1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিরক্ষা ব্যয়

২৩ এপ্রিল ২০১২

আন্তঃমহাদেশ ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেললো ভারত৷ বিশ্বের পঞ্চম দেশ এখন ভারত অস্ত্র কেনার তালিকায়৷ আর সেই একই ভারতে অনাহারে মরছে মানুষ৷ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কৃষকরা৷

ছবি: Rabin Chakrabarti

অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়া দেশের তালিকায় রয়েছে ভারত৷ যাকে অর্থনীতির পরিভাষায় বলা হয়ে থাকে ‘হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স', সেখানে দেখা যায় ভারত তেমন সুবিধাজনক অবস্থানে নেই৷ শতকরা ৫৪ ভাগ মহিলা ভারতে রক্তাল্পতায় ভোগে৷ শিশুমৃত্যুর হার যথেষ্ট বেশি৷ সমাজের একটা বড় অংশের মানুষ বাস করেন দারিদ্র্যসীমার নীচে৷ ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার প্রাক্তন সিপিএম সাংসদ হান্নান মোল্লা মনে করেন, এরকম একটা পরিস্থিতিতে উন্নয়নকেই প্রধান বলে ধার্য করা উচিত৷ প্রায়োরিটি বা প্রাথমিকতা যাতে সেদিকেই থাকে, সেটা দেখাই কর্তব্য হওয়া উচিত সরকারের৷

ভারতের কেন্দ্রীয় সরকারের গত আট দশ বছরের প্রতিরক্ষা বাজেটের দিকে তাকিয়ে হান্নান মোল্লা জানাচ্ছেন, অ্যামেরিকা বা ইসরায়েলের মতো দেশের কাছে অস্ত্র কিনে চলেছে ভারত৷ যেখানে বারে বারে বামপন্থী সাংসদরা এবং বাম দলগুলি এ বিষয়ে আপত্তি জানিয়ে আসছে৷ তাঁর মতে, গরিবী, অশিক্ষা, অস্বাস্থ্য দূর করতে বাধার সৃষ্টি করে প্রতিরক্ষা খাতে এই বিপুল অর্থব্যয়৷ ভারতের মতো দেশের পক্ষে যা অত্যন্ত বিলাসের সমতুল বলে তাঁর মত৷ গত দশ বছরে প্রায় আড়াই লক্ষ কৃষক আত্মহত্যা করেছে ভারতে, এই তথ্য জানিয়ে হান্নান মোল্লার মত, এইসবই এড়ানো যেত, যদি উন্নয়নে অর্থের বরাদ্দ বাড়ানো যেত৷

আন্তঃমহাদেশ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারতছবি: Reuters

মণিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশের মতো রাজ্যগুলিতে মাওবাদী বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে হান্নান মোল্লার মত, আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলিতে উন্নয়নের ক্ষেত্রে তেমন মনোযোগ না দেওয়ার ফলেই ঘটছে এসব ঘটনা৷ দূর দুর্গম আদিবাসী এলাকাগুলিতে পরিকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষার প্রসারের চেষ্টা না করে সেখানে যদি শুধুই অস্ত্রের ঝনঝনা দেখানো হয়, তবে তাতে কখনোই সুফল ফলতে পারে না৷ সেক্ষেত্রে মানুষের দারিদ্র আর বঞ্চনাকেই বিচ্ছিন্নতাবাদী বা মাওবাদীদের মতো উগ্রপন্থী শক্তিরা হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের নিজেদের দিকে টেনে নেয় সহজেই৷ আর সামগ্রিকভাবে দেশের অগ্রসরণ আরও ব্যাহত হয়৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ