1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে বিনিয়োগে ঝুঁকি

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২৯ মার্চ ২০১৩

উদীয়মান অর্থনৈতিক শক্তি হওয়া সত্ত্বেও ভারতে বিনিয়োগের যেসব ঝুঁকি রয়েছে তার শীর্ষে আছে ধর্মঘট, দুর্নীতি, রাজনৈতিক অস্থিতি ও সাইবার নিরাপত্তা৷ নামকরা বাণিজ্যিক ঝুঁকি ম্যানেজমেন্ট সংস্থা পিঙ্কারটনের এক সমীক্ষায় একথা বলা হয়৷

ছবি: Manan Vatsyayana/AFP/Getty Images

এছাড়া অন্য ঝুঁকির মধ্যে রয়েছে প্রাকৃতিক বিপর্যয়, সন্ত্রাস ও নারী নিগ্রহ৷

বর্তমান বিশ্বের আর্থিক পরিস্থিতিতে ভারত বিনিয়োগের সবথেকে সম্ভাবনাময় গন্তব্য হওয়া সত্ত্বেও এমন কিছু ঝুঁকি রয়ে গেছে যা বিনিয়োগের অন্তরায়৷ সাধারণত, বিনিয়োগ গন্তব্যের প্রধান মাপকাঠি হিসেবে প্রথমেই দেখা হয়, মুনাফা, অবকাঠামো ও ব্যবসায়িক স্বাধীনতা ইত্যাদি৷ বাণিজ্যিক ঝুঁকি সংক্রান্ত শীর্ষ ম্যানেজমেন্ট সংস্থা পিঙ্কারটন পরিচালিত ‘ইন্ডিয়া রিস্ক সার্ভে-২০১৩' রিপোর্টে বলা হয়েছে এই সব ঝুঁকি ব্যবসা ও বিনিয়োগে প্রতিকূল প্রভাব ফেলে৷

এই সব ঝুঁকির সম্ভাব্য পরিণামে নষ্ট হয় সময়, পরিকাঠামো, উদ্ভাবনী মানব সম্পদের অপচয় হয় এবং ম্যানুফ্যাকচারিং, হসপিটালিটি বা আতিথেয়তা, ব্যবসা ও আর্থিক পরিষেবা এবং প্রযুক্তির মতো লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ সম্ভাবনা হয় সংকুচিত৷

ভারতীয় বাণিজ্যিক ক্ষেত্রের প্রায় পাঁচশ'রও বেশি উত্তরদাতার বক্তব্যে পয়লা নম্বর ঝুঁকি হিসেবে চিহ্ণিত হয়েছে হরতাল ও সামাজিক অশান্তি৷ তার পাশেই আছে রাজনৈতিক অস্থিতি ও প্রশাসনিক ঢিলেমি, দুর্নীতি, উৎকোচ, সাইবার ও তথ্য নিরাপত্তার অভাব এবং কর্পোরেট জালিয়াতি৷

সমীক্ষায় দেখা গেছে, ২০১৩ সালে ভারতে দুর্নীতি চতুর্থ বৃহত্তম ঝুঁকি৷ ট্র্যান্সপেরেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দুর্নীতি সূচকে ভারতের স্থান অনেক নীচের দিকে৷ যার প্রধান কারণ সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি৷ ভারতের আর্থিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মতে ২০১২ সাল ছিল ভারতে জালিয়াতির সবথেকে কলঙ্কিত বছর৷ ভারতের রিজার্ভ ব্যাংকের মতে, সবথেকে বেশি জালিয়াতি হয়েছে ব্যাংকগুলিতে৷ ২০১১-১২ সালে সাড়ে পাঁচ হাজার জালিয়াতির ঘটনায় ব্যাংকগুলির লোকসানের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি৷

ভারতে ঝুঁকির তালিকায় একাদশ স্থানে আচে প্রাকৃতিক বিপর্যয়৷ যেমন ভূমিকম্প, বন্যা, আয়লার মতো ঘূর্ণিঝড়৷ গতবছর বিধ্বংসী বন্যা হয়েছিল ২২ বার, মাঝারি ও মৃদু ভূমিকম্প হয় ৩৬ বার৷

পিঙ্কারটনের সঙ্গে এই সমীক্ষায় যুক্ত ছিল ভারতীয় শিল্প ও বণিক সঙ্ঘ (ফিকি )৷ ফিকির মতে, ঝুঁকি নিরসনে দরকার আরো সুচিন্তিত পরিকল্পনা যাতে সুপরিকল্পিত কৌশলগত নীতি রূপায়িত করা যায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ