গত সপ্তাহে উত্তর কোরিয়া প্রথম করোনা আক্রান্তের খবর স্বীকার করে। তারপর থেকে দেশের ভিতর দ্রুত ছড়াচ্ছে করোনা।
বিজ্ঞাপন
উত্তর কোরিয়ায় এখনো পর্যন্ত করোনার টিকাকরণ হয়নি। ফলে সেখানে মৃত্যুর হারও লাফিয়ে বাড়তে পারে আশঙ্কাপ্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ রিপোর্ট তারা জানতে পারেনি।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, কিম জং উন করোনা মোকাবিলার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, করোনা মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে দেশের স্বাস্থ্য কর্মকর্তারা। সে কারণেই সেনা বাহিনীর মেডিক্যাল ইউনিটকে বিষয়টি দেখতে বলা হয়েছে। বিশেষ করে রাজধানী শহরের পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে সেনাকে।
মহামারিতে অভিভাবক হারানো শিশুদের কথা
যুক্তরাষ্ট্রে করোনায় অন্তত একজন অভিভাবক হারানো শিশুর সংখ্যা দুই লাখ ১৩ হাজারের বেশি বলে গবেষকরা জানিয়েছেন৷ অবহেলা ও অন্যান্য হুমকি থেকে তাদের রক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা৷
ছবি: CALLAGHAN O'HARE/REUTERS
অভিভাবক হারানো শিশুর সংখ্যা
যুক্তরাষ্ট্রে করোনায় অন্তত একজন অভিভাবক হারানো শিশুদের তথ্য সংগ্রহের জন্য সরকারি কোনো কর্মসূচি নেই৷ তবে গবেষকরা বলছেন, এই সংখ্যা দুই লাখ ১৩ হাজারের বেশি হবে৷ ছবিতে বাবা হারানো দুই শিশুকে বাবার জন্য প্রার্থনা করতে দেখা যাচ্ছে৷
ছবি: CALLAGHAN O'HARE/REUTERS
বাবা হারানো আয়দান
১২ বছর বয়সি আয়দান গারজার বাবা ২০২০ সালের ডিসেম্বরে করোনায় মারা যান৷ বাবা ডেভিড গারজা সম্পর্কে বলতে গিয়ে এখনো সে বর্তমান কাল ব্যবহার করে৷ বিষয়টা এমন যেন বাবা এখনো আশেপাশেই আছে৷ যেমন রয়টার্সকে সম্প্রতি সে বলে, ‘‘তিনি (বাবা) খুব ভালো মানুষ৷ আমি যখনই তাকে জড়িয়ে ধরি, মনে হয় যেন আমি মেঘ স্পর্শ করছি৷’’
ছবি: CALLAGHAN O'HARE/REUTERS
আয়দানের ভাই জুলিয়াস
১৪ বছর বয়সি জুলিয়াস ও আয়দানকে ২০১৫ সালে দত্তক নিয়েছিলেন ডেভিড ও মার্গারেট গারজা৷ কারণ তাদের মা তাদের ছেড়ে চলে গিয়েছিলেন৷ আর তাদের বাবাকে তাদের সৎ বোনের সঙ্গে অসদাচরণ করায় জেলে যেতে হয়েছিল৷ এতকিছুর পর আবার বাবাকে হারিয়ে জুলিয়াস বলছে, ‘‘আমার জীবনে এখন পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বাবার মৃত্যু৷’’
ছবি: CALLAGHAN O'HARE/REUTERS
অন্যদের মতো ‘স্বাভাবিক’ হবে না
করোনা সংকট কাটিয়ে বিশ্ব আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে৷ তবে আয়দান ও জুলিয়াসের মা মার্গারেট বলছেন, ‘‘অন্যদের মতো আমাদের জীবন ‘স্বাভাবিক’ হবে না, কারণ আমার একজনকে হারিয়েছি৷’’
ছবি: CALLAGHAN O'HARE/REUTERS
বাবা হারানো জাস্টিস
১৩ বছরের জাস্টিসের বাবা স্টিভেন ওয়াটস ২০২০ সালের মে মাসে করোনায় মারা যান৷ সেই থেকে তার মা সান্দ্রা ম্যাকগোয়ান-ওয়াটস জাস্টিসের জীবনের রুটিন যতটা সম্ভব ঠিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷
ছবি: CALLAGHAN O'HARE/REUTERS
তথ্য দরকার
গত অক্টোবরে অ্যামেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকস জার্নালে প্রকাশিত অভিভাবক হারানো শিশুদের সংখ্যা নির্ধারণ বিষয়ক এক গবেষণার শীর্ষ লেখক সুজান হিলিস বলেন, যারা অন্তত একজন অভিভাবক হারিয়েছে তাদের অবহেলা ও অন্যান্য হুমকি থেকে রক্ষাস করতে স্কুল, হাসপাতাল ও চার্চের একসঙ্গে কাজ করা জরুরি৷ ছবিতে মায়ের সঙ্গে জাস্টিসকে দেখা যাচ্ছে৷
ছবি: CALLAGHAN O'HARE/REUTERS
6 ছবি1 | 6
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এখনো পর্যন্ত করোনায় ৫০ জনের মৃত্যু হয়েছে। জ্বর এবং করোনার উপসর্গ রয়েছে এমন মানুষের সংখ্যা তিন লাখ ৯২ হাজার ৯২০। সব মিলিয়ে এখনো পর্যন্ত ১২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সমস্ত রিপোর্ট দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে ডাব্লিউএইচও।
করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে জিরো কোভিড পলিসি নিয়েছিল উত্তর কোরিয়া। দেশের সীমান্ত বন্ধ করে রাখা হয়েছিল। দেশের ভিতরেও কঠোর নিয়ম চালু করা হয়েছিল। কিন্তু টিকাকরণ হয়নি। দক্ষিণ কোরিয়া একের পর এক করোনার ঢেউ দেখলেও উত্তর কোরিয়া বরাবরই জানিয়ে এসেছে, সেখানে করোনার সংক্রমণ ঘটেনি। গত সপ্তাহে উত্তর কোরিয়া প্রথম জানায় যে, সেখানে একজনের শরীরে করোনার ভাইরাস পাওয়া গেছে। তারপরেই তা দ্রুত ছড়াতে শুরু করেছে বলে আশঙ্কা।