই সঙ্গে গোলাবারুদ ও রাইফেলও হস্তান্তর করা হয়েছে৷ একাধিক সামরিক বিশেষজ্ঞ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, যে তাঁরা ইউক্রেনে উত্তর কোরিয়ায় তৈরি মিসাইলের টুকরোর ছবি দেখে শনাক্ত করতে পেরেছেন৷

রাশিয়া সম্প্রতি ইউক্রেনের উপর আবার বড় আকারে আকাশপথে হামলা শুরু করেছে৷ সে দেশের একাধিক শহরের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র বর্ষণ চলছে৷ শুধু গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনশোরও বেশি হামলা ঘটেছে বলে ইউক্রেন দাবি করেছে৷ উত্তর কোরিয়া থেকে আনা ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রতিরক্ষা আরো জোরদার করার প্রয়োজন স্পষ্ট হয়ে উঠছে বলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিরবি মনে করেন৷ তিনি মার্কিন কংগ্রেসের উদ্দেশ্যে ইউক্রেনের জন্য সামরিক সহায়তার প্যাকেজ অনুমোদনের ডাক দিয়েছেন৷ সেটা না করলে ইউক্রেনের অস্ত্র ও গোলাবারুদ দ্রুত ফুরিয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন৷

ইউরেনিয়ামের জন্য রাশিয়ার উপর ইউরোপের নির্ভরতা

04:54

This browser does not support the video element.

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ