উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় কৃষকদের সঙ্গে পশুপালকদের জল নিয়ে এমন সংঘর্ষ লেগেই থাকে।
বিজ্ঞাপন
মঙ্গলবার নাইজেরিয়ার প্রশাসন জানিয়েছে, উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি অঞ্চলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতেই অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অনেক।
বিক্ষোভে গুলি, জ্বলছে নাইজেরিয়া
পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে নাইজেরিয়ায়। শান্তিপূর্ণ বিক্ষোভে যথেচ্ছ গুলি চলেছে। মৃত বহু। শুরু হয়েছে লুটপাট।
ছবি: Reuters TV
শান্তিপূর্ণ বিক্ষোভ
নাইজেরিয়ায় ১৯৯৯ সালে সামরিক শাসনের অবসানের পর এত বড় বিক্ষোভ হয়নি। দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভ ছিল পুরোপুরি শান্তিপূর্ণ। বিক্ষোভ হচ্ছে পুলিশি বাড়াবাড়ির প্রতিবাদে। বিক্ষোভকারীদের দাবি, স্পেশাল অ্যান্টি রবারি স্কোয়াড ভেঙে দিতে হবে। সেই অহিংস প্রতিবাদে দেখা গিয়েছে নিরাপত্তা বাহিনীর সহিংসতা।
ছবি: Pius Utomi EkpeiAFP/Getty Images
মৃত বহু, আহতরা হাসপাতালে
বিক্ষোভে যথেচ্ছ গুলির পর অনেকে মারা গেছেন। প্রচুর মানুষ হাসপাতালে। কারো পায়ে গুলি লেগেছে। কারও আঘাত হাতে। কারো আঘাত গুরুতর।
ছবি: Ademola Olaniran/Lagos State Government/Reuters
কে গুলি চালাল
অভিযোগ, নাইজেরিয়ার সেনাই গুলি চালিয়েছে। অ্যামেরিকাও জানিয়েছে, মনে করা হচ্ছে, সেনাই গুলি চালিয়েছে। এটা খুবই নিন্দনীয় ঘটনা। এরপর সেনার তরফে জানানো হয়েছে, তারা গুলি চালায়নি। তা হলে গুলি চালাল কে? অধিকার কর্মীদের বক্তব্য, সরকারি নিরাপত্তা বাহিনীই যে গুলি করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
ছবি: Olukayode Jaiyeola/NurPhoto/picture-alliance
লাগোসে আগুন, লুটপাট
নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে বহু জায়গায় আগুন ধরানো হয়েছে। লাগোস জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কালো ধোঁয়া। অনেক জায়গায় লুটপাট শুরু হয়েছে। একটি বন্দিবহুল জেলেও আগুন লেগেছে
ছবি: Kola Sulaimon/AFP/Getty Images
জ্বালানো হয়েছে গাড়ি
বাড়ির সামনে রাখা গাড়িও পুড়িয়ে দেয়া হয়েছে। সেই গাড়ির কঙ্কাল পড়ে আছে।
ছবি: Sophie Bouillon/AFP/Getty Images
জ্বলছে টিভির অফিস
আগুন লাগানো হয়েছে টিভিসি টেলিভিশন সেন্টারেও। ছাদ জুড়ে ছড়িয়ে পড়েছে সেই আগুন।
ছবি: Reuters TV
লুটপাট, আগুনের পিছনে কে
এতদিন বিক্ষোভ পুরোপুরি শান্তিপূর্ণ ছিল। এখনো বিক্ষোভ থেকে অশান্তি ছড়ায়নি। তা হলে এই আগুন, লুটপাটের পিছনে কারা? অভিযোগের আঙুল উঠছে সরকারের দিকেই। বিক্ষোভকারীদের বদনাম করতেই এই ধরনের কাজ করানো হচ্ছে বলে অভিযোগ।
ছবি: Sophie Bouillon/AFP/Getty Images
হাতে হাত মিলিয়ে বিক্ষোভ
গুলি, আগুন, লুটপাটের মধ্যেও বিক্ষোভ থামেনি। হাতে হাত মিলিয়ে তাঁদের ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। এত অত্যাচারের পরেও তাঁদের মনোবল ভাঙেনি।
ছবি: Olukayode Jaiyeola/NurPhoto/picture-alliance
রাতেও চলছে বিক্ষোভ
লাগোসে লকডাউন ঘোষণা করা হয়েছে। তা অগ্রাহ্য করেই চলছে বিক্ষোভ। রাতেও।
ছবি: Benson Ibeabuchi/AFP/Getty Images
হাঁটাই একমাত্র পথ
বিমান ধরতে হবে। কিন্তু বিক্ষোভ ও সহিংসতার জেরে যানবাহন নেই রাস্তায়। তাই হাঁটাই একমাত্র পথ। এই পরিবার বিমান ধরার জন্য তাই হেঁটেই এয়ারপোর্ট যাচ্ছেন।
ছবি: Benson Ibeabuchi/AFP/Getty Images
আর গুলি নয়
বিক্ষোভকারীরা লাগিয়েছেন এই পোস্টার, করদাতাদের টাকায় করদাতাদের হত্যা বন্ধ হোক।
ছবি: Kola Sulaimon/AFP/Getty Images
চাপে সরকার
প্রতিবাদ করছে বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠনগুলি। প্রতিবাদ করেছে অ্যামেরিকা। শান্তিপূর্ণ বিক্ষোভের উপর এ ভাবে গুলি চালানো মানতে রাজি নয় কেউই। তাঁদের প্রতিবাদে সরকার চাপে। তবে প্রেসিডেন্ট বুহারি বলেছেন, পুরো তথ্য জেনেই মন্তব্য করা উচিত।
ছবি: UnEarthical/Reuters
12 ছবি1 | 12
এই অঞ্চলে এমন সংঘর্ষ চলতেই থাকে। কৃষকদের সঙ্গে পশুপালকদের এমন সংঘর্ষের কারণ মূলত জল এবং জমি। এই ধরনের সংঘর্ষের ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ওই অঞ্চলে দেশের প্রতিরক্ষাবাহিনী বিশেষ কিছু করে উঠতে পারেনি। লড়াই থামানো যায়নি।
নাইজেরিয়ার প্রশাসন জানিয়েছে, অন্তত ২৯ জন সংঘর্ষে নিহত হয়েছেন। অসংখ্য বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। সংবাদসংস্থা এপি জানিয়েছে, মৃতের সংখ্যা ৩০। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে এপি জানিয়েছে, বহু মানুষ নিখোঁজ। নিহতের সংখ্যাও আরো বাড়তে পারে। আক্রমণকারীরা মূলত তিনটি গ্রামে হামলা চালায়। এখনো পর্যন্ত আক্রমণকারীদের খুঁজে পাওয়া যায়নি। কেউ গ্রেপ্তার হয়নি। কোনো গোষ্ঠী এই আক্রমণের দায়ও স্বীকার করেনি।
এমার্জেন্সি রেসপন্স ইউনিটের কর্মীদের এলাকায় পাঠানো হয়েছে। ওই অঞ্চলে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ, আক্রমণ যখন হয়, তখন সেখানে নিরাপত্তাকর্মীদের দেখা যায় না।