বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় আবার হারলো ব্রাজিল। এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে। খেলায় ছিল প্রবল উত্তেজনা।
বিজ্ঞাপন
মারাকানা স্টেডিয়ামে প্রথম থেকেই ছিল প্রবল উত্তেজনা। সম্ভবত ব্রাজিলে গিয়ে তার শেষ ম্যাচ খেললেন মেসি। তাই তাকে দেখার জন্য আর্জেন্টিনার প্রচুর সমর্থক গেছিলেন। ছিলেন ব্রাজিলের সমর্থকরাও। খেলা শুরুর আগে দুই দলের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। মেসি দল নিয়ে মাঠ ছেড়ে চলে যান। পরে পরিস্থিতি শান্ত হলে খেলা শুরু হয়।
গোটা ম্যাচেই ছিল উত্তেজনাময়। কড়া ট্য়াকল যেমন হয়েছে, তেমনই ফুটবলাররাও মাঝেমধ্যে উত্তেজিত হয়েছেন। শেষ দিকে ব্রাজিলের ফরোয়ার্ড জোয়েলিন্টনকে লাল কার্ড দেখানো নিয়ে রীতিমতো বিতর্ক হয়।
৭২ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসাবে নামেন জোয়েলিন্টন। ৮১ মিনিটে তিনি লাল কার্ড দেখেন। তিনি যখন বল নিয়ে এগোচ্ছিলেন, তখন তার হাত ধরে টানেন রদ্রিগো। জোয়েলিন্টন ঘুরে দাঁড়িয়ে তাকে ধাক্কা মারেন। রেফারি পিয়েরো মাজা লাল কার্ড দেখান। ব্রাজিলের ফুটবলারদের দাবি ছিল, হলুদ কার্ড দেখানো উচিত ছিল। কিন্তু রেফারি তার সিদ্ধান্তে অবিচল থাকেন। তর্কবিতর্কের পর জোয়েলিন্টন মাঠ ছাড়েন।
প্রথমার্ধেই ২২টি ফাউল হয়। এই সময় ব্রাজিল ছিল রীতিমতো আক্রমণাত্মক। কিন্তু তাদের আক্রমণ বিপক্ষের বক্সের কাছে গিয়ে শেষ হয়ে যাচ্ছিল।
৬৩ মিনিটে গোল করে আর্জেন্টিনা। ব্রাজিলের বক্সে জটলার মধ্যে থেকে ওটামন্ডির নেয়া দারুণ হেড জালে জড়িয়ে যায়।
এরপরেও ব্রাজিল অনেকবার আক্রমণে উঠেছিল। কিন্তু গোল করতে পারেনি। তবে এদিন মেসি অনেকটাই নিস্প্রভ ছিলেন। ৭৮ মিনিট পর্যন্ত তিনি মাঠে ছিলেন। ব্রাজিলের নেইমার চোটের জন্য খেলেননি।
জেতার পর ১০ মিনিট ধরে মাঠে উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টিনার ফুটবলাররা। দেখে মনে হচ্ছিল, তারা যেন বিশ্বকাপই জিতে ফেলেছেন।
মেসিও আর্জেন্টিনাকে জেতাতে পারলেন না। বিশ্বকাপের পর প্রথম হারলো তারা। ব্রাজিলও হেরেছে কলম্বিয়ার কাছে।
ছবি: JUAN MABROMATA/AFP
ঘরের মাঠে হার
বুয়েনস আইরেসে খেলা ছিল। ঘরের মাঠে মোসিরা জিততে পারলেন না। বৃহস্পতিবার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ে তাদের হারিয়ে দিল ২-০ গোলে। নতুন কোচ মার্সেলো বিয়েলসার প্রশিক্ষণে জ্বলে উঠলো উরুগুয়ে। ছবিতে আর্জেন্টিনার ফরোয়ার্ড মার্তিনেজকে আটকে দিচ্ছেন উরুগুয়ের মিফিলডার রডরিগো।
ছবি: JUAN MABROMATA/AFP
মেসি পারলেন না
এই ম্যচে মেসি খেলেছেন। কিন্তু উরুগুয়ের ডিফেন্স ভেঙে গোল করতে পারেননি। একটা অসাধারণ ফ্রি কিক নিয়েছিলেন। কিন্তু উরুগুয়ের গোলরক্ষকও অসাধারণ দক্ষতায় তা বাঁচিয়ে দেন। ম্যাচের পর মেসি বলেন, ''আমরা কখনোই ম্যাচে স্বচ্ছন্দ্য ছিলাম না। উরুগুয়ের টিমওয়ার্ক ভালো ছিল।''
ছবি: IMAGO/Luciano Bisbal PhotoCero5
কোচ যা বললেন
আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছেন, ''আমরা বিশ্ব চ্যাম্পিয়ন বলে আমাদের যে হারানো যাবে ন, তা তো হতে পারে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের হারানো যায়।'' স্কালোনি বলেছেন, ''উরুগুয়ে ভালো খেলেছে।''
ছবি: Thananuwat Srirasant/Getty Images
উরুগুয়ের দুই গোল
ম্যাচে ৬৩ শতাংশ বলদখল ছিল আর্জেন্টিনার কাছে। তারা গোল লক্ষ্য করে ১২টি শট মারে। উরুগুয়ে গোল লক্ষ্য করে ছয়টি শট মেরেছিল। তার মধ্যে দুইটি জালে জড়িয়ে যায়। ৪১ মিনিটে প্রথম গোল করেন রোনাল্ড আরাহু। ৮৭ মিনিটে দ্বিতীয় গোল করেন নুনেজ।
ছবি: JUAN MABROMATA/AFP
তাও শীর্ষে আর্জেন্টিনা
দক্ষিণ অ্যামেরিকা থেকে বাছাইপর্বের গ্রুপে আর্জেন্টিনা এখনো ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে উরুগুয়ে। কলম্বিয়া নয় পয়েন্ট নিয়ে তৃতীয়, ভেনেজুয়েলা আট পয়েন্ট নিয়ে চতুর্থ ও ব্রাজিল সাত পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।
ছবি: Thananuwat Srirasant/Getty Images
ব্রাজিল হারলো
কলম্বিয়ার কাছে হেরে গেল ব্রাজিল। চোটের জন্য খেলেননি নেইমার। তবে খেলার চার মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। গোল করেন মার্তিনেল্লি। কিন্তু খেলার ৭৫ ও ৭৯ মিনিটে লুইস দিয়াজ দুইটি গোল করে কলম্বিয়াকে জেতান। ছবিতে লুইস দিয়াজ।
ছবি: JUAN BARRETO/AFP
চোটের জন্য ছিলেন না নেইমার
চোটের কারণে নেইমার এই ম্যাচ খেলতে পারেননি। তা সত্ত্বেও ব্রাজিল খারাপ খেলেনি। কিন্তু দিয়াজের পরপর দুইটি গোল কলম্বিয়াকে জিতিয়ে দেয়। ছবিতে বল দখলের লড়াইয়ে দিয়াজ।
ছবি: JUAN BARRETO/AFP
রক্ষণ ডুবিয়েছে ব্রাজিলকে
রক্ষণই ডুবিয়েছে ব্রাজিলকে। রক্ষণের ভুলেই দুই গোল হজম করতে হয়েছে তাদের। গোল খেয়েও আক্রমণাত্মক মেজাজে খেলছিল কলম্বিয়া। তারা ব্রাজিলের গোল লক্ষ্য করে ২৩টি শট নিয়েছে।
ছবি: JUAN BARRETO/AFP
8 ছবি1 | 8
বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের খেলায় ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এক নম্বরে। আর পরপর তিনটি হেরে ব্রাজিল ছয় নম্বরে আছে। দুই নম্বরে আছে উরুগুয়ে।