1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উন্নয়ন আর অস্বস্তির বছর

৩০ ডিসেম্বর ২০২১

কক্সবাজারে পর্যটন এলাকায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ বছরের শেষের আলোচিত ঘটনা৷ আর লঞ্চে আগুন লেগে যাত্রীদের মুত্যু বেদনায় ভারাক্রান্ত করেছে দেশের মানুষকে৷

করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতিছবি: Mortuza Rashed/DW

এক বছরে সাফল্যের বেশ কিছু খবর থাকলে ক্রসফায়ারকে কেন্দ্র করে র‌্যাব পুলিশের শীর্ষ কর্মকর্তাদের কয়েকজনের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে অস্বস্তি নিয়েই ইংরেজি নতুন বছর শুরু হচ্ছে৷

এই বছরেই বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করল৷ একটি জাতির ইতিহাসে এটা অনেক বড় গর্বের৷ আর এই বছরেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার যোগ্যতা অর্র্জন করে৷ মাথাপিছু আয়ে ভারত পাবিস্তানকে ছাড়িয়ে যায় বাংলাদেশ৷ এখন বাংলাদেশের মানুষের এখন মাথাপিছু আয় দুই হাজার ৫৫৪ ডলার৷ করোনার ধকল কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে৷ তৈরি পোশাক খাত সামলে উঠেছে৷ রেমিটেন্স-এর ইতিবাচক ধারা অব্যাহত আছে৷ দারিদ্র্য বেড়েছে৷ বেড়েছে আয় বৈষম্য৷ তবে পদ্মা সেতুসহ মেগা প্রকল্পের কাজ করোনার মধ্যেই এগিয়েছে৷ এই বছরেই বাংলাদেশে করোনার টিকা দেয়া শুরু হয়৷ শুরু হয়েছে বুস্টার ডোজও৷ তবে স্বাস্থ্যখাতে দুর্নীতি কমানো যায়নি৷

রাজনীতিতে শিষ্টাচারে অভাব প্রকট আকার ধারণ করেছে এই ২০২১ সালে৷ অশিষ্ট কথা-আচরণের জন্য মন্ত্রিত্ব হারাতে হয়েছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে৷ তিনি মন্ত্রিত্ব হারিয়ে দেশের বাইরে চলে গিয়েছিলেন৷ কিন্তু ক্যানাডা তাকে  তাদের দেশে ঢুকতে দেয়নি তাই তাকে দেশে ফেরত আসতে হয়েছে৷ তার বিরুদ্ধে ডিজিটাল আইনে একাধিক মামলা হলেও তিনি এখনো গ্রেপ্তার হননি৷ অন্যদিকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীকে কটুক্তি করার পর ক্ষমা চেয়েছেন৷

বৈষম্য থাকলে উন্নয়ন অর্থহীন হয়ে পড়ে: শান্তনু মজুমদার

This browser does not support the audio element.

কুয়েতে বাংলাদেশের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের কারাদণ্ড হয় মানব পাচার, প্রতারণা এবং অর্থ পাচারের অভিযোগে৷ বছর জুড়ে আলোচনায় ছিলো অর্থ পাচার৷ আর এই অর্থ পাচারে ক্যানাডায় পলাতক পিকে হালদারের নাম এসেছে সবার আগে৷
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আর চিকিৎসার বিষয় নিয়ে সারা বছরই সরব থেকেছে বিএনপি৷ কিন্তু কোনো ফল তারা ঘরে তুলতে পারেনি৷ নতুন বছরে তারা নতুন আন্দোলনের কথা বলছে ৷

আর শাসক দল আওয়ামীলীগ তাদের নেতা-কর্মীদের নানা ধরনের বিতর্কিত কাজে বিব্রত ছিলো৷ বেফাঁস কথার জন্য তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বিদায় করা ছাড়াও গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম ও আরো দুই পৌর মেয়রকে বিদায় করতে হয়৷ ছাত্রলীগও যথারীতি তাদের বিতর্কিত কাজের জন্য আলোচনায় ছিলো৷ ইউপি নির্বাচনে বিএনপি দলীয়ভাবে নাই৷ তারপরও নির্বাচনে সন্ত্রাস সহিংসতা বড় বিতর্কের জন্ম দিচ্ছে৷ বিনা ভোটে চেয়ারম্যান হওয়ার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে৷

ডিজেল আর কেরোসিনের দাম বাড়ায় বাস ভাড়ার ক্ষেত্রে এক নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়৷ পরিবহন মালিকেরা জিম্মি করেই বাস ভাড়া বাড়িয়ে নেয়৷ আর তারই বিপরীতে ছাত্ররা মাঠে নামে হাফ ভাড়ার দাবিতে৷ ঢাকার সড়কে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় কলেজ ছাত্রের মৃত্যু হয়৷ ফলে নিরাপদ সড়কের আন্দোলনও করেন ছাত্ররা৷ হাফ ভাড়ার দাবি পুরণ হলেও সড়কে মৃত্যুর মিছিল কমেনি৷ আর ডিজেলের দাম বাড়ায় তার প্রভাব পড়েছে সবখানে৷ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে৷ বাড়ছে মানুষের জীবনযাত্রার ব্যয়৷

বছরে প্রথম দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে মাঠে নেমেছিলো হোফাজতে ইসলাম৷ তারা ঢাকা ও ঢাকার বাইরে নাশকতাও করে৷ তার জেরে ব্যাপক চাপে পড়ে হেফাজত৷ মামুনুল হকসহ হেফাজতের অনেক শীর্ষ নেতারা গ্রেপ্তার হন৷ তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতায়ও মাঠে নেমেছিলো৷

রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়৷ জানা যায় আরসার উপস্থিতি৷ আলোচনায় আসে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা৷

এবার পূজার সময় সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে৷ দেশের ৩৪টি জেলায় পূজামণ্ডপ ও হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে৷ কুমিল্লা থেকে কোরান অবমননার গুজব ছড়িয়ে এই হামলা শুরু হয়৷ কিন্তু মূল হোতারা এখনো ধরা পড়েনি৷

এবারো আগুনে বস্তি পুড়েছে৷ পুড়েছে কারখানা৷ ঢাকার অদূরে রূপগঞ্জে একটি কারখানায় আগুনে ৫৫ জন নিহত হয়েছেন৷ লঞ্চে আগুনের ঘটনা ছাড়াও লঞ্চডুবিতেও মানুষ মারা গেছে৷
চিত্রনায়িকা পরীমনি ছিলেন আলোচনায়৷  তাকে তার বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব৷ আরো কয়েকজন মডেল গ্রেপ্তার হয়েছেন মাদকের অভিযোগে৷ ঢাকার প্রভাবশালীদের "বোট ক্লাবের'' একটি ঘটনাকে কেন্দ্র করে এইসব গ্রেপ্তারের ঘটনা ঘটে৷ আর আওয়ামী লীগের নামে ভুঁইফোড় সংগঠন করতে গিয়ে গ্রেপ্তার হন আওয়ামী লীগ হেলেনা জাহাঙ্গীর৷

'নারীদের নিরাপত্তা, মানবাধিকার, বাক স্বাধীনতা নিশ্চিত হোক’

This browser does not support the audio element.

এই বছরেই বহুল আলোচিত ব্লগার অভিজিৎ, প্রকাশক দীপন এবং বুয়েটের ছাত্র আবরার হত্যা মামলার রায় হয়৷ যা আশার আলো জাগিয়েছে৷

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ঋণ আত্মসাত ও পাচারের মামলার রায়ে মোট ১১ বছর কারাদণ্ড হয়েছে৷ তিনি এখন দেশের বাইরে আছেন৷ বাংলাদেশের ইতিহাসে একজন সাবেক প্রধান বিচারপতির কারাদণ্ড এটাই প্রথম৷

আর আল জাজিরার বাংলাদেশকে নিয়ে তথ্য চিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তুমুল আলোচনা সমালোচনার জন্ম দেয়৷

করোনার রাহুকাল কাটিয়ে এই বছরেই আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হয়েছে৷ শুরু হয়েছে পরীক্ষা৷

ক্রীড়া অঙ্গনের সবচেয়ে বড় সুখবর হলো বাংলাদেশের নারী ক্রিকেট দল নারী বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করেছে৷ তারা টেস্ট মর্যাদাও পেয়েছে৷

এই বছরে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়েছে৷ চলবে নতুন বছরেও৷ বিএনপি এই সংলাপ বর্জনের ঘোষণা দিয়েছে৷ কিন্তু সুষ্ঠু নির্বাচন আর গণতন্ত্র নিয়ে এই দেশের মানুষের প্রত্যাশা অনেক৷

মানবাধিকার কর্মী নূর খান তাই বলেন, ‘‘যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে অনেক সংকটই কেটে যাবে৷ আমার প্রত্যাশা দেশে গণতন্ত্র  প্রাতিষ্ঠানিক রূপ পাক৷ মানুষ তার ভোটাধিকার নতুন বছরে ফিরে পাক ৷ মানুষের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা, মানবাধিকার, বাক স্বাধীনতা নিশ্চিত হোক৷ খুন, গুম বন্ধ হোক৷ মানবাধিকার নিশ্চিত হোক৷ আর বিনা বিচারে হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক৷’’

অর্থনৈতিক উন্নয়ন হলেও বৈষম্য বাড়ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার৷ তার কথা, ‘‘উন্নয়ন টেকসই করতে হলে বৈষম্য কমিয়ে শ্রমিকের মজুরি বাড়াতে হবে৷ এটাই এখন বড় কাজ৷ বৈষম্য থাকলে উন্নয়ন অর্থহীন হয়ে পড়ে৷ এরসঙ্গে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দূর করা আর গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এবং মানুষের ভোটাধিকারের প্রত্যাশা তো আছেই৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ