1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর গাজার দখল নিল সেনা, মানবিক সংকট চরমে, হত ৫০০-র বেশী

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়৫ জানুয়ারি ২০০৯

উত্তর গাজার দখল নিল ইসরায়েল৷ অন্যত্র সম্মুখসমর অব্যাহত৷ অব্যাহত দাবী, পাল্টা দাবী৷ মানবিক সংকট চরমে গাজায়৷

উত্তর গাজা দখলে, দক্ষিণে গোলা ছুঁড়ছে ইসরায়েলি আর্টিলারিছবি: AP

শনিবার সন্ধ্যা থেকে রবিবার রাত, চব্বিশ ঘন্টায় মোট ৪৫ টি টার্গেটে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী৷ তাদের দাবি, উত্তর গাজা এখন ইসরায়েলি বাহিনীর দখলে৷ প্রথমে বিমান থেকে এবং পরে স্থল ও নৌবাহিনীর মাধ্যমে আঘাত হানা ৪৫ টি টার্গেটের প্রায় সবগুলিতেই হামাস জঙ্গীদের বিভিন্ন ডেরা, কোথাও অস্ত্রভান্ডার, কোথাও বা ভূগর্ভস্থ গোপন সুড়ঙ্গ৷ যে সুড়ঙ্গপথে অস্ত্র এবং রসদ আমদানি করে থাকে হামাস৷ ইসরায়েলি মিডিয়া দেশের সেনাবাহিনীর সূত্র উদ্ধৃত করে এই তথ্য দেওয়ার পাশাপাশি জানাচ্ছে, হামাসের মোট সামরিক ক্ষমতার বিবরণ৷ জানা গেছে, ১৬ হাজার সশস্ত্র সেনা নিয়ে হামাসের যে বাহিনী, তাদের হাতে রয়েছে ৪০০০ রকেট প্রপেলড গ্রেনেড লঞ্চার, ১২০ টন বিস্ফোরক এবং কয়েক শো ১২০ এম এম মর্টার৷ এছাড়া যে কোন জঙ্গী সংগঠনের চোরাগোপ্তা হামলা চালাবার যে সুবিধা থাকে, হামাসেরও তা যথেষ্ট আছে, কারণ লড়াইটা চলছে খোদ তাদের ঘরের উঠোনে৷ এক্ষেত্রে লেবানন যুদ্ধের মত আর ভুল করে হামাসের ফাঁদে পা দিচ্ছে না ইসরায়েল৷ ঘনবসতিপূর্ণ এলাকায় নয়, সেনাবাহিনী ঢুকছে অপেক্ষাকৃত ফাঁকা এলাকায়, গ্রামগন্জ দিয়ে৷ রবিবার গাজাসিটির একটি বাজারে বোমা পড়েছে বিমান থেকে৷ সেখানে নিহতের সংখ্যা পাঁচ, আহত অন্তত বিশজন ৷ প্যালেস্টাইন সূত্রে হাসপাতাল কর্মীরা জানাচ্ছেন,২৪ ঘন্টায় অন্তত ৬৭ জনের মৃত্যুর হিসাব রয়েছে তাঁদের কাছে৷ সংখ্যাটা অনেক বেশী হওয়ার কথাও তাঁরা বলেছেন, কারণ বহু জায়গায়, যেখানে লড়াই চলছে সেসব এলাকা থেকে হতাহতদের হাসপাতালে আনা যাচ্ছে না৷ হামাস সূত্রের খবর, তাদের তিনজন প্রথম সারির নেতা রবিবার নিহত হয়ছেন৷ দক্ষিণ ইসরায়েলে দূরপাল্লার গ্রাড মিসাইল হামলা চালানোর নেতৃত্ব দিতেন যিনি সেই হুসাম হামদান এবং গাজার খান ইউনুস শহরে হামাসের স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন মোহাম্মদ হিলো৷ এছাড়া সপরিবারে ইসরায়েলি বিমান থেকে নিক্ষিপ্ত মিসাইলে নিহত হয়েছেন আর এক হামাস নেতা মহম্মদ আবিদ বারবাক ৷

ইসরায়েল জানাচ্ছে, শুধু স্থল এবং বিমানবাহিনীই নয়, হামাসকে নির্মূল করার অপারেশন কাসলেড-এর আওতায় তারা নৌবাহিনীও কাজে লাগাচ্ছে রবিবার থেকে৷ ভূমধ্যসাগর দিয়ে গাজার উপকূলে পৌঁছে তারা হামাসের গোয়েন্দাবিভাগের সদরদপ্তরে হামলা চালায় রবিবার, হামাসের নৌবাহিনীর সঙ্গেও লড়ছে ইসরায়েলি নৌসেনারা৷

হামাস কিন্তু দান ছাড়ে নি এখনও৷ রবিবারেও দক্ষিণ ইসরায়েলের বসতি এলাকায় একের পর এক রকেট আছড়ে পড়ে৷ উত্তর এবং দক্ষিন গাজায় ইসরায়েলি বাহিনীর কাছে যুদ্ধটা খুব সহজ হবে না, এই দাবি করে হামাসের মুখপাত্র ইসমাইল রাডওয়ান বলেছেন, ইসরায়েলি সেনারা টের পাবে, গাজা পিকনিক করার জায়গা নয়৷ প্যালেস্টিনিয়দের কাছে হামাসের আশ্বাস, অচিরেই আমরা জিতব, তোমরা দেখতে পাবে৷

বিশ্বনেতৃত্বের অনুরোধ কানে তোলেন নি ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট৷ ইসরায়েলি সংসদ নেসেটের এক বৈঠকে তিনি বলে দিয়েছেন, সেনা ফেরানোর কোন প্রশ্ন নেই৷ হামাসের জঙ্গী ডেরাএবং গোপন টানেলগুলি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে৷ ওদিকে আরবদুনিয়ায় রবিবার গাজা পরিস্থিতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ মিছিল দেখা যায়৷ মিশর, জর্ডন সহ বেশ কয়েকটি দেশে প্রতিবাদ মিছিল বের হয়৷ জর্ডনের রাণী নূর সি এন এন কে দেওয়া এক সাক্ষাত্কারে অবিলম্বে অস্ত্রবিরতির দাবী করেন৷ আজ সোমবার কায়রোয় পরিস্থিতির সমাধানকল্পে পৌঁছবে ইউরোপিয় ইউনিয়নের এক উচ্চপর্যায়ের চার সদস্যের প্রতিনিধিদল৷ আর জেরুসালেম যাচ্ছেন ফরাসী প্রেসিডেন্ট নিকোলা সারকোজি৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ