1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদার গণতন্ত্রের দিন শেষ: ওর্বান

১১ মে ২০১৮

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউরোপের মধ্যে অ্যামেরিকা হওয়ার ‘দুঃস্বপ্ন' দেখা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা ভিক্টর ওর্বান৷

Ungarn Viktor Orbans Amtsantritt
ছবি: Getty Images/AFP/A. Kisbenedek

চতুর্থবারের মতো বিপুল ভোটে জয়ী হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা ওর্বান ‘উদারপন্থি গণতন্ত্র'-এর দিন শেষ বলে মন্তব্য করেন৷ বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘আমরা ভঙ্গুর উদারপন্থি গণতন্ত্রের বদলে ২১ শতকের উপযোগী খ্রিষ্টীয় গণতন্ত্র এনেছি, যা আরও মানুষের বেশি মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছে৷''

রাজধানী বুদাপোস্টে শপথ গ্রহণের সময় জাতীয়তাবাদী হিসেবে পরিচিত নেতা ওর্বান বলেন, ‘‘খিষ্ট্রীয় গণতন্ত্র ঐতিহ্যবাহী পারিবারতন্ত্রের কথা বলে, যেখানে একজন নারী ও একজন পুরুষ থাকবে৷ এতে সেমিটিক মূল্যবোধের বাইরের সবকিছু থাকবে দূর সৈকতে এবং এটি প্রবৃদ্ধির জন্য সুযোগ দেবে৷''  

ডানপন্থি নেতা অর্বান ২০১০ সাল থেকে হাঙ্গেরিতে টানা ক্ষমতায় আছেন৷ এর আগেও তিনি ১৯৯৮ সালে ২০০২ সাল পর্যন্ত দেশটির সরকার প্রধান ছিলেন৷

যখন থেকে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের পূর্বাঞ্চলে তার বিস্তার ঘটানো শুরু করেছে, তখন থেকে ইইউ-র কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন ওর্বান৷ ইইউ-র মানদণ্ড অনুযায়ী, ওর্বান একদলীয় শাসনব্যবস্থার পথপ্রদর্শক৷ আর বৈশ্বিক বিবেচনায় তাঁকে পুটিন, ট্রাম্প আর এর্দোয়ানের মতো ‘স্বৈরশাসক' বলেন কেউ কেউ৷

গতমাসে ওর্বানের নেতৃত্বাধীন ডানপন্থি জোট হাঙ্গেরিরসংসদের ১৯৯টির মধ্যে ১৩৩টি আসন পায়৷ দুই-তৃতীয়াংশ আসন পেয়ে নিরঙ্কুশভাবে জয়ী হওয়ায় তার ফিদেস পার্টি এখন দেশটির সংবিধান বিনা চ্যালেঞ্জেই পরিবর্তনের ক্ষমতা রাখে৷

যদিও বক্তৃতায় দেশের সবার জন্যই কাজ করার কথা জানিয়ে ওর্বান বলেন, ‘‘আমাদের ইইউকে প্রয়োজন এবং ইইউ-এর আমাদের৷''

পাশাপাশি তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিজ অঞ্চলের মধ্যে অ্যামেরিকা হওয়ার ‘দুঃস্বপ্ন' দেখা বন্ধ করা উচিত৷

অভিবাসনের মতো ইস্যুগুলো হাঙ্গেরি আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মতপাথর্ক্য তৈরি করেছে৷ বিশেষ করে সদস্যভুক্ত দেশগুলোর জন্য একটি নির্দিষ্ট কোটায় অভিবাসন প্রত্যাশীদের নেওয়ার ব্যাপারে বাধ্যতামূলক করেছে ইইউ৷ ওর্বান সেটা মানতে নারাজ৷  

তবে ওর্বানকে ভোটের আগে এবং ভোটের দিন নিজ অবস্থানের কারণে বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে৷ বিক্ষোভকারীরা ওর্বান এবং তাঁর দল ফিদেসকে রাষ্ট্রীয় গণমাধ্যম কবজা করে নির্বাচনের তহবিল সংগ্রহ এবং নির্বাচনি প্রচারণায় ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে৷

এইচআই/ডিজি

পাঠক, এই প্রতিবেদন আপনাদের কেমন লাগল? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ