টোকিও-য় যেদিন জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীবর্গের একটি পূর্বপরিকল্পিত বৈঠক চলছে, ঠিক সেদিন ভোরে সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করল পিয়ংইয়াং৷ তাই সমালোচনাও এলো সঙ্গে সঙ্গে৷
বিজ্ঞাপন
তিন প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ সাংবাদিক সম্মেলনে চীনের পরাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি-কে বলতে শোনা গেল, ‘‘চীন উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রক্রিয়ার বিরোধিতা করে৷ এ ধরনের কার্যকলাপ কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি করে৷''
তিন পররাষ্ট্রমন্ত্রী – জাপানের ফুমিও কিশিদা, চীনের ওয়াং য়ি ও দক্ষিণ কোরিয়ার ইয়ুন বিয়ুং-সে – উত্তর কোরিয়াকে প্ররোচনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন৷ তবে পিয়ংইয়াং-এর এই প্ররোচনার কারণ তাঁদের অজ্ঞাত থাকার কথা নয়: ঠিক দু'দিন আগে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাৎসরিক সামরিক মহড়া শুরু হয়েছে, পিয়ংইয়াং যাকে উত্তর কোরিয়া অভিযানের প্রস্তুতি বলে গণ্য করে এবং ইতিপূর্বেই পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে৷
অপরদিকে ওয়াশিংটন ও সৌল যে দক্ষিণ কোরিয়ায় ‘থাড' বা টার্মিনাল হাই অল্টিচুড এরিয়া ডিফেন্স প্রণালী বসানোর সিদ্ধান্ত নেয় গত জুলাই মাসে, তা-তে বেইজিং বিশেষ সন্তুষ্ট নয়৷ চীন এই পদক্ষেপকে প্ররোচনামূলক বলে মনে করে৷
কাজেই বুধবার উত্তর কোরিয়ার রকেট নিক্ষেপে আশ্চর্য হবার মতো কিছু ছিল না – যদি না রকেটটি একটি ডুবোজাহাজ থেকে ছোঁড়া হত৷ এই ধরনের ব্যালিস্টিক মিসাইলে মিনিয়েচারাইজড নিউক্লিয়ার ওয়ারহেড বা ছোট আকারের আণবিক বোমা বসানো সম্ভব৷ ক্ষেপণাস্ত্রটি জাপানের দিকে ৫০০ কিলোমিটার উড়ে যায় ও জাপানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন অবধি পৌঁছায়৷
দক্ষিণ কোরিয়ার ইওনহাপ সংবাদ সংস্থা জানাচ্ছে যে, রকেটটি খাড়াভাবে ছোঁড়া হয়েছিল – আরেকটু সমান্তরাল করে ছোঁড়া হলে, তা এক হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারত৷ দক্ষিণ কোরিয়ার রকেট প্রযুক্তি যে লক্ষণীয় প্রগতি করেছে, তা এই রকেট লঞ্চ থেকে স্পষ্ট, পশ্চিমের বহু বিশেষজ্ঞ ও পত্র-পত্রিকা যে মন্তব্য করেছে৷ দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন যে, উত্তর কোরিয়ার ‘‘এসএলবিএম (সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল) প্রযুক্তি প্রগতি করেছে বলে মনে হচ্ছে৷''
এসি/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)
বিভীষিকাময় আণবিক বোমা হামলার স্মরণে
কোনো যুদ্ধে আণবিক বোমার ব্যবহারের একমাত্র উদাহরণ স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আণবিক বোমা হামলা চালিয়েছিল তারা, যার বিভীষিকা আজও বয়ে বেড়াচ্ছে মানুষ৷
ছবি: picture-alliance/AP Images
প্রথম বোমা নিক্ষেপ
১৯৪৫ সালের ৬ই আগস্ট৷ ঘড়িতে বাজছে ঠিক সকাল সোয়া আটটা৷ জাপানের হিরোশিমা নগরিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ‘এনোলা গে’ থেকে ছোড়া হয় প্রথম আণবিক বোমা ‘লিটল বয়’৷ মুহূর্তেই ধ্বংস হয়ে যায় গোটা নগরীর বাড়ি ঘর, দালান কোঠা৷ আণবিক বোমার তেজস্ক্রিয়তায় সঙ্গে সঙ্গেই মারা যান সেখানকার ২০ ভাগ মানুষ৷ বিকলাঙ্গ হয়ে পড়ে লক্ষাধিক৷
ছবি: Three Lions/Getty Images
দ্য এনোলা গে
আদতে হিরোশিমায় বোমা হামলার পরিকল্পনা ছিল ঐ বছরের ১লা আগস্ট৷ কিন্তু টাইফুনের কারণে তা বাতিল করা হয়৷ পাঁচদিন পর ‘এনোলা গে’ ১৩ জন ক্রু নিয়ে হামলার জন্য রওনা হয়৷
ছবি: gemeinfrei
দ্বিতীয় বোমা হামলা
হিরোশিমায় হামলার তিনদিন পর, অর্থাৎ ৯ই আগস্ট, অ্যামেরিকা দ্বিতীয় আণবিক বোমাটি ফেলে নাগাসাকি শহরে৷ আসলে তাদের লক্ষ্য ছিল কিয়োটো৷ কিন্তু এতে মার্কিন প্রতিরক্ষাবাহিনী সায় না দেয়ায় নাগাসাকিকে বেছে নেয়া হয়৷ এই বোমাটির নাম ছিল ‘ফ্যাট ম্যান’৷ এতে বিস্ফোরক ছিল ২২ হাজার টন টিএনটি৷ বোমা হামলার চার মাসে সেখানে প্রাণ হরান ৭০ হাজার মানুষ৷
ছবি: Courtesy of the National Archives/Newsmakers
কৌশলগত হামলা
১৯৪৫ সালে নাগাসাকিতে ছিল মিৎসুবিশি কোম্পানির ইস্পাত ও অস্ত্র কারখানা৷ সেখানে যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে হামলা চালানোর টর্পেডোও তৈরি হতো৷ নাগাসাকিতে তখন মাত্র অল্প কয়েকজন সেনা ছিল৷
ছবি: picture-alliance/dpa
হামলা শিকার
বোমা হামলার সময়ই কেবল নয়, তেজস্ক্রিয়তায়ও কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছে৷ তেজস্ক্রিয়তা, পোড়া ও ক্ষতের কারণে ১৯৪৫ সালের শেষে কেবল হিরোশিমাতেই নিহত হয়েছেন ৬০ হাজার মানুষ৷ পাঁচ বছর পরে নিহতের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৩০ হাজারে৷
ছবি: Keystone/Getty Images
যুদ্ধাপরাধ?
হিরোশিমা ও নাগাসাকিতে বোমা হামলার পর জাপানিরা আতঙ্কে ছিলেন যে, রাজধানী টোকিওতে হয়ত তৃতীয় হামলা চালাবে যুক্তরাষ্ট্র৷ তাই আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিল তারা৷ মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ঐ হামলা দুটির নির্দেশ দেন৷ তাঁর মনে হয়েছিল এতে বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটবে৷ ইতিহাসবিদরা অবশ্য এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবেই উল্লেখ করেছেন৷
ছবি: AP
পুনর্গঠন
হিরোশিমা নগরীর ‘সিটি সেন্টার’ বোমা হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল, যা আবার নতুন করে গড়া হয়৷ কেবল ‘ওটা’ নদীর ধারে দ্বীপটিতে কোনো পরিবর্তন করা হয়নি৷ সেখানে রয়েছে স্মৃতিস্তম্ভ: শান্তি জাদুঘর, শিশুদের শান্তি স্মারক স্তম্ভ, শিল্প ও বাণিজ্য ভবনের ধ্বংসস্তূপ আর শিখা অর্নিবাণ, যেটা জ্বলবে বিশ্বের সব আণবিক বোমা ধ্বংস না হওয়া পর্যন্ত৷
ছবি: Keystone/Getty Images
স্মরণের সংস্কৃতি
১৯৫৫ সালে নাগাসাকিতে অ্যাটোমিক বোমার জাদুঘর এবং একটি ‘পিস পার্ক’ বা শান্তি উদ্যান নির্মাণ করা হয়৷ সেখানে গিয়ে অনেকেই বোমা হামলায় নিহতদের স্মরণ করেন৷ এটা জাপানিদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে৷ পারমাণবিক যুদ্ধের নারকীয়তার বৈশ্বিক প্রতীকে পরিণত হয়েছে হিরোশিমা ও নাগাসাকি৷
ছবি: Getty Images
এক মুহূর্তের নীরবতা
প্রতি বছর হিরোশিমায় এ দিনটি উপলক্ষ্যে অনেক বড় পরিসরে স্মরণ সভার আয়োজন করা হয়৷ বোমাটি যখন নিক্ষেপ করা হয়েছিল, ঠিক সেই মুহূর্তটিতে ঘটনায় বেঁচে যাওয়া মানুষ, নিহতদের স্বজন, সাধারণ নাগরিক, রাজনীতিবিদ – সবাই এক মিনিটের নীরবতা পালন করেন৷ অনেকেই পরমাণু নিরস্ত্রীকরণের জন্য অঙ্গীকার করেন এদিন৷
ছবি: Kazuhiro Nogi/AFP/Getty Images
জীবিত শেষ সদস্য নিহত
যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যে দলটি ঐ ‘অ্যাটম বোমা’ নিক্ষেপ করেছিল সেই দলের জীবিত শেষ সদস্য থিওডোর ভ্যানকির্ক ২০১৪ সালের ৩০শে জুলাই মারা যান৷ জর্জিয়া রাজ্যে অবসরপ্রাপ্তদের একটি আবাসে ৯৩ বছর বয়সে মারা যান তিনি৷ ‘ডাচ’ নামে পরিচিত কির্ক বোমা নিক্ষেপকারী বিমান এনোলা গে-র নেভিগেটর ছিলেন৷ সে সময় তাঁর বয়স ছিল ২৪ বছর৷