1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্বোধনী ম্যাচের আগে মনে রাখার মত ৫টি বিষয়

২৬ জুন ২০১১

প্রমীলা বিশ্বকাপের আজ উদ্বোধনী দিনে মুখোমুখি হচ্ছে স্বাগতিক জার্মানি এবং ক্যানাডা৷ একই গ্রুপের অন্য ম্যাচে খেলবে নাইজিরিয়া এবং ফ্রান্স৷

ছবি: AP

তবে তার আগে পাঁচটি বিষয় মনে রাখার মত৷ প্রথমেই আসবে স্বাগতিক জার্মানির কথা৷ প্রমীলা বিশ্বকাপের আসরে টানা ৫৯৭ মিনিট ধরে কোন গোল খায়নি টানা দুইবারের চ্যাম্পিয়নরা৷ সর্বশেষ ২০০৩ সালের আসরের ফাইনালে সুইডেনের হানা ইয়ুনবের্গ জার্মানির জালে বল জড়িয়েছিলেন৷ কিন্তু চীনে অনুষ্ঠিত গতবারের আসরের ছয়টি ম্যাচে জার্মান গোলরক্ষক নাদিনে আঙ্গেরের একটি গোলও খাননি৷ ক্যানাডা চাইবে আজ সেই রেকর্ড ভেঙে দিতে৷

জার্মানি ও ক্যানাডার আজকের ম্যাচটি প্রমীলা বিশ্বকাপের দেড়শতম ম্যাচ৷ যদিও এটি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, তবে তার আগেই শুরু হয়ে যাবে নাইজিরিয়া ও ফ্রান্সের ম্যাচটি৷

এবার নাইজিরিয়ার কথায় আসি৷ বিশ্বকাপের আসরের বিগত সাতটি ম্যাচের একটিতেও জিততে পারেনি আফ্রিকান সুপার ঈগলরা৷ সর্বশেষ ১৯৯৯ সালের আসরে ডেনমার্কের বিরুদ্ধে ২-০ গোলে জয় তাদের সর্বশেষ সাফল্য৷ ফ্রান্সের বিরুদ্ধে জয় আনতে তাই মরিয়া নাইজিরিয়া৷

জার্মানি ও ক্যানাডার ম্যাচে স্বাগতিকদের জয়ের সম্ভাবনাই বেশি৷ শক্তির বিচারে না হলেও পরিসংখ্যানও সেই কথা বলছে৷ এখন পর্যন্ত একবারই স্বাগতিক দেশ উদ্বোধনী ম্যাচে হেরেছিল৷ ১৯৯৫ সালের প্রমীলা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরেছিল সুইডেন৷

জার্মান কোচ সিলভিয়া নাইড ও ক্যানাডার ইটালীয় কোচ ক্যারোলিন মোরেস এর আগেও মুখোমুখি হয়েছিলেন, তবে কোচ হিসেবে নয় খেলোয়াড় হিসেবে৷ ১৯৯১ সালের বিশ্বকাপে সেই ম্যাচে জার্মানি জিতেছিল ২-০ গোলে ইটালির বিরুদ্ধে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ