গঙ্গার পাশে এবার বালিতে পোঁতা অবস্থায় প্রচুর দেহ পাওয়া গেলো উত্তর প্রদেশের উন্নাওতে।
বিজ্ঞাপন
বিহার এবং উত্তর প্রদেশে গঙ্গায় প্রচুর দেহ ভেসে এসেছে গত কয়েকদিন ধরে। সন্দেহ, করোনায় মৃতদের দেহ ভাসানো হয়েছে গঙ্গায়। এবার সেই গঙ্গার ধারেই উত্তর প্রদেশের উন্নাওতে দেখা গেল প্রচুর মৃতদেহ বালিতে পুঁতে দেয়া হয়েছে। একটি নয়, দুইটি জায়গায় এরকম পোঁতা অবস্থায় প্রচুর দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় মানুষজন তাদের মোবাইলে ছবি তুলে সামাজিক মাধ্যমে দেয়ার পর তা জানাজানি হয়। দেহগুলি গেরুয়া কাপড়ে মোড়া।
উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেছেন, ''কিছু মানুষ দেহ পোড়ান না। বালিতে পুঁতে দেন। আমি এই খবর পাওয়ার পরই অফিসারদের ঘটনাস্থলে পাঠিয়েছি। তাদের তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি।'' তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এগুলি কি করোনায় মৃতদের দেহ? রবীন্দ্র কুমার বলেছেন, এরকম কোনো তথ্য তার কাছে নেই।
করোনায় বেহাল ভারত, আতঙ্ক ও মৃত্যুর ছবি
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেহাল ভারত। প্রতিদিন সাড়ে তিন লাখের বেশি আক্রান্ত। মানুষ আতঙ্কিত। ভেঙে পড়ছে স্বাস্থ্য পরিকাঠামো।
ছবি: Adnan Abidi/REUTERS
হাসপাতালে ঠাঁই নেই
দিল্লির সব হাসপাতাল ভর্তি। কেথাও বেড নেই। লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে যেখানে আগে কেউ মারা গেলে দেহ এনে রাখা হতো, সেখানে এইভাবে করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে।
ছবি: Danish Siddiqui/REUTERS
শ্মশানে ঠাঁই নেই
এত বেশি মানুষ মারা যাচ্ছেন যে, শ্মশানও চাপ নিতে পারছে না। দেহ সৎকার করতে প্রচুর সময় লেগে যাচ্ছে। তাই শ্মশানের বাইরে তৈরি করা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। দাহ করার জন্য।
ছবি: Adnan Abidi/REUTERS
চিতা বহ্নিমান
সমানে জ্বলছে চিতা। দিল্লির ছবি।
ছবি: ADNAN ABIDI/REUTERS
দীর্ঘ লাইন
শ্মশানের সামনে ভয়াবহ লাইনের ছবি।
ছবি: Amarjeet Kumar Singh/Zuma/picture alliance
কবরস্থানেও একই অবস্থা
একই ছবি কবরস্থানেও। সেখানেও সমানে করোনায় মৃত মানুষকে কবরস্থ করা হচ্ছে।
ছবি: Danish Siddiqui/REUTERS
লকডাউন তবু
দিল্লিতে নয়দিন ধরে লকডাউন চলছে। চলবে আরো অন্তত পাঁচদিন। কর্ণাটকে ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। তাতেও করোনাকে কাবু করা যাচ্ছে না।
ছবি: Manish Swarup/AP Photo/picture alliance
হাসপাতালের সামনে
উত্তর প্রদেশের নয়ডায় হাসপাতালের সামনের ছবি। দিল্লির হাসপাতালের সামনের ছবিটাও একই।
ছবি: Sunil Ghosh/Hindustan Times/imago images
অক্সিজেনের খোঁজে
ভারতের প্রায় সব শহরেই ছবিটা একই। সব চেয়ে খারাপ অবস্থা দিল্লিতে। অক্সিজেন নেই। ইতিমধ্যে একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। একই অবস্থা হরিয়ানাতেও। হাসপাতাল সমানে এসওএস পাঠাচ্ছে অক্সিজেনের জন্য।
ছবি: Adnan Abidi/REUTERS
কান্নায় ভেঙে পড়া মানুষ
স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন মানুষ।
ছবি: Amit Dave/REUTERS
9 ছবি1 | 9
হিন্দুরা গঙ্গাকে পবিত্র নদী মনে করে। সেখানে মৃতদেহ ফেলে দেয়ার রীতি হিন্দুধর্মে নেই। স্থানীয়রা মনে করছেন, কাঠের অভাবে মৃতদেহ পোড়ানো সম্ভব হয়নি। তাই এইভাবে বালিতে পুঁতে দেয়া হয়েছে। তাদের মতে, এগুলি সম্ভবত করোনায় মৃতদের দেহ।
যে দুইটি জয়গায় এই মৃতদেহগুলি পুঁতে দেয়া হয়েছে, তার মধ্যে একটি জায়গা হলো, তিনটি জেলার প্রধান শ্মশান সংলগ্ন এলাকা।