1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলা করতে পারে উত্তর কোরিয়া

১০ এপ্রিল ২০১৩

উত্তর কোরিয়া গত সপ্তাহে সৌল থেকে বিদেশি কূটনীতিকদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছিল এবং এজন্য সবশেষ সময়সীমা নির্ধারণ করেছিল এপ্রিলের ১০ তারিখ, অর্থাৎ আজ বুধবার৷

PAJU, SOUTH KOREA - APRIL 09: A cultivator passes by a military check point connecting South and North Korea at the Unification Bridge on April 9, 2013 in Paju, South Korea. North Korea announced it will withdraw all workers from Kaesong joint industrial complex, five days after unilaterally banning South Korean workers re-entry to Kaesong. (Photo by Chung Sung-Jun/Getty Images)
ছবি: Getty Images

তাই দক্ষিণ কোরিয়া এবার ‘ওয়াচকন ৩'কে দুই'এ উন্নীত করেছে৷ ওয়াচকন হচ্ছে একটা মানদণ্ড যেটা পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা দেয়৷ যেমন উত্তর ও দক্ষিণের মধ্যে শান্তিপূর্ণ অবস্থানের সময় থাকে ওয়াচকন ৪৷ এরপর কিছুটা উত্তেজনা তৈরি হলে থাকে ওয়াচকন ৩৷ আর এবার যেহেতু উত্তেজনাটা আরেকটু বেশি বলে মনে করছে সৌল তাই উত্তোলন করা হয়েছে ওয়াচকন ২৷ ওয়াচকন ১ মানে হচ্ছে যুদ্ধ চলছে৷

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, ‘‘এখন থেকে যে কোনো সময় উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে৷''

দক্ষিণের গোয়েন্দারা বলছেন, পিয়ং ইয়ং ইতিমধ্যে দুটো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে৷ তাদের ধারণা, এখন থেকে ১৫ তারিখের মধ্যে যে কোনো সময় এগুলো নিক্ষেপ করা হতে পারে৷ ১৫ তারিখ হলো সাবেক উত্তর কোরীয় নেতা কিম ইল সুং এর জন্মদিন৷

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের এই আশংকা আরও সঠিক মনে হতে পারে যখন জানা যায় যে, বন্ধুরাষ্ট্র চীনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া৷

জাতিসংঘের মহাসচিব বান কি মুন এর আশঙ্কা, কোরীয় উপত্যকার পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যে তিনি চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন৷ আর বৃহস্পতিবার তিনি কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে৷

জেডএইচ/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ