1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়া ও জাপান উত্তেজনা

৩ আগস্ট ২০১৬

উত্তর কোরিয়া এবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে জাপান সাগরে৷ এর ফলে দু'দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷ জাপানের প্রধানমন্ত্রী এ ঘটনাকে ঐ অঞ্চলের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন৷

নর্থ কোরিয়ার রকেট পরীক্ষা
ছবি: picture alliance/Yonhap

বুধবার সকালে জাপান নিয়ন্ত্রিত সমুদ্রসীমায় প্রথমবারের মতো ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া৷ সমুদ্রসীমার কাছাকাছি ভূমিষ্ট হয় এটি৷ মিসাইলের প্রধান অংশটি জাপানের ‘ইকোনমিক এক্সক্লুশন জোন'-এ পড়েছে বলে জানিয়েছেন জাপানের কর্মকর্তারা৷ এর ফলে দু'দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷ এ অবস্থায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় মিসাইল প্রতিরোধক ব্যবস্থা স্থাপনের কথা ভাবছে৷

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই মিসাইল উৎক্ষেপণকে ‘জাপানের জন্য ভয়ংকর হুমকি' হিসেবে উল্লেখ করেছেন৷ টোকিও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ এছাড়া জাপান তাদের প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে৷

North Korea test fires two mid-range missiles

00:43

This browser does not support the video element.

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যেই উত্তর কোরিয়া এ ধরনের আচরণ করছে৷ যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ড জানিয়েছে, তারা দু'টি ক্ষেপণাস্ত্র খুঁজে পেয়েছে, যার মধ্যে একটি উৎক্ষেপণের সাথে সাথে বিস্ফোরিত হয়েছে৷ সিউল সময় সকাল ৭টা ৫০ মিনিটে জাপানের সমুদ্রে দ্বিতীয় মিসাইলটি ভূমিষ্ট হয়৷ মিসাইলটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এর দক্ষিণ পশ্চিমে হোয়াংহেই প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া৷

সউল এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার এ আচরণে বোঝা যায় দক্ষিণ কোরিয়া এবং এর প্রতিবেশি দেশগুলোর উপর সরাসরি এবং বড় ধরনের হামলার পরিকল্পনা করছে উত্তর কোরিয়া৷ ক্ষেপণাস্ত্রটির মাঝারি পাল্লার৷ ১০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷

উত্তেজনা চরমে

এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বড় ধরনের বার্ষিক যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে৷ উত্তর কোরিয়া বরাবরই এই মহড়ার বিরোধিতা করে আসছে৷ গত মার্চেই উত্তর কোরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ৷ জানুয়ারিতে পিয়ংইয়ং-এর চতুর্থ দফা পারমাণবিক পরীক্ষার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ