উত্তর কোরিয়া এবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে জাপান সাগরে৷ এর ফলে দু'দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷ জাপানের প্রধানমন্ত্রী এ ঘটনাকে ঐ অঞ্চলের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন৷
বিজ্ঞাপন
বুধবার সকালে জাপান নিয়ন্ত্রিত সমুদ্রসীমায় প্রথমবারের মতো ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া৷ সমুদ্রসীমার কাছাকাছি ভূমিষ্ট হয় এটি৷ মিসাইলের প্রধান অংশটি জাপানের ‘ইকোনমিক এক্সক্লুশন জোন'-এ পড়েছে বলে জানিয়েছেন জাপানের কর্মকর্তারা৷ এর ফলে দু'দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷ এ অবস্থায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় মিসাইল প্রতিরোধক ব্যবস্থা স্থাপনের কথা ভাবছে৷
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই মিসাইল উৎক্ষেপণকে ‘জাপানের জন্য ভয়ংকর হুমকি' হিসেবে উল্লেখ করেছেন৷ টোকিও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ এছাড়া জাপান তাদের প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে৷
North Korea test fires two mid-range missiles
00:43
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যেই উত্তর কোরিয়া এ ধরনের আচরণ করছে৷ যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ড জানিয়েছে, তারা দু'টি ক্ষেপণাস্ত্র খুঁজে পেয়েছে, যার মধ্যে একটি উৎক্ষেপণের সাথে সাথে বিস্ফোরিত হয়েছে৷ সিউল সময় সকাল ৭টা ৫০ মিনিটে জাপানের সমুদ্রে দ্বিতীয় মিসাইলটি ভূমিষ্ট হয়৷ মিসাইলটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এর দক্ষিণ পশ্চিমে হোয়াংহেই প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া৷
সউল এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার এ আচরণে বোঝা যায় দক্ষিণ কোরিয়া এবং এর প্রতিবেশি দেশগুলোর উপর সরাসরি এবং বড় ধরনের হামলার পরিকল্পনা করছে উত্তর কোরিয়া৷ ক্ষেপণাস্ত্রটির মাঝারি পাল্লার৷ ১০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷
উত্তেজনা চরমে
এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বড় ধরনের বার্ষিক যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে৷ উত্তর কোরিয়া বরাবরই এই মহড়ার বিরোধিতা করে আসছে৷ গত মার্চেই উত্তর কোরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ৷ জানুয়ারিতে পিয়ংইয়ং-এর চতুর্থ দফা পারমাণবিক পরীক্ষার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়৷
কার, কতগুলো পারমাণবিক বোমা আছে
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর ২০২০ সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, বিশ্বের নয়টি দেশের কাছে বর্তমানে ১৩,৪০০টি আণবিক বোমা আছে৷ তবে এ সব বোমার সংখ্যা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে৷
ছবি: Getty Images/AFP/KCNA
রাশিয়ার কাছে সবচেয়ে বেশি
স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে৷ দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা ৬,৩৭৫টি৷ ১৯৪৯ সালে রাশিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল৷
ছবি: Getty Images/AFP/N. Kolesnikova
দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র দেশ যারা যুদ্ধেও এই অস্ত্র ব্যবহার করেছে৷ দেশটির কাছে এখন ৫,৮০০ টি পারমাণবিক বোমা রয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/H. Jamali
চীনও পিছিয়ে নেই
৩২০টি পারমাণবিক বোমা আছে চীনের৷ রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে৷ যেমন ২০১৯ সালেই তাদের কাছে ২৯০ টি বোমা ছিল৷ স্থল, আকাশ বা সমুদ্রপথে সেগুলো ছোঁড়া সম্ভব৷
ছবি: Getty Images
সাবমেরিনে পারমাণবিক বোমা
ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে ২৯০টি৷ এগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে৷ দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়৷
ছবি: AP
যুক্তরাজ্যেরও আছে পারমাণবিক বোমা
২১৫টি পারমাণবিক বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি ১৯৫২ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়৷
ছবি: picture-alliance/dpa/J. Kaminski
দক্ষিণ এশিয়ায় এগিয়ে পাকিস্তান
ইতোমধ্যে তিনবার প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান৷ দেশটির আছে ১৬০টি আণবিক বোমা৷ সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি৷ অনেকে আশঙ্কা করেন, প্রতিবেশীর সঙ্গে দেশটির লড়াই কোন এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে৷
ছবি: picture-alliance/AP
থেমে নেই ভারত
পারমাণবিক বোমার সংখ্যা বাড়াচ্ছে ভারতও৷ দেশটি প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ১৯৭৪ সালে৷ সিপ্রির তথ্য অনুযায়ী, তাদের কাছে এখন ১৫০টি বোমা রয়েছে৷ ভারত অবশ্য জানিয়েছে, তারা আগে কোনো দেশকে আঘাত করবে না, আর যেসব দেশের পারমাণবিক বোমা নেই, সেসব দেশের বিরুদ্ধে তারা এ ধরনের বোমা ব্যবহার করবে না কোনোদিন৷
ছবি: Reuters
ইসরায়েল সম্পর্কে তথ্য কম
ইসরায়েল অবশ্য নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে প্রকাশ করে না৷ যদিও দেশটির নব্বইটি পারমাণবিক ‘ওয়ারহেড’ আছে বলে উল্লেখ করেছে সিপ্রি৷
ছবি: Reuters/B. Ratner
উত্তর কোরিয়া সবার নীচে
পারমাণবিক অস্ত্র নিয়ে গোপনীয়তা অবলম্বন করে উত্তর কোরিয়াও৷ এখন দেশটির কাছে থাকা বোমার সংখ্যা আনুমানিক ৩০ থেকে ৪০টি৷