দক্ষিণ কোরিয়াকে সতর্ক করতে ‘নতুন ধরনের কৌশলগত ক্ষেপণাস্ত্রের' পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া৷ উত্তেজনা না ছড়িয়ে আলোচনা জারি রাখতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া৷
বিজ্ঞাপন
দক্ষিণ কোরিয়ার অস্ত্র কেনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতির খবরে নতুন এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষাটি চালিয়েছে দেশটি৷
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নতুন করে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় বসতে রাজি হওয়ার পর এই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল তাঁরা৷ তাই ট্রাম্প-কিমের তৃতীয় দফা বৈঠক অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কিম জং-উন স্টাইল
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন৷ বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন এই দেশের ছবি খুব বেশি দেখা যায় না৷ তবে দেশটির সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি, কেসিএনএ প্রায়ই উন-এর ছবি প্রকাশ করে থাকে৷
ছবি: picture-alliance/dpa/KCNA
ছোট্ট উন?
উত্তর কোরিয়ার সরকারি টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও থেকে নেয়া এই ছবিতে ছোট্ট কিম জং-উনকে দেখা যাচ্ছে৷ তৃতীয় পক্ষের মাধ্যমে পাওয়া এই ছবিটি রয়টার্সের৷ তবে ছবিতে আসলেই উনকে দেখা যাচ্ছে কিনা, তা নিশ্চিত করে জানাতে পারেনি সংবাদ সংস্থাটি৷ যেমনটা নিশ্চিত নয় উনের জন্মসালও৷ তবে ১৯৮৩ বা ১৯৮৪ সালে যে তাঁর জন্ম সেটি অবশ্য নিশ্চিত!
ছবি: Reuters
২০১১ সাল থেকে ক্ষমতায়
সে বছরের ১৭ ডিসেম্বর বাবা কিম জং-ইল মারা যাওয়ার কয়েকদিন পরই উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী হন উন৷ ছবিতে সামরিক বাহিনীর এক মহড়ায় তাঁকে দেখা যাচ্ছে৷ সম্প্রতি ছবিটি প্রকাশ করে কেসিএনএ৷
ছবি: Reuters/KCNA
পুরুষালি নন!
এই ‘অভিযোগ’-এর কারণেই উনের তিন বছরের বড় ভাই কিম জং-চল উত্তর কোরিয়ার ক্ষমতায় যেতে পারেননি বলে মনে করা হয়৷ তো ছবি দেখে আপনিই বলুন উনকে কেমন লাগছে৷ নতুন নির্মিত একটি নার্সারি ও এতিমখানা দেখতে গিয়ে ক্যামেরায় এভাবেই ধরা পড়েন তিনি৷ শাসক দল ওয়ার্কার্স পার্টির সংবাদপত্র ‘রোডোং সিনমুন’ ২০১৫ সালের ২ জুন ছবিটি প্রকাশ করে৷
ছবি: picture-alliance/dpa/KCNA
স্কুলের পড়াশোনা সুইজারল্যান্ডে
বড় ভাই কিম জং-চলের মতো কিম জং-উনও স্কুল পর্যায়ের পড়াশোনা করেছেন সুইজারল্যান্ডে৷ এরপর বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকান দেশে গিয়ে৷ সেখানকার একটি সামরিক বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েছেন বলে জানা যায়৷ ছবিতে উনকে একটি মেডিক্যাল অক্সিজেন ফ্যাক্টরি পরিদর্শন করতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/KCNA
উনের স্ত্রী
শাসক দল ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে একটি ‘অল-ফিমেল’ ব্যান্ডের পারফর্মেন্স উপভোগ করছেন উন৷ তাঁর ডানপাশে বসে আছেন স্ত্রী রি সল-জু৷ তিনি একজন সংগীত শিল্পী ছিলেন বলে ধারণা করা হয়, এবং একটি অনুষ্ঠানে তাঁর পারফর্মেন্স দেখেই উন মুগ্ধ হয়েছিলেন বলে ধারণা করা হয়৷
ছবি: picture alliance/Yonhap
কেমন লাগছে?
কোরীয় উপত্যাকার সর্বোচ্চ পর্বত মাউন্ট পেকদুতে ছবির জন্য পোজ দিচ্ছেন উন৷ ২০১৫ সালের ১৯ এপ্রিল ছবিটি প্রকাশ করে কেসিএনএ৷
ছবি: picture-alliance/dpa/KCNA
‘ফিল্ড গাইডেন্স’
কেসিএনএ-র প্রকাশ করা ছবিগুলোর ক্যাপশনে প্রায়ই এই শব্দ দু’টি থাকে৷ বিশ্লেষকরা বলেন, উত্তর কোরিয়ার মতো দেশে উনের প্রতি আনুগত্য দেখানোর এটি একটি উপায়৷ ফলে তিনি যেখানেই যান না কেন – হোক সেটি আপেল খেত পরিদর্শন (ছবিতে যেমনটা দেখছেন) কিংবা অন্যকিছু (পরের ছবিটি দেখুন), উন পরামর্শ দিতেই সেখানে গিয়েছেন বলে প্রচার করা হয়৷
ছবি: Reuters/KCNA
আমদানি কমাতে পরামর্শ
শিশুদের জন্য খাবার তৈরি করে এমন একটি কারখানায় গিয়ে উন স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর মাধ্যমে আমদানি কমাতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন৷ ২০১৫ সালের ১৪ নভেম্বর ছবিটি প্রকাশ করে কেসিএনএ৷
ছবি: Imago/Xinhua/KCNA
8 ছবি1 | 8
শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, দক্ষিণ কোরিয়া উপরে শান্তির কথা বললেও পর্দার আড়ালে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র মজুদ করছে আর সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে৷
ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় পুরো বিষয়টি প্রত্যক্ষ করেছেন দেশটির নেতা কিম জং উন৷ তিনি বলেন, ‘‘আমাদের দেশের নিরাপত্তা জন্য সরাসরি ও সম্ভাব্য হুমকি মোকাবিলায় আমরা সবসময় আধুনিক ও ক্ষমতাসম্পন্ন অস্ত্র তৈরি করে যাবো৷'' উত্তর কোরিয়া প্রধান মনে করেন, দক্ষিণ কোরিয়া তাঁর দেশের জন্য সবচেয়ে বড় হুমকি৷ আর তাই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটিকে তিনি বলছেন দক্ষিণ কোরিয়ার যুদ্ধপ্রস্তুতির প্রতি কড়া সতর্কতা৷
পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার পূর্বশর্ত হিসেবে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সেনা মহড়া বন্ধের দাবি জানিয়েছে উত্তর কোরিয়া৷ অন্যদিকে, বৃহস্পতিবার এ ঘটনার পর, পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা চালিয়ে যেতে পিয়ংইয়ংয়ের প্রতি উত্তেজনা থামানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া৷
বৃহস্পতিবার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ফক্স নিউজকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়া নেতার বৈঠকে, মধ্য ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকতে সম্মত হয়েছিলেন কিম জং উন৷ তিনি মনে করেন, দুই পক্ষই আবার আলোচনা শুরু করতে পারে৷ মাইক পম্পেও বলেন, ‘‘আমি মনে করি আমরা এখনও কোথাও বসে আলোচনা করতে পারি৷''