1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্বাস্তু সংকট নিরসনে ইইউ-তুরস্ক

১৬ অক্টোবর ২০১৫

উদ্বাস্তু সংকট নিরসনে তুরস্কের সঙ্গে কাজ করবে ইইউ৷ ব্রাসেলসে অনুষ্ঠিত এক সভায় সংকট মোকাবেলায় তুরস্ককে সহায়তা করার সিদ্ধান্তও নিয়েছে ইইউ৷ সামাজিক যোগাযোগের মাধ্যমেও তাই এখন ব্রাসেলসে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ বৈঠকের খবর৷

EU Brüssel Energie Vertrag zwischen Polen und Litauen
ছবি: Reuters/F. Lenoir

সব খবরের শিরোনামেই এসেছে শরণার্থী সংকট নিরসনে ইইউ-তুরস্কের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে সম্মত হওয়ার কথা৷

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক জানিয়েছেন, ব্রাসেলসে গৃহীত সিদ্ধান্ত ইউরোপে অভিবাসী সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে তিনি ‘সতর্কভাবে আশাবাদী'৷

এ মুহূর্তে অন্তত ২০ লক্ষ শরণার্থী রয়েছে তুরস্কে৷ তাদের অনেকেই ইউরোপের আসার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন৷ অভিবাসনপ্রত্যাশীদের ঢল নামায় ইউরোপে ইতিমধ্যে সংকটের আভাস দেখা দিয়েছে৷ এ অবস্থায় তুর্কিদের জন্য ইউরোপে আসার ভিসা পাওয়া আরো সহজ করার পাশাপাশি সে দেশে অবস্থানরত শরণার্থীদের জন্য তিন বিলিয়ন ইউরো পর্যন্ত বরাদ্দ করতে পারে ইইউ, কূটনীতিকরা জানিয়েছেন৷ তবে ডোনাল্ড টুস্ক এ-ও বলেছেন, ‘‘শরণার্থীর স্রোত কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা গেলই কেবল তুরস্কের সঙ্গে চুক্তিকে অর্থবহ বলা যাবে৷''

এদিকে শরণার্থী সংকট মোকাবিলায় ইইউ-র এই পদক্ষেপের দিনেই বুলগেরিয়ার সীমান্তে সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন তুরস্ক থেকে আসা এক অভিবাসন প্রত্যাশী৷ বিবিসির খবর অনুযায়ী, সেনাবাহিনীর গুলিতে অভিবাসনপ্রত্যাশীর নিহত হওয়ার এই সংবাদ শোনার পরই ব্রাসেলসের বৈঠকস্থল ত্যাগ করেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোয়কো বরিসভ৷

ইইউ-র বৈঠকে তুরস্ক থেকে ভিসা প্রাপ্তি সহজতর করার সিদ্ধান্তের দিনেই এক অভিবাসনপ্রত্যাশীর এভাবে নিহত হওয়ার ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে৷ কেউ কেউ মনে করছেন, এই ঘটনাই প্রমাণ করে ইইউ নিজেদের এলাকাকে অভিবাসনপ্রত্যাশীদের যে খুব নিরাপদ বলে দাবি করে সেই দাবি হাস্যকর

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ