1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
খেলাধুলাব্রাজিল

উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

২২ নভেম্বর ২০২৩

বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় আবার হারলো ব্রাজিল। এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে। খেলায় ছিল প্রবল উত্তেজনা।

ব্রাজিলে সম্ভবত শেষবারের মতো খেললেন মেসি। তার প্রচুর ভক্ত দর্শকাসনে ছিলেন।
ব্রাজিলকে হারানোর পর মেসির উচ্ছ্বাস। ছবি: Wagner Meier/Getty Images

মারাকানা স্টেডিয়ামে প্রথম থেকেই ছিল প্রবল উত্তেজনা। সম্ভবত ব্রাজিলে গিয়ে তার শেষ ম্যাচ খেললেন মেসি। তাই তাকে দেখার জন্য আর্জেন্টিনার প্রচুর সমর্থক গেছিলেন। ছিলেন ব্রাজিলের সমর্থকরাও। খেলা শুরুর আগে দুই দলের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। মেসি দল নিয়ে মাঠ ছেড়ে চলে যান। পরে পরিস্থিতি শান্ত হলে খেলা শুরু হয়।

গোটা ম্যাচেই ছিল উত্তেজনাময়। কড়া ট্য়াকল যেমন হয়েছে, তেমনই ফুটবলাররাও মাঝেমধ্যে উত্তেজিত হয়েছেন। শেষ দিকে ব্রাজিলের ফরোয়ার্ড জোয়েলিন্টনকে লাল কার্ড দেখানো নিয়ে রীতিমতো বিতর্ক হয়।

৭২ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসাবে নামেন জোয়েলিন্টন। ৮১ মিনিটে তিনি লাল কার্ড দেখেন। তিনি যখন বল নিয়ে এগোচ্ছিলেন, তখন তার হাত ধরে টানেন রদ্রিগো। জোয়েলিন্টন ঘুরে দাঁড়িয়ে তাকে ধাক্কা মারেন। রেফারি পিয়েরো মাজা লাল কার্ড দেখান। ব্রাজিলের ফুটবলারদের দাবি ছিল, হলুদ কার্ড দেখানো উচিত ছিল। কিন্তু রেফারি তার সিদ্ধান্তে অবিচল থাকেন। তর্কবিতর্কের পর জোয়েলিন্টন মাঠ ছাড়েন।

এক গোলেই ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা। ছবি: Ricardo Moraes/REUTERS

প্রথমার্ধে অনেকগুলি সুযোগ পায় ব্রাজিল। মার্তিনেল্লির হাফ ভলি গোলে ঢোকার মুখে বাঁচান আর্জেন্টিনার ডিফেন্ডার আকুনা।

প্রথমার্ধেই ২২টি ফাউল হয়।  এই সময় ব্রাজিল ছিল রীতিমতো আক্রমণাত্মক। কিন্তু তাদের আক্রমণ বিপক্ষের বক্সের কাছে গিয়ে শেষ হয়ে যাচ্ছিল।

৬৩ মিনিটে গোল করে আর্জেন্টিনা। ব্রাজিলের বক্সে জটলার মধ্যে থেকে ওটামন্ডির নেয়া দারুণ হেড জালে জড়িয়ে যায়।

প্রচুর আক্রমণ করেও গোল করতে পারেনি ব্রাজিল। ছবি: Buda Mendes/Getty Images

এরপরেও ব্রাজিল অনেকবার আক্রমণে উঠেছিল। কিন্তু গোল করতে পারেনি। তবে এদিন মেসি অনেকটাই নিস্প্রভ ছিলেন। ৭৮ মিনিট পর্যন্ত তিনি মাঠে ছিলেন। ব্রাজিলের নেইমার চোটের জন্য খেলেননি।

জেতার পর ১০ মিনিট ধরে মাঠে উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টিনার ফুটবলাররা। দেখে মনে হচ্ছিল, তারা যেন বিশ্বকাপই জিতে ফেলেছেন।

বিশ্বকাপ ফুটবলের  বাছাইপর্বের খেলায় ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এক নম্বরে। আর পরপর তিনটি হেরে ব্রাজিল ছয় নম্বরে আছে। দুই নম্বরে আছে উরুগুয়ে।

জিএইচ/এসজি(এপি, এেফপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ