1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরু ছুটছে ঢাকার রাস্তায়

আশীষ চক্রবর্ত্তী২৭ অক্টোবর ২০১৫

হঠাৎ ঢাকার রাস্তায় আতঙ্ক৷ পাগলা গরু মুক্ত হয়ে শুরু করেছে ছুটোছুটি৷ গুঁতো দিয়ে রিক্সা উল্টে দিচ্ছে৷ পালিয়েও বাঁচতে পারছে না মানুষ৷ পুরো দৃশ্যটি ভিডিও করেছেন একজন৷

Indien Schmuggel RInder
ছবি: Shaikh Azizur Rahman.

ঢাকা শহরের এখানে-ওখানে তখন গরুর হাট৷ সামনেই কুরবানি ঈদ৷ তাই অনেকেই তখন দূরের গ্রাম থেকে গরু নিয়ে এসে ক্রেতার অপেক্ষায়, অনেকে আবার গরু কিনে খুশিমনে ফিরছেন বাড়িতে৷ হঠাৎ একটা গরু মালিকের হাতছাড়া হয়ে ছুটতে শুরু করে পোস্তগোলার রাস্তায়৷ যাকে সামনে পায় তাকেই গুঁতোয়৷ রিক্সা উল্টে যায় গরুর গুঁতোয়৷ সিএনজি অটোরিক্সায় বসা যাত্রীও রেহাই পাননি৷ উন্মত্ত গরু সিএনজির ভেতরে মাথা ঢুকিয়ে শিংয়ের গুঁতোয় আহত করেছে সিএনজি যাত্রীকে৷

উন্মত্ত গরুকে বশ করার চেষ্টা হয়েছে অনেক৷ হতবুদ্ধি পথচারীদের কেউ কেউ লেজ ধরেও টেনেছেন৷ পরে সাধারণ মানুষের চেষ্টাতেই বশ মানে গরুটি৷ গরুর উন্মত্ত ছুটোছুটি এবং কিছু মানুষের আহত হওয়ার দৃশ্য ধারণ করে ইউটিউবে শেয়ার করেছেন একজন৷ দৃশ্য ধারণের সময় ধারাবর্ণনাও দিয়েছেন তিনি৷ অনেকেই তাতে আনন্দ পাবেন৷ তবে বিপদগ্রস্থ মানুষদের নিয়ে তাঁর রসিকতা নিঃসন্দেহে দুঃখজনক এবং অমানবিকও মনে হবে অনেকের কাছে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ