ইসরায়েলের সেনার মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, ইসরায়েলের যুদ্ধবিমান জাবাইলিয়ার বিভিন্ন টার্গেটে বোমা ফেলছে। জাবাইলিয়া খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে শরণার্থী শিবিরও ছিল। সাধারণ মানুষকে এলাকা থেকে চলে যেতে বলা হয়েছিল।
টাইমস অফ ইসরায়েল রোববার জানিয়েছে, ইসরায়েলি ডিফেন্স ফোর্স(আইডিএফ) এক থেকে দেড় লাখ ফিলিস্তিনিকে জাবাইলিয়া এলাকা থেকে চলে যেতে বলেছে।
জাবাইলিয়াতে হামাসের সঙ্গে ইসরায়েলি সেনার তীব্র লড়াই হচ্ছে।
হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে অ্যামেরিকা, জার্মানি ও অন্য কয়েকটি দেশ।
জাতিসংঘের সংগঠন ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, জাবাইলিয়া ও রাফা থেকে বেসামরিক মানুষকে সরে যেতে বলায় তারা খুবই উদ্বিগ্ন।
ব্লিংকেনের বক্তব্য
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এবিসি টেলিভিশনকে বলেছেন, ''১০ লাখ মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। তাদের সুরক্ষায় কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা ইসরায়েলের নেই।''
গাজায় নিহত ত্রাণকর্মীকে পোল্যান্ডে চোখের জলে চিরবিদায়
ইসরায়েলের হামলায় আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাতজন কর্মী নিহত হন৷ পোলিশ এক ব্যক্তিও ছিলেন নিহতদের মধ্য়ে৷ পোল্যান্ডের শোকাহত প্রতিবেশীরা স্মরণ করলেন এই দরদী ত্রাণকর্মীকে৷
গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত পোলিশ সহায়তাকর্মী ড্যামিয়ান সোবোলকে বৃহস্পতিবার শ্রদ্ধা জানালেন তার শোকাহত প্রতিবেশীরা৷ দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে কাজ করতেন ড্য়ামিয়ান৷
পিএপি বার্তাসংস্থা জানিয়েছে, ড্যামিয়ান সোবোলকে শ্রদ্ধা জানাতে পোল্যান্ডের প্রজেমিসল ট্রেন স্টেশনের কাছে বৃহস্পতিবার শতাধিক ব্যক্তি জড়ো হন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে৷ ইউক্রেনীয়দের সাহায্য করার জন্য যে জায়গা থেকে তিনি ত্রাণের কাজ শুরু করেছিলেন সেখানে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় তাকে।
ড্যামিয়ানের মতো ত্রাণকর্মীরা গাজার ২৪ লাখ মানুষের কষ্ট খানিকটা লাঘব করার জন্য কাজ করছিলেন। ড্যামিয়ানের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না চেনাপরিচিতরা৷ ড্যামিয়ানের স্মরণসভায় ফুল দিতে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন তারা৷
ইউক্রেন এবং তুরস্কেও স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেছেন সোবোল৷ তার ছোটবেলার বন্ধু ক্রিজসটফ বুট্রা বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে এ কথা জানান। সোবলের সহকর্মী ও স্থানীয় সাহায্যকর্মী স্টেফান মস্কোভিজ বেসরকারি সম্প্রচারসংস্থা টিভিএনকে বলেন, ‘’ওর মৃত্যুর খবর মাথায় চরম আঘাতের মতো নেমে এসেছে।"
প্রেজেমিসল স্টেশনে ড্যামিয়ানের পাশাপাশি ইউক্রেনের শরণার্থীদের সহায়তা করতেন স্থানীয় সাহায্য কর্মী ওয়ালডেমার। তিনি বলেন, ‘’আসুন আমরা এটা মনে রাখি, যাতে অন্য মানুষজন খিদের কষ্টে মারা না যান, তাই ড্যামিয়ান সাহায্য করতে গিয়েছিলেন৷ আমরা এখানে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ শুরু করেছিলাম। ড্যামিয়ান স্বেচ্ছাসেবী হিসাবে অনেক দূর এগিয়েছিলেন৷ দুর্ভাগ্যবশত ইসরায়েল তাকে হত্যা করেছে।"
ইসরায়েলের দাবি, ভুলবশত ত্রাণ কর্মীদের হত্যা করা হয়েছে৷ ঘটনার পূর্ণ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা৷ এদিকে, পোলিশ কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের পাশাপাশি ইসরায়েলকে ক্ষমা চাইতে বলেছে৷ এছাড়াও ত্রাণকর্মীর পরিবারের জন্য ক্ষতিপূরণের আহ্বান জানিয়েছে।
ছবি: Leo Correa/AP Photo/picture alliance
6 ছবি1 | 6
ব্লিংকেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এটা স্পষ্ট করে দিয়েছেন যে, ''ইসরায়েল যদি রাফায় বড় ধরনের আক্রমণ করে, তাহলে সেই অপারেশনে ব্যবহার করার মতো জিনিস ও অস্ত্র আমরা দেব না।''
বাইডেন ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি রাফায় ইসরায়েলি হামলা নিয়ে উদ্বিগ্ন। যদি তারা এই হামলা করে যায়, তাহলে তাদের গোলা ও অন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা হবে।
ব্লিংকেন বলেছেন, ''যেভাবে অস্ত্র ব্যবহার করা হচ্ছে, তাতে আমরা সত্যিই চিন্তিত। বেসামরিক মানুষদের রক্ষা করার কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না।''
সিবিএস-কে আলাদা একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ''প্রাথমিকভাবে ইসরায়েল কিছু সাফল্য পেয়েছে। কিন্তু তাতে প্রচুর বেসামরিক মানুষ মারা গেছেন।''
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল একা লড়াই করার ক্ষমতা রাখে।
গাজায় ত্রাণের জন্য
গাজায় ত্রাণ পাঠাবার জন্য নতুন রাস্তা খুললো ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এই পথ খোলা হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে।
উত্তর ফিলিস্তিনে পশ্চিম ইরেজে এই পথ খোলা হয়েছে।
এর আগে ইসরায়েলের সেনা দক্ষিণ গাজায় রাফা ক্রসিং বন্ধ করে দেয়। সেনা জানিয়েছে, এই ক্রসিংয়ের কাছে হামাসের সঙ্গে তাদের লড়াই চলছে বলে ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছে।