1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ায় নতুন মিসাইল দেখালেন কিম

১৫ জানুয়ারি ২০২১

পার্টি কংগ্রেস শেষ হওয়ার পরই চমক কিম জং উনের। পিয়ংইয়ং-এ নতুন সাবমেরিন-চালিত ক্ষেপণাস্ত্র দেখানো হলো।

উত্তর কোরিয়ায় প্যারেডে দেখানো হলো নতুন মিসাইল।ছবি: KCNA/Reuters

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসের শেষে বৃহস্পতিবার রাতে রীতিমাফিক প্যারেড হয় পিয়ংইয়ং-এ। প্যারেডে অভিবাদন নেন কিম জং উন। সেনা-প্যারেডে নানা ধরনের যুদ্ধাস্ত্রও ছিল। ট্যাঙ্ক, রকেট লঞ্চার ছিল, তবে আকর্ষণের কেন্দ্রে ছিল নতুন ক্ষেপণাস্ত্র। 

বিশেষজ্ঞদের ধারণা, ছোট পাল্লার এই ব্যালেস্টিক মিসাইল উত্তর কোরিয়ার কাছে আগে থেকেই ছিল। এ বার সেটাই উন্নত করে সাবমেরিন থেকে ছোড়ার ব্যবস্থা করা হয়েছে।

কেন এই ক্ষেপণাস্ত্র

সরকারি মিডিয়া যে ছবি দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, অন্তত চারটি ক্ষেপণাস্ত্র প্যারেডে ছিল। মিসাইলিটি সাবমেরিন থেকে উৎক্ষেপন করা যায়। তার নাম পুকগুকসং-৫। গত অক্টোবরে একটি প্যারেডে পুকগুকসং-৪ দেখানো হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, সেটিকেই উন্নত করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞ মাইকেল ডুইটসম্যান জানিয়েছেন, নতুন ক্ষেপনাস্ত্র আগের ক্ষেপণাস্ত্র্রের তুলনায় আকারে বড়।

সরকারি সংবাদসংস্থা কেসিএনএ-র দাবি, এটা হলো বিশ্বের সব চেয়ে শক্তিশালী সাবমেরিন-চালিত ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র বুঝিয়ে দিচ্ছে সেনার শক্তি কতটা।

জলের তলায় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞদের ধারণা, তারা এখন নতুন সাবমেরিনও তৈরি করছে।

তবে গত অক্টোবরের প্যারেডে ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল বা আইসিবিএম দেখানো হয়েছিল। সেটা এবারের প্যারেডে ছিল না। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, ওই আইসিবিএম দিয়ে অ্যামেরিকায় পরমাণু বোমা ফেলা সম্ভব।

এর আগেই পরমাণু প্রকল্প ও ব্যালেস্টিক মিসাইল তৈরির জন্য উত্তর কোরিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে অ্যামেরিকা সহ আন্তর্জাতিক মহল।

জিএইচ/এসজি(রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ