1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৪ মাসে ৩৭ জনকে হত্যার হুমকি!

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ এপ্রিল ২০১৬

বাংলাদেশে শুধু মুক্তমনা নয়, ভিন্ন ধর্মের অনুসারীদের ওপরও হামলা হচ্ছে৷ খ্রিষ্টান ধর্মাবলম্বীরাও এর বাইরে নয়৷ তাদের একজনকে হত্যা করা হয়েছে, হত্যার হুমকি দেয়া হয়েছে অন্তত ৩৭ জনকে৷ তাই তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন৷

প্রতীকী ছবি
ছবি: fotolia/guukaa

[No title]

This browser does not support the audio element.

গত বছরের ৫ অক্টোবর ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অফ গড'-এর ফাদার লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়৷ একই বছরের ১৮ নভেম্বর দিনাজপুরে পিয়েরো পারোলারি নামে এক ইটালীয় পাদ্রীকে হত্যার চেষ্টা হয় গুলি করে৷

এরপর গত ডিসেম্বর মাসে খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিওসহ বেশ কয়েকজন খ্রিষ্টান নেতাকে মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়৷ আর চলতি বছরের ২২ মার্চ কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলীকে হত্যা করা হয়৷ তিনি ধর্মান্তরিত হয়ে খ্রিষ্টান হয়েছিলেন৷

বাংলাদেশে মোট জনসংখ্যার শতকরা এক ভাগ বা ১৬ লাখ খ্রিষ্টান ধর্মাবলম্বী৷ এর মধ্যে ক্যাথলিক চার্চের অনুসারী তিন লাখের মতো৷ ঢাকায় অক্সুলারি বিশপ এমিরেটাস থিওওটানিয়াস গোমেজ জানান, ‘‘আমরা সতর্ক, উদ্বিগ্ন, তবে আতঙ্কিত নই৷ আমরা আমাদের ধর্মীয়, সামাজিক এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি৷''

তাঁর কথায়, ‘‘পরিস্থিতি জটিল, কারণ স্থানীয় ইসালামি উগ্রবাদীরা আইএস-এর মতবাদে উদ্বুদ্ধ৷''

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও ডয়চে ভেলেকে জানান, ‘‘আমাকে গত ২২ ডিসেম্বর হত্যার হুমকি দেয়া হয়৷ আমি থানায় সাধারণ ডায়েরি করেছি৷ এ পর্যন্ত আমাদের বিশপসহ ৩৭ জনকে হত্যার হুমকি দেয়া হয়েছে৷''

[No title]

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘পুলিশ আমাদের নিরাপত্তা দিচ্ছে আর আমরাও সতর্ক হয়ে চলাফেরা করছি৷ তবে আমাদের উপাসনা ও অন্যান্য ধর্মীয় কাজে এখনো কোনো সমস্যা হচ্ছে না৷''

তবে তিনিও এটাও মনে করেন, ‘‘পরিস্থিতি স্বাভাবিক নয়৷ তাছাড়া নিজেরা সতর্ক হওয়াও সমাধান নয়৷ তাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে নিরপত্তা চেয়েছি৷''

রাজধানী ঢাকার অদূরে সাভারে ক্যাথলিক সম্প্রদায়ের বসবাস সবচেয়ে বেশি৷ সেখানে তাদের চার্চও আছে৷ সেখানকার কমিউনিটি নেতা ডা. মার্সেল পেরেরা ডয়চে ভেলকে বলেন, ‘‘আমরা এখন সবাই সবার দিকে খেয়াল রাখছি৷ প্রয়োজনে পুলিশের সহায়তা নিচ্ছি৷ এখানে সব ধর্মের অনুসারীদের মধ্যে সম্প্রীতির ভাব আছে৷ তবে আমরা আতঙ্কিত উগ্রবাদী হামলা, গুপ্ত হত্যা ও হুমকি নিয়ে৷''

তিনি জানান, ‘‘আর্চ বিশপ আমাদের বার্তা পাঠিয়েছেন৷ বলেছেন সতর্কতা অবলম্বন করতে৷ আমরা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছি, তবে স্বস্তি পাচ্ছি না৷''

বন্ধুরা, আপনারাও কি আতঙ্কের মধ্যে আছেন? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ