1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘উন্নয়ন চাইলে স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে’

সমীর কুমার দে ঢাকা
৭ ডিসেম্বর ২০২৩

মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, ন্যায়বিচার ও সমতা নিশ্চিত না হলে উন্নয়ন কখনও টেকসই হয় না৷ ফলে প্রত্যেক সরকারের উচিত সুশাসন ও আইনের শাসনের প্রাতিষ্ঠানিকীকরণের দিকে নজর দেওয়া৷

বিআইডিএস আয়োজিত বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা৷
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত উন্নয়ন বিষয়ক বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান৷ছবি: Samir Kumar Dey/DW

এগুলো নিশ্চিত হলে উন্নয়ন করবে বেসরকারি খাত৷ কিন্তু দুঃখজনক হলো বেশিরভাগ সরকার উল্টো পথে চলে৷ তারা উন্নয়নের দিকে বেশি নজর দেয়, সুশাসন বা ন্যায়বিচারের দিকে মনোযোগ কম থাকে৷ এমনটি মনে করেন যুক্তরাজ্যের অলস্টার বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতি বিভাগের অধ্যাপক এস আর ওসমানী৷

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত উন্নয়ন বিষয়ক বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘উন্নয়ন, ন্যায়বিচার এবং স্বাধীনতা’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ওসমানী৷ রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই সম্মেলন চলবে তিন দিন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী সাবেক অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন৷

যুক্তরাজ্যের অলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস আর ওসমানী বক্তব্য রাখছেন৷ছবি: Samir Kumar Dey/DW

মূল প্রবন্ধে অধ্যাপক ওসমানী বলেন, ‘‘আমরা যখন উন্নয়নের কথা বলি তখন আমরা ন্যায়বিচার ও স্বাধীনতাকে উপেক্ষা করতে পারি না৷ কারণ এগুলো পরষ্পর সম্পর্কযুক্ত৷ উন্নয়ন চাইলে স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে৷ স্বাধীনতা ও ন্যায়বিচার উন্নয়নকে সমর্থন করে এবং এগুলোর অনুপস্থিতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে৷ স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত হলে বেসরকারি খাত উন্নয়ন করবে৷ স্বাধীনতা ও ন্যায়বিচারের অভাব থাকলে ঋণ বৈষম্য ঘটে৷ ফলে দরিদ্র মানুষ পর্যাপ্ত তহবিল পায় না৷ তারপরও এটিতা আরব বসন্তের মতো সামাজিক অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে৷’’

মাহাথির মোহাম্মদ দীর্ঘদিন মালয়েশিয়ায় ক্ষমতায় ছিলেন, যিনি তার দেশের উন্নয়নে অবদান রেখেছিলেন: এম এ মান্নান

This browser does not support the audio element.

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘‘কেউ কেউ বলে কোনো সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে স্বৈরাচার হতে পারে, স্বৈরাচার উন্নয়নকে বাধাগ্রস্ত করছে৷ এটা কি সত্যি? তাহলে মালয়েশিয়া ও সিঙ্গাপুর কীভাবে গড়ে উঠলো? মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, যিনি তার দেশের উন্নয়নে অবদান রেখেছিলেন৷ সিঙ্গাপুরের লিকুয়ান ইউ এক সময়ের জেলে পল্লীকে এখন বিশ্বে উন্নয়নের মডেলে পরিনত করেছেন৷ তারা তো দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণেই এটা পেরেছেন৷ আমাদের সরকার মানুষের খাবার নিশ্চিত করেছে৷ তবে হ্যাঁ, কিছু বৈষম্য আছে সত্যি৷ সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে৷ আমাদের প্রথম মনোযোগ দিতে হবে মানুষের দিকে৷ তাদের খাবারসহ স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা দরকার৷ এরপর সুশাসন, গণতন্ত্র, মানবাধিকারের বিষয় আসবে৷ কিছু অর্থনীতিবিদ বলছেন যে, চীনের অর্থনীতি তার উচ্চ প্রবৃদ্ধি চালিয়ে যেতে পারবে না৷ আসলে কি সেই পথে যাচ্ছে? পশ্চিমা মিডিয়া ১৯৭০ সাল থেকে বলছে যে, উত্তর কোরিয়ায় মানুষ খাবার পাচ্ছে না, তারা মারা যাচ্ছে৷ কিন্তু আসলে কি তাই?’’

উন্নয়নের জন্য গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে বিসর্জন দেওয়ার কোনো কারণ নেই: বিনায়ক সেন

This browser does not support the audio element.

বিআইডিএস এর মহাপরিচালক বিনায়ক সেন বলেন, ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধারণার দিকে আমাদের ফিরে যেতে হবে৷ তিনি বলেছেন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে মানুষের মন পাথরের মত শুষ্ক হয়ে যায়৷ ফলে উন্নয়নের জন্য গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে বিসর্জন দেওয়ার কোনো কারণ নেই৷ বরং আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি কার্যকর করার উপর জোর দিতে হবে৷’’

উদ্বোধনী দিনের দ্বিতীয় অধিবেশনে পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘‘হঠাৎ করে বিনিময় হার ৪৫ শতাংশের মতো কমে যাওয়ায় করপোরেট খাতের দায় প্রায় ১ লাখ কোটি টাকা বেড়েছে৷ বিনিময় হারের এই ধাক্কায় কোম্পানিগুলো অতিরিক্ত প্রভিশন নিতে বাধ্য হয়েছে এবং করপোরেট খাতের মুনাফা কমেছে৷ বেসরকারি খাত বৈদেশিক ঋণে আগ্রহ হারিয়ে ফেলায় বিদেশি মুদ্রার আন্তঃপ্রবাহ কমেছে এবং বাহ্যিক পেমেন্টের চাপ রেড়েছে৷ এতে রিজার্ভ কমেছে ও দায় পরিশোধে চাপ তৈরি হয়েছে৷ প্রাথমিকভাবে আমদানি সংকোচনের মাধ্যমে চলতি হিসাবের উন্নতি হলেও তা রিজার্ভের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি৷ এছাড়া ১২ বিলিয়ন ডলারের স্বল্পমেয়াদি ঋণ বাংলাদেশের ওপর ঝুলছে৷’’

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ