1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি

৩০ নভেম্বর ২০১১

জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ-এর বাংলাদেশ সফর দু’দেশের বাণিজ্য সম্পর্ক আরো উন্নত করবে৷ ডয়চে ভেলে’কে একথাই বললেন ‘গ্যার্মানিশের লয়েড’-এর বাংলাদেশ দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাসুদ করিম৷

German president Christian Wulff with Bangladesh´s Prime Minister Sheikh Hasina. Foto: Harun Ur Rashid Swapan, 29.11.2011, Dhaka
ছবি: DW

মঙ্গলবার রাজধানী ঢাকায়, দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে মত বিনিময় করেন জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ৷ বাণিজ্যমন্ত্রী কর্ণেল (অব.) ফারুক খানের নেতৃত্বে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও দেখা হয় প্রেসিডেন্ট ভুল্ফ-এর৷ সেই দলেই উপস্থিত ছিলেন নৌ ও জ্বালানি শিল্পে সক্রিয় কনসাল্টিং গ্রুপ ‘গ্যার্মানিশের লয়েড' বা জিএল-এর বাংলাদেশ দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাসুদ করিম৷

ডয়চে ভেলেকে এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, জার্মান প্রেসিডেন্ট বিশেষভাবে দু'দেশের অতীত এবং বর্তমান সম্পর্কের কথা তুলে ধরেন৷ বলেন আইনস্টাইন, রবীন্দ্রনাথের কথা৷ জোর দেন ভবিষ্যতে সে সম্পর্ক আরো সুদৃঢ় করার জন্য৷ এছাড়া, বাংলাদেশকে একটি স্থিতিশীল দেশ হিসেবে অভিহিত করে উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন জার্মান প্রেসিডেন্ট৷

‘গ্যার্মানিশের লয়েড' বা জিএল-এর বাংলাদেশ দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাসুদ করিমছবি: Masud Karim

সম্প্রতি বাংলাদেশ ও জার্মানির বাণিজ্য প্রায় ৫০ ভাগ বেড়েছে৷ তাই ব্যবসায়ীরা ক্রিস্টিয়ান ভুল্ফ-এর এই সফরকে বিবেচনা করছেন বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসেবে৷ আর সেই সুযোগের কথাই বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রতিনিধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর প্রধানের উপস্থিতিতে আবারো তুলে ধরেন বাংলাদেশ-জার্মান চেম্বার্স অব কমার্স-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারিয়া সিদ্দিকী৷

মনে রাখতে হবে, পোশাক শিল্পের পর এবার জাহাজ নির্মাণ শিল্পেও সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ৷ অথচ এই তো কিছুদিন আগেও জাহাজ কেনার জন্য ধনী দেশগুলো ছুটে গেছে চীন, জাপান, মালয়েশিয়া কিংবা কোরিয়ার কাছে৷ কিন্তু এখন, বাংলাদেশের জাহাজ তৈরির প্রতিষ্ঠানগুলোর দিকে ঝুঁকছে পশ্চিমের দেশগুলো৷ ইতিমধ্যে চারটিরও বেশি বড় জাহাজ বিক্রি করেছে বাংলাদেশ৷ এছাড়া জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে এবং মোজাম্বিকসহ বেশ কিছু দেশ থেকে আরো অনেকগুলো জাহাজ তৈরির অর্ডার পেয়েছে তারা৷

এক কারণ কি? এ কে এম মাসুদ করিম বলেন, ‘‘একদিকে জাহাজ নির্মাণ শ্রমিকদের যথেষ্ট দক্ষতা, অন্যদিকে শ্রমিকদের স্বল্প মজুরিই এই শিল্পকে আরো সম্ভাবনাময় করে তুলেছে বাংলাদেশে৷ এছাড়া, ‘গের্মানিশের লয়েড' সারা বিশ্বে জাহাজ এবং এর যন্ত্রাংশের মান একইরকমভাবে নিরূপণ ও তদারকি করে৷ তাই জাপান, কোরিয়া কিংবা ইউরোপে তৈরি যে কোনো জাহাজের চেয়ে বাংলাদেশের জাহাজের মান কোনো অংশেই কম নয়৷''

মাসুদ করিম-এর কথায়, জার্মান প্রেসিডেন্টের এই সফর দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরো মজবুত করবে৷ বাড়াবে উদ্দীপনা৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ