1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্বাস্তু সামলাতে হিমসিম

২৭ অক্টোবর ২০১৫

অভিবাসনপ্রত্যাশীদের স্রোত এখন স্লোভেনিয়া সীমান্তে৷ সীমান্তে নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিচ্ছে দেশটি৷ জার্মানিও পুলিশ পাঠাচ্ছে৷ অভিবাসনের আবেদন প্রত্যাখাতদের ফেরত পাঠানোও শুরু করেছে জার্মানি৷ আফগানদের কী হবে?

Flüchtlinge Grenzgebiet Türkei Syrien
ছবি: Getty Images/AFP/B. Kilic

হাঙ্গেরির সীমান্ত বন্ধ হওয়ার পর থেকে স্লোভেনিয়ায় অভিবাসনপ্রত্যাশীদের ভীষণ চাপ৷ স্লোভেনিয়ার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৬ই অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৮৩ হাজার ৬০৮ জন অভিবাসনপ্রত্যাশী সে দেশে প্রবেশ করেছে৷ এখনো হাজারো মানুষের ঢল নামছে প্রতিদিন৷

পরিস্থিতি সামাল দেয়ার জন্য নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিচ্ছে স্লোভেনিয়া সরকার৷

জার্মানির ‘মিটেলডয়চে সাইটুং'-এ প্রকাশিত খবর অনুযায়ী জার্মানিও পুলিশ সদস্য পাঠাবে স্লোভেনিয়া সীমান্তে৷

চেক প্রজাতন্ত্রসহ অন্যান্য প্রতিবেশী দেশও সামর্থ্য অনুযায়ী স্লোভেনিয়ার পাশে দাঁড়াচ্ছে৷

রোববার ব্রাসেলসে বলকান দেশগুলোর সঙ্গে অনুষ্ঠিত ইইউ নেতাদের বৈঠকে চলমান শরণার্থী সংকট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত হয়৷ শরণার্থী গ্রহণ কেন্দ্র বাড়ানো, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত রক্ষা এজেন্সি ফ্রন্টেক্স-কে আরো সক্রিয় করা, অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং সদস্য দেশগুলোর মধ্যে তার আদান-প্রদান বাড়ানোর উদ্যোগের সিদ্ধান্তও ছিল তার মধ্যে৷ স্লোভেনিয়ায় আরো ৪০০ পুলিশ মোতায়েন করার সিদ্ধান্তও নেয়া হয়েছিল সেই বৈঠকে৷

এদিকে জার্মানি যাঁদের অভিবাসনের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে তাঁদের দ্রুত ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে৷ তবে আফগানদেরও ফেরত পাঠানোর উদ্যোগকে অনেক বিশ্লেষক ভালো চোখে দেখছেন না৷ কোনো কোনো বিশ্লেষকের মতে, আফগানিস্তানে এখনো যেহেতু নিয়মিত বিরতিতেই সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনা ঘটছে, সেহেতু সে দেশের অভিবাসনপ্রত্যাশীদের বিষয়টি ভিন্ন দৃষ্টিতে বিবেচনা করা উচিত৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

আফগানিস্তান থেকে জার্মানি আসা অভিবাসনপ্রত্যাশীদের বিষয়টি কি সত্যিউ ভিন্ন দৃষ্টিতে বিবেচনা করা উচিত? মতামত জানান নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ