1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবকাঠামোর কারণে দুর্গতদের কাছে সাহায্য পৌঁছানো কঠিন

৩০ এপ্রিল ২০১৫

বিদেশ থেকে ত্রাণের ঢল নামলেও দুর্বল ও ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে সেই সাহায্য দুর্গতদের কাছে পৌঁছানো কঠিন হয়ে উঠছে৷ নেপালের প্রধানমন্ত্রীর আশঙ্কা, ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যাবে৷

Nepal Kathmandu Erdbeben Bergung Verschüttete
ছবি: Reuters/A. Abidi

নেপালে ভূমিকম্পের এতগুলি দিন পরেও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সম্পূর্ণ চিত্র পাওয়া যায়নি৷ দেশের অবকাঠামো বেশ দুর্বল – ভূমিকম্পের পর পথঘাটের অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে৷ ফলে পায়ে হেঁটে অনেক গ্রামে পৌঁছতে ৫ দিন পর্যন্ত সময় লাগছে৷ কাঠমান্ডু বিমানবন্দরে জমতে থাকা ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো বিশাল চ্যালেঞ্জ হয়ে পড়ছে৷ দুর্গম এলাকায় ত্রাণ বিতরণের জন্য নেপালের সরকার বিদেশ থেকে আরও হেলিকপ্টার পাঠানোর অনুরোধ করছে৷ তার উপর বৃষ্টি সহ খারাপ আবহাওয়া উদ্ধার ও ত্রাণ তৎপরতায় বিঘ্ন ঘটাচ্ছে৷

বৃহস্পতিবার রাজধানী কাঠমান্ডুতে উদ্ধারকারী দল ধ্বংসস্তুপের মধ্য থেকে ১৫ বছরের এক কিশোরকে উদ্ধার করেছে৷ প্রায় ৫ দিন ধরে সে হিল্টন হোটেলের ধ্বংসস্তুপের নীচে আটকে ছিল৷

ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫,০০০ পেরিয়ে গেছে৷ প্রধানমন্ত্রী সুশীল কৈরালা আশঙ্কা করছেন, এই সংখ্যা ১০,০০০ ছুঁতে পারে৷ এদিকে উদ্ধার ও ত্রাণ তৎপরতার ক্ষেত্রে সরকারের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়ছে৷ বুধবার সংসদের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখা গেছে৷ ত্রাণ বণ্টন তরান্বিত করার দাবিতে বিভিন্ন অঞ্চলে গ্রামবাসীরা সড়ক অবরোধ করছে৷ উদ্ধার তৎপরতার সময়ও কিছু অপ্রিয় ঘটনার খবর পাওয়া যাচ্ছে৷ যেমন লাংটাং উপত্যকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা এক হেলিকপ্টার চালককে পণবন্দি করে রেখেছে৷

জাতিসংঘের সূত্র অনুযায়ী, প্রায় ৬ লক্ষ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে৷ ফলে শনিবারের ভূমিকম্পের পর থেকে অসংখ্য মানুষ খোলা আকাশের নীচে বসবাস করতে বাধ্য হচ্ছে৷ ফলে কমপক্ষে আগামী ৩ মাস ধরে তাদের তাঁবু, পানীয় জল, খাবার ও ওষুধের চাহিদা থাকবে৷ এমনিতেই ভূমিকম্পের পর রোগের প্রকোপ অনেক বেড়ে গেছে৷ বিশেষ করে বিশুদ্ধ পানি ও শৌচাগারের অভাবের কারণে আন্ত্রিক রোগ ছড়িয়ে পড়ছে৷

নেপালের জন্য সাড়ে ৪১ কোটি ডলারের সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যথাসম্ভব সহায়তার আশ্বাস দিয়েছেন৷ নেপালের দুই প্রতিবেশী দেশ – ভারত ও চীনও সহায়তার মাত্রা বাড়িয়ে চলেছে৷

এদিকে আগামী সপ্তাহেই মাউন্ট এভারেস্ট অভিযান শুরু হতে চলেছে৷ পর্যটন মন্ত্রণালয়ের মাউন্টেনিয়ারিং বিভাগের প্রধান তুলসী প্রসাদ গৌতম রয়টার্সকে এ কথা জানিয়েছেন৷ তার মধ্যেই এই রুটে বাধা-বিপত্তি দূর হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ