1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ হতে পারে: ট্রাম্প

২৬ মে ২০১৮

কিম জং উনের সঙ্গে বাতিল হওয়া সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি জানান, সবকিছু ঠিক থাকলে জুনের ১২ তারিখ সিঙ্গাপুরে হতে পারে এই সম্মেলন৷

ছবি: picture alliance/AP Photo/L. Jin-man

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে একটি টুইটে ট্রাম্প জানান, ‘‘উত্তর কোরিয়ার সঙ্গে গঠনমূলক আলোচনার সম্ভাবনা রয়েছে৷'' এর বাইরে ট্রাম্প বিস্তারিত কিছু না বললেও প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস জানিয়েছেন, ‘‘দুই দেশের কূটনীতিকরা সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে এখনও কাজ করে চলেছেন৷ এই আলোচনাটি হচ্ছে মূলত উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির ভবিষ্যত কী হবে তা নিয়ে৷ সুখবর হলো দু'পক্ষই এমনভাবে কাজ করছে যাতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়৷''


এদিকে, এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, ‘‘আমরা এটা জেনে ভীষণ খুশি যে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা আবারো সচল হয়েছে৷ আমরা সব বিষয়ে সতর্কতার সঙ্গে নজর রাখছি৷''

শুক্রবার সকালে উত্তর কোরিয়া একটি বিবৃতি প্রকাশ করে, যেখানে বলা হয়, সম্মেলনের ব্যাপারে তারা যুক্তরাষ্ট্রকে ভাববার সময় এবং সব ধরনের সুযোগ দিতে রাজি, সেটা যেখানে যেভাবেই হোক না কেন৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শুক্রবার সকালে বলেন, দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন৷ দু'পক্ষই এ ব্যাপারে একমত হয়েছে যে কিম জং উন এবং ট্রাম্পের মধ্যে আলোচনা অত্যন্ত জরুরি এবং সেটা সম্ভব করতে তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাবেন৷

উল্লেখ্য, বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এক সাক্ষাৎকারে বলেন, ‘'উত্তর কোরিয়ার লিবিয়ার মতো পরিণতি হতে পারে৷'' তারপরেই পিয়ং ইয়ং তীব্র প্রতিক্রিয়া দেখায়৷ উত্তর কোরিয়া জানায়, তারা অ্যামেরিকার সঙ্গে সংলাপের জন্য ভিক্ষা করবে না অথবা ওয়াশিংটনের অনিচ্ছা সত্ত্বেও আলোচনার জন্য তদবির করবে না৷ এরপরই কিমের সঙ্গে বৈঠকে না বসার ঘোষণা আসে ট্রাম্পের পক্ষ থেকে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ