1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিভিয়েতনাম

উত্তর কোরিয়া থেকে পুটিন গেলেন কমিউনিস্ট ভিয়েতনামে

২০ জুন ২০২৪

ভিয়েতনামের কমিউনিস্ট নেতাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার কথা রাশিয়ার প্রেসিডেন্টের।

ভিয়েতনামে পুটিন
ভিয়েতনাম বিমানবন্দরে নামার পরছবি: NHAC NGUYEN/AFP/Getty Images

বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়া থেকে ভিয়েতনামে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। সেখানে ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লামের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা। প্রেসিডেন্ট ছাড়াও দেশের একাধিক কমিউনিস্ট নেতার সঙ্গে আলোচনা হতে পারে পুটিনের

রাশিয়ার তরফে জানানো হয়েছে, ভিয়েতনামের সঙ্গে আলোচনার অন্য়তম বিষয় হবে শিক্ষা, অর্থনীতি এবং এনার্জি। তবে দুই দেশের মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

হ্যানয়ের যানজটের মাঝে টিকে থাকা

03:19

This browser does not support the video element.

গত মে মাসে পঞ্চমবারের জন্য দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পুটিনের এটি দ্বিতীয় বিদেশ সফর। প্রথম তিনি গেছিলেন চীনে। এরপর উত্তর কোরিয়া ঘুরে ভিয়েতনামে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার সকালে হ্যানয় পৌঁছেছেন পুটিন। সেখানে ভিয়েতনামের ডেপুটি প্রধানমন্ত্রী ট্র্যান হং হা-র সঙ্গে প্রথম বৈঠক হয় তার। এরপর প্রেসিডেন্টের প্রাসাদে পুটিনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছে। অনুষ্ঠান শেষে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা হতে পারে পুটিনের। সেই আলোচনায় কী উঠে আসে, সেদিকেই তাকিয়ে কূটনীতিকেরা

১৯৫০ সাল থেকে ভিয়েতনামের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রাশিয়ার। ভিয়েতনামকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে তারা। বস্তুত, জাতিসংঘে ইউক্রেন প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো পক্ষেই মত দেয়নি ভিয়েতনাম। সমস্ত ভোটাভুটি থেকে তারা নিজেদের সরিয়ে রেখেছে। পুটিনের সফরের পর ভিয়েতনামের অবস্থান কী হয়, সে দিকেও তাকিয়ে কূটনীতিকেরা।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ